চেন্নাই না বেঙ্গালুরু? নাকি চেন্নাই-বেঙ্গালুরু দুটো টিমই?
আইপিএল প্লে অফের শেষ পর্যায়ের লড়াই এসে পড়েছে। আগামিকাল গুরুত্বপূর্ণ দুটো ম্যাচে খেলতে নামছে চেন্নাই এবং বেঙ্গালুরু। চেন্নাইয়ের প্রতিদ্বন্দ্বী পঞ্জাব। বেঙ্গালুরু নামছে দিল্লির বিরুদ্ধে। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে ধোনি এবং কোহলিকে ম্যাচ জিততেই হবে।
গত কাল পঞ্জাবকে হারিয়ে প্লে অফের টিকিট পেয়ে গিয়েছে বীরেন্দ্র সহবাগের দিল্লি। কিন্তু তা বলে শেষ দুটো ম্যাচ হাল্কা ভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই। দিল্লির উইকেটকিপার নমন ওঝা টিমের মনোভাবটাই তুলে ধরছেন, যখন বলছেন, “আমরা প্লে অফে চলে গিয়েছি ঠিকই। কিন্তু তার মানে এই নয় যে ঢিলেমি দেব। বেঙ্গালুরু যথেষ্ট ভাল দল। ওদের হারাতে গেলে আমাদের খুব ভাল ক্রিকেট খেলতে হবে।”
বেঙ্গালুরু আবার শেষ ম্যাচে খুব ভাল জায়গা থেকে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ হেরেছে। বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্টের তরফে বলা হয়েছে, “গত ম্যাচটা আমাদের কাছে দুঃস্বপ্নের মতো। এখন সব ভুলে দিল্লির বিরুদ্ধে আমাদের জিততেই হবে।”
অন্য দিকে পঞ্জাবের বিরুদ্ধে কিছুটা এগিয়ে থেকেই শুরু করবে ধোনির চেন্নাই। পর পর দুটো ম্যাচ জিতে আবার প্লে অফের দৌড়ে চলে এসেছে চেন্নাই। আগামিকাল জিতলে ১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শেষ করবে ধোনির দল। এবং সে ক্ষেত্রে প্লে অফে চলে যাওয়ার একটা ভাল সুযোগ থাকবে তাদের সামনে। ইডেনে শেষ বলে জেতার পর ধোনি বলে গিয়েছেন, “আমাদের সামনে এখন অঙ্কটা খুব সোজা। সব ম্যাচ জিততে হবে।” সেই লক্ষ্য নিয়েই ধর্মশালায় নামবে তাঁর দল।
পঞ্জাবও অবশ্য প্লে অফের দৌড়ে আছে। এবং চেন্নাইকে হারাতে পারলে টুর্নামেন্টে টিকে থাকবে। এই অবস্থায় পঞ্জাব অধিনায়ক ডেভিড হাসি বলেছেন, “দিল্লির বিরুদ্ধে আমাদের ব্যাটসম্যানরা রান পায়নি, কিন্তু বোলাররা দারুণ লড়াই করেছিল। আওয়ানার স্পেলটা তো বিশ্বমানের ছিল। এখন আমাদের সামনে দু’টোই নক আউট ম্যাচ। দেখা যাক কী হয়।” চেন্নাই নামছে ধর্মশালায়। বেঙ্গালুরু নামছে দিল্লিতে। আগামিকালই হয়তো ফয়সালা হয়ে যাবে দু’বারের চ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকবে কি না। বা এ বারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীকে প্লে অফে খেলতে দেখা যাবে কি না। |