|
|
|
|
উদ্ধার অপহৃত |
রেলে চাকরির নামে ‘প্রতারণা’, গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
রেলে চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েক জন যুবকের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে মঙ্গলবার গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম প্রশান্ত দত্ত। বাড়ি কোন্নগরের কানাইপুরে। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে তাকে ধরা হয়। কিন্তু এই প্রতারণা-কাণ্ড এবং অভিযুক্তকে ধরা নিয়ে বিস্তর ‘নাটক’ হল গত কয়েক দিন ধরে। সেই ‘নাটক’-এর মধ্যে ‘প্রতারক’ এবং এক ‘প্রতারিত’কে অপহরণও রয়েছে।
পুলিশ সূত্রের খবর, প্রশান্ত হুগলি ছাড়াও উত্তর ২৪ পরগনার এবং কলকাতারও কিছু যুবকের থেকে টাকা তুলেছিলেন। প্রত্যেক যুবকের থেকে গড়ে তিনি এক লক্ষ বা তার বেশি টাকাও নিয়েছিলেন। ওই সব যুবকদের
মধ্যে রয়েছেন কোন্নগরের নবগ্রাম এলাকার বাসিন্দা জয়ন্ত পান। কিন্তু কেউই চাকরি না পাওয়ায় ইদানীং প্রশান্তের উপর চাপ বাড়ছিল। চলতি মাসের ৪ তারিখ পটনায় ইন্টারভিউ দিতে যাওয়ার কথা বলেন প্রশান্ত। প্রস্তাবে রাজি হয়ে বেশ কিছু যুবক ওই দিন সকালে হাওড়া স্টেশনে যান। সেই দলে ছিলেন জয়ন্তও।
|
ধৃত প্রশান্ত।
ছবি: প্রকাশ পাল। |
কিন্তু টাকা দিয়েও কাজ না হওয়ায় হাওড়া স্টেশনেই গাইঘাটার জনা পাঁচেক যুবক মারমুখী হয়ে ওঠেন। তাঁদের সন্দেহ হয়, একই এলাকার বাসিন্দা হওয়ায় প্রশান্ত এবং জয়ন্ত দু’জনেই প্রতারণা চক্রে জড়িত। যুবকেরা একটি গাড়ি ভাড়া করে এনে প্রশান্ত ও ধীমানকে তুলে গাইঘাটায় নিয়ে চলে যান। সেখানে ধীমান সাহা নামে এক যুবকের বাড়িতে তাঁদের তোলা হয়।
তদন্তকারী পুলিশ অফিসারেরা জানিয়েছেন, ‘প্রতারিত’দের চাপে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে স্ট্যাম্প পেপারে লিখিত আশ্বাসও দেন প্রশান্ত। এর পরে গাইঘাটার ওই যুবকেরা জয়ন্তকে আটকে রেখে প্রশান্তকে টাকা আনার জন্য ছেড়ে দিতে সম্মত হন। প্রশান্ত সুযোