টুকরো খবর
বাইকে চড়ে হার ছিনতাই
ফের বাইকে চড়ে এসে এক মহিলার গলার হার ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। বুধবার বিকেলে আলিপুরদুয়ার শহরের ৬ নম্বর ওয়ার্ডের সারদামণি রোডে এক মহিলার গলার হার ছিনতাই করে পালায় দুই দুষ্কৃতী। মালবিকা রক্ষিত নামে ওই মহিলা চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে যান। খবর দেওয়া হয় পুলিশকে। তবে দুষ্কৃতীদের এখনও ধরা যায়নি। এই ঘটনাটি নিয়ে গত এক মাসে ৬টি ছিনতাইয়ের ঘটনা ঘটল। শহরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলায় ক্ষুব্ধ শহরের বাসিন্দারা। আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বচাঁদ ঠাকুর বলেন, “শহরে বাইকে চড়ে অপরাধের ঘটনা বেড়েছে। দুষ্কৃতীদের ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।” পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের আরএসপি কাউন্সিলর গৌতম তালুকদার বলেন, “পুলিশকে কঠোর পদক্ষেপ করতে হবে।”

অনিয়ম, তদন্ত দাবি
গোঁসাইপুর গার্লস স্কুলে প্রধান শিক্ষিকার চেম্বার তৈরির কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তে দাবি জানাল তৃণমূল। দলের অঞ্চল কমিটির পক্ষ থেকে নকশালবাড়ির বিডিও, সার্কেল ইন্সপেক্টর অব স্কুল এবং সর্বশিক্ষা মিশনের প্রজেক্ট ডিরেক্টরকে স্মারকলিপি দিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। ঘর তৈরির কাজে সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকেই প্রায় ৪ লক্ষ ১৩ হাজার টাকা বরাদ্দ করা হয়। প্রজেক্ট ডিরেক্টর সুমেধা প্রধান বলেন, “অভিযোগ পেয়েছি। সেটি খতিয়ে দেখা হচ্ছে।” গোঁসাইপুর অঞ্চল তৃণমূলের কার্যকরী সভাপতি সমরেন্দ্রনাথ ঘটকের অভিযোগ, “বিধি মেনে নির্মাণ কাজ হচ্ছে না। নির্মাণ সামগ্রী কী ভাবে কেনা হয়েছে সেটাও খতিয়ে দেখা দরকার।” নকশালবাড়ির সার্কেল ইন্সপেক্টর অব স্কুল মেনকা সেওয়ার বলেন, “অভিযোগকারীদের বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। তা দিলে অভিযোগ খতিয়ে দেখা হবে।”

গ্রেফতার এক
একটি নামকরা সংস্থার পানমশলা জাল করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দার্জিলিং জেলা পুলিশের দুর্নীতি দমন শাখা (ডিইবি)। বুধবার দুপুরে শিলিগুড়ি থানার মিলনপল্লি এলাকায় ঘটনাটি ঘটেছে। ডিইবি সূত্রের খবর, ধৃতের নাম অনুপ অগ্রবাল ওরফে মিন্টু। মিলনপল্লি এলাকায় তার বাড়ি এবং গুদাম রয়েছে। ওই গুদাম থেকেই ৫ লক্ষ টাকা মূল্যের জাল পানমশলা উদ্ধার করা হয়েছে। ডিইবি’র কয়েকজন অফিসার জানান, ওই সংস্থার দিল্লি, কানপুরে দফতর, কারখানা রয়েছে। এদিন দিল্লি থেকে সংস্থার কয়েকজন প্রতিনিধি এসে তাঁদের সংস্থার নামে জাল পানমশলা শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বাজারে ছাড়া হচ্ছে বলে অভিযোগ জানান। এর পরেই তদন্তে নেমে মিলনপল্লির ওই গুদামের হদিস মেলে।

