|
|
|
|
মাল্যর বার্তা, মর্গ্যানকে চাই |
চিডি-সন্দীপের উল্টো সুর |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিজয় মাল্য সরাসরি ফোনে বার্তা দিলেন, ট্রেভর মর্গ্যানকে ছাড়া চলবে না। ইস্টবেঙ্গল কর্মকর্তারাও প্রাথমিক ভাবে সভায় সিদ্ধান্ত নিলেন, মর্গ্যানকে রাখা হবে। কিন্তু সেই দিনই অস্ট্রেলিয়ান কোচের পছন্দের ফুটবলার চিডি এডে ও সন্দীপ নন্দীকে নিয়ে নাটক অন্য মোড় নিল। তাঁদের অত সহজে নাও পেতে পারে ইস্টবেঙ্গল। “আমি ইস্টবেঙ্গল নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছি।” সরাসরি বলে দিলেন নাইজিরিয়ান। ডেম্পোর সঙ্গে কথা চালাতে তিনি বরং আগ্রহী এখন। তবে ডেম্পোর কোচ আর্মান্দো কোলাসো আবার বলছেন, “আমরা চিডিকে নিয়ে আগ্রহী নই।” ডেম্পো কর্তারা বিদেশি নিয়ে তাড়াহুড়োর পক্ষপাতী নন । চিডি কেন ইস্টবেঙ্গলে খেলার আগ্রহ হারাচ্ছেন? নাইজিরিয়ান ফরোয়ার্ডের জবাব, “ওদের ওখানে খেলতে আগ্রহী ছিলাম। কোচ চাইছিল শুনেছি। ওপারা, পেনও কথা বলছিল। কিন্তু এক মাস কর্তারা কথা বলেছেন। কিছুই চূড়ান্ত হয়নি। তাই আমি বীতশ্রদ্ধ।” মর্গ্যানকে শান্ত করতে অবশ্য চিডিকেও শান্ত করতে চান কর্তারা। তবে সন্দীপ নন্দীর মুখেও ক্ষোভের সুর। এ দিনও লাল হলুদের কোনও কর্তা সন্দীপের সঙ্গে কথা বলেননি। বললেন, “কোচ আমায় সব সময় বলেছেন, তুমি দলে আছ। অন্য কিছু ভাবিনি। তবে এখন মনে হচ্ছে, আমাকে কর্তারা পছন্দ করছেন না। এখন আমায় নতুন করে ভাবাচ্ছে। অন্য দলেরও প্রস্তাব রয়েছে। দেখি, কী করি।” গোয়ার একটি ক্লাব সন্দীপকে প্রস্তাব দিয়েছে। |
|
|
|
|
|