নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রাজ্যের নয়া সরকারের বর্ষপূর্তি উপলক্ষে শিলিগুড়িতে ১১দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে তৃণমূল। ২০ মে ৩০ মে পর্যন্ত অনুষ্ঠান চলবে। পদযাত্রা, আলোচনা সভা, বসে আঁকো, ভলিবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য শিবির, আলোচনা সভা মিলিয়ে প্রতিদিনই চলবে নানা অনুষ্ঠান। বুধবার তৃণমূলের দার্জিলিং জেলা কার্যালয়ে বসে শিলিগুড়ির বিধায়ক তথা এসজেডিএ-র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, “বর্ষপূর্তি হলেও নয়া সরকার মাত্র ৭-৮ মাস কাজ করার সময় পেয়েছে। তার মধ্যেই পাহাড় থেকে জঙ্গলমহল, সর্বত্র রাজ্য সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এটা বিরাট সাফল্য। বর্ষপূর্তি তারই উত্যাপন হবে। সাধারণ মানুষকেও প্রতিটি অনুষ্ঠানে সামিল করা হবে।” একই ধরনের বর্ষপূর্তি অনুষ্ঠান মহকুমার চারটি ব্লক এবং ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার ১৪টি ওয়ার্ডেও হবে বলে জানিয়েছেন দলের জেলা মহাসচিব কৃষ্ণ পাল। তৃণমূল সূত্রে অনুষ্ঠানের যে সূচি মিলেছে তাতে ২০ মে সকালে বাঘা যতীন পার্ক থেকে বিরাট পদযাত্রার আয়োজন করা হয়েছে। বাঘা যতীন পার্ক থেকে পদযাত্রাটি হিলকার্ট রোড হয়ে মাল্লাগুড়িতে গিয়ে সমাপ্ত হবে। বিধায়ক জানান, যাত্রাপথে পদযাত্রায় অংশগ্রহণকারীরা ভেনাস মোড়ে একবার দাঁড়াবে। গত ৩৪ বছরে রাজ্যে রাজনৈতিক সংঘর্ষে দলের যে সমস্ত কর্মীর মৃত্যু হয়েছে তাঁদের স্মরণে তৈরি শহিদ বেদিতে শ্রদ্ধা জানাবে। সেদিন শহরের ৩৩টি ওয়ার্ডেও নানা অনুষ্ঠান হবে। ২২ মে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হলে বসে আঁকো প্রতিযোগিতা হবে। ২৪ মে মিত্র সম্মিলনী হলে শহরের ৭০ জন প্রবীণকে সংবর্ধনা জানানো হবে। তৃণমূলের দার্জিলিং জেলা সাধারণ সম্পাদক মিলন দত্ত জানান, ওয়ার্ড কমিটির অনুমোদনের ভিত্তিতে ওই প্রবীণদের চিহ্নিত করা হবে। সেদিন রাজ্য সরকারের গত এক বছরের সাফল্য নিয়ে একটি আলোচনা সভাও হবে। সেখানে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আনার চেষ্টা চলছে। ২৭ মে ভলিবল প্রতিযোগিতা হবে। তবে প্রতিযোগিতার আসর শহরের কোথায় বসবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। ২৭ মে মিত্র সম্মিলনিতেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। শহরের প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের কার্যালয়গুলিতেও অনুষ্ঠান হবে। পাশাপাশি, ওই সময়ে শহরের প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। শিলিগুড়ির তৃণমূল বিধায়ক এদিন জানান, আগামী ১৬ জুন শিলিগুড়ির মার্গারেট স্কুলে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের ৩৩টি ওয়ার্ডের তৃণমূল কর্মীদের নিয়ে সম্মেলন হবে। সম্মেলনে কেন্দ্রীয় রেলমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক মুকুল রায়, রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। |