আন্তঃস্কুল অঙ্কন
শিলিগুড়ি সিটি সেন্টার কর্তৃপক্ষের উদ্যোগে এক মাস ধরে আন্তঃ স্কুল ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নিল প্রায় ১০ হাজার পড়ুয়া। ১০ এপ্রিল থেকে ১২ মে ওই আঁকা প্রতিযোগিতা হয়। শিলিগুড়ি এবং লাগোয়া এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেন। ছবির থিম ‘গো গ্রিন’ ঠিক করে দেন উদ্যোক্তারাই। চারটি বিভাগে অংশ নেন পড়ুয়ারা। আঁকা ছবিগুলি থেকে প্রাথমিক ভাবে ৯০০টি ছবি বাছাই করা হয়। সেখান থেকে ১২ টি সেরা ছবিকে শনিবার বাছাই করেন চিত্রশিল্পী সমীর আইচ। প্রতিটি বিভাগ থেকে সেরা ৩ টি ছবি বাছাই করেন তিনি।

কেপমারি
রাস্তায় টাকা পড়ে গিয়েছে বলে এক বৃদ্ধকে অন্যমনস্ক করে তাঁর হাতের টাকার ব্যাগ কেড়ে পালাল দুই দুষ্কৃতী। বুধবার দুপুরে শিলিগুড়ি থানার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম লাগোয়া তিলক রোডে ঘটনাটি ঘটেছে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম ইন্দুভূষণ রায়। তাঁর বাড়ি হায়দারপাড়ায়। এদিন তিনি হাকিমপাড়ার একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক থেকে ২২ হাজার টাকা তুলে বিধান মার্কেট এলাকায় আসেন। হাতের ব্যাগে টাকা, পাশবই, চেক বই ছিল। ওই রাস্তায় দুই যুবক বাইকে এসে তাঁকে অন্যমনস্ক করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালায়। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

অস্বাভাবিক মৃত্যু
বুধবার সকালে রাজগঞ্জ থানার সন্ন্যাসীকাটার গাডরা এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশি সূত্রে জানানো হয়েছে, মৃতের নাম রবীন্দ্রনাথ রায় (৫১)। সকালে তাঁর শোওয়ার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শিলিগুড়ি লাগোয়া ভক্তিনগর থানার সেবক রোড এলাকায় ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অজয় সিংহ। তার বাড়ি দার্জিলিং মোড় এলাকায়। ধৃতের হেফাজত থেকে একটি রিভলবার উদ্ধার হয়েছে।

পথ দুর্ঘটনা, মৃত চালক
গাড়ির ধাক্কায় চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৩ জন শ্রমিক জখম হন। মঙ্গলবার দুপুর সওয়া ১২ টা নাগাদ ফাঁসিদেওয়া থানার বাইপাস সড়কের লিচুবাগানে ঘটনাটি ঘটে। মৃতের নাম বাসুদেব বিশ্বাস (৩০)। বাড়ি ফাঁসিদেওয়ার গুয়াবাড়ি এলাকায়। জখমদের ফাঁসিদেওয়া ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিন স্থানীয় বুড়ি বালাসন নদীতে গুয়াবাড়ি থেকে শ্রমিকদের নিয়ে তিনি বালি তুলতে যাচ্ছিলেন।

গ্রেফতার ২
সরকারি জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগে দুই সিপিএম সমর্থককে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালে তাদের ধরা হয়। গুয়াবরনগর পঞ্চায়েত এলাকার দুই বাসিন্দা গ্রামের একটি খাস জমি থেকে ১০-১২ টি কদম গাছ কেটে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান সুভাষ রায় তাদের বাধা দেন ও কাটা গাছগুলি পঞ্চায়েত দফতরে নিয়ে যাওয়ার নির্দেশ দিলে ওই দুই সিপিএম সমর্থক বাধা দেন বলে অভিযোগ। সুভাষবাবু বলেন, “বাধ্য হয়ে থানায় অভিযোগ জানাই।” তৃণমূলের ষড়যন্ত্রে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ সিপিএমের।

