লিও মেসির ক্লাব ভারতে তাদের প্রথম ফুটবল স্কুল খুলছে নয়াদিল্লিতে। এফসিবিই স্কোলা-র মতই ভারতেও স্কুলটি চালাবে বার্সা কর্তৃপক্ষ। ভারতীয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে । আজ এস্কোলার ডিরেক্টর জেভি মার্সে বললেন “গত বছর স্কুল খোলার কথা বলেছিলাম। এ বছর খুলছি। আগামী বছরের মধ্যে স্কুল খুলব বেঙ্গালুরু, গোয়া, পুণে, কলকাতাতেও।” মার্সের দাবি এটা তাঁদের স্বপ্নের ‘প্রজেক্ট’। “ছ’ থেকে চোদ্দো বছরের ছেলেদের তৈরি করব বার্সেলোনার ধাঁচেই। সামনের তিন বছরে ভারতে স্কুলগুলো থেকে দশ হাজার ফুটবলার তুলে আনব। তাদের কোচিং দেবে বার্সার জুনিয়র দলের কোচেরাই। তাই বার্সার টিডি ক্ল্যাভেরিয়া দিল্লির ফুটবল স্কুলের টিডি হয়ে সারা বছর থাকবেন ভারতে।” বার্সেলোনায় তাদের স্কুল থেকেই এসেছেন মেসি, ইনিয়েস্তা, জাভি, ফাব্রেগাসরা। অনুষ্ঠানে ছিলেন মারাদোনার সঙ্গে খেলা প্রাক্তন ফুটবলার মোরাতালা।
|
শুক্রবার মহারাষ্ট্রের বিরুদ্ধে সন্তোষ ট্রফি অভিযান শুরু করছে বাংলা। কেরল, পঞ্জাব এবং মহারাষ্ট্রের সঙ্গে কঠিন গ্রুপে পড়লেও, বাংলার কোচ সাব্বির আলি সেমিফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী। বুধবার ফোনে সাব্বির বললেন, “কঠিন গ্রুপ। সেমিফাইনালে ওঠা সহজ হবে না। তবে আমরা প্রস্তুত।” মহারাষ্ট্র গ্রুপ লিগের দু’টো ম্যাচে ৯ গোল করেছে, খেয়েছে মাত্র দু’টো। সাব্বিরকে অবশ্য প্রতিপক্ষ নয়, কটকের গরম বেশি চিন্তায় রেখেছে। তাঁর কথায়, “এত গরমে হাঁসফাঁস করছে ফুটবলাররা। একটা সুবিধা, প্রথম ম্যাচটা সন্ধ্যে ৬-৩০ থেকে হবে।” |
লিভারপুল তাদের সুপারস্টার কোচ কেনি ড্যালগ্লিশকে ছাঁটাই করে দিল। দলের সামগ্রিক ব্যর্থতার জন্যই ড্যালগ্লিশকে সরিয়ে দেওয়া হল। পরবর্তী কোচ হিসেবে কাকে বাছা হবে সেটাই দেখার। আপাতত প্রাক্তন কোচ রাফা বেনিতেজের সঙ্গে উইগানের রবের্তো মার্তিনেজের নামও উঠেছে।
|
সিএবি প্রথম ডিভিশন চ্যাম্পিয়নশিপ প্লে অফ ম্যাচের প্রথম দিন বিএনআরের বিরুদ্ধে ৩০০-৩ তুলল স্পোর্টিং ইউনিয়ন। প্রীনান দত্ত ১২৫ এবং গীতিময় বসু ৬১ রান করেছেন। মরসুমে এই নিয়ে ছ’নম্বর সেঞ্চুরি করলেন প্রাক্তন জাতীয় ফুটবলার প্রদীপ দত্তের ছেলে প্রীনান।
|
ফর্মুলা ওয়ানের প্রথম মহিলা টিম প্রধান হিসাবে ইতিহাস গড়ার দিকে পা বাড়িয়ে ফেললেন ভারতীয় মেয়ে মণীষা ক্যালটেনবর্ন। স্যবার দলের মালিক পিটার স্যবরা এ দিন স্যবার গোষ্ঠীর এক তৃতীয়াংশ মণীষার নামে করে দিলেন।
|
শনিবার বহু দিন বাদে ভাইচুং ভুটিয়াকে দেখা যাবে কলকাতায় খেলতে। হাওড়া স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচে খেলতে নামছেন এক ঝাঁক তারকার সঙ্গে। সেখানে খেলতে পারেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টিম ব্রাউন। ব্রাউন কনফেডারেশন কাপ খেলেছেন। বিশ্বকাপে সহ-অধিনায়ক ছিলেন। চোটের জন্য খেলতে পারেননি।
|
বুধবার রাতে মারা গেলেন প্রাক্তন মোহনবাগান ফুটবলার ও শৈলেন মান্নার সতীর্থ পবিত্র মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৮। খেলতেন সেন্টার হাফে। ইস্টবেঙ্গলের হয়েও ঢাকায় দু’টি প্রদর্শনী ম্যাচ খেলেছেন তিনি। |