রাসায়নিকের ট্রাকে আগুন
রাসায়নিক ভর্তি একটি ট্রাকে আচমকা আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে। বুধবার সকালে ফুলবাড়ি বাইপাস এলাকায় ঘটনাটি ঘটেছে। শিলিগুড়ি থেকে দমকলের ২টি ইঞ্জিন গিয়ে এক ঘন্টা চেষ্টায় আগুন আয়ত্তে আসে। দমকল বিভাগের ইন্সপেক্টর সিপনি টোপ্পো জানান, কলকাতা থেকে শিলিগুড়ি আসছিল ট্রাকটি। গাড়িতে রাসায়নিক ভর্তি ছিল। বাইপাসে একটি দোকানে রেখে চালক ও খালাসি চা খেতে গিয়েছিল।

প্রশিক্ষণ শিবির

জুট কর্পোরেশনের তরফে বুধবার বেলাকোবার তালমা এলাকায় এক প্রশিক্ষণ শিবির হয়। দফতরের আধিকারিক তাপস মুখ্যোপাধ্যায় জানান, শিবিরে উন্নত মানের পাট চাষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।


কর্মবিরতি
ছবি: দীপঙ্কর ঘটক।
মজুরি বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতিতে নামলেন গরুমারার ৬১ জন গাইড। নেচার গাইড অ্যাসোসিয়েশন নামে সংগঠনের ওই সদস্যরা বুধবার লাটাগুড়িতে বন দফতরের প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রের সামনে বিক্ষোভও দেখান। সংগঠনের সম্পাদক গোবিন্দ মাহাতো বলেন, “জলদাপাড়ায় কর্মরত গাইডরা প্রতি সিফ্টে ২০০ টাকা করে পান। গরুমারায় ১০০ টাকা দেওয়া হয়। মজুরি পাওয়ার কোনও নির্দিষ্ট দিন নেই।” চলতি মাসে এখনও বেতন মেলেনি বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া ২০০৪-২০০৯ অবধি তাদের সিফটের বেতন থেকে ২০ টাকা করে কেটে নেওয়া হয়েছে। সেই টাকা ফেরত দেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া অবধি কর্মবিরতি চলবে বলে জানান সংগঠনের সভাপতি ধীরেন দাস। তবে গাইডদের কর্মবিরতিতে গরুমারায় পর্যটকদের যাতায়াতে তেমন প্রভাব পড়েনি। জলপাইগুড়ি বন্যপ্রাণ-২ বিভাগের ডিএফও সুমিতা ঘটক বলেন, “গাইডদের দাবিদাওয়া নিয়ে স্থানীয় স্তরে আলোচনা চলবে। আপাতত বনকর্মীরা পর্যটককে সাহায্য করবেন।”

স্মারকলিপি
নদী ভাঙন রোধ, সারে ভরতুকি না-তোলা, গ্রামীণ বিদ্যুদয়নের কাজ শেষ করা, ডুয়ার্স উন্নয়ন পর্ষদ গঠন, ভূমিহীনদের মধ্যে পাট্টা বিতরণের দাবিতে মঙ্গলবার আলিপুরদুয়ার ২ বিডিও এবং বিএলএলআরওকে স্মারকলিপি দিল আরএসপি প্রভাবিত সারা ভারত সংযুক্ত কিসান সভা। সংগঠনের আলিপুরদুয়ার-২ ব্লক কমিটির প্রায় এক হাজার কৃষক খাটাজানি থেকে মিছিল করে যশোডাঙ্গা বিডিও অফিসে গিয়ে স্মারকলিপি দেন। বিডিও সৌমেন মাইতি জানিয়েছেন, বেশ কিছু প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বাকি সমস্যাগুলি সমাধানের তাঁরা উদ্যোগী হবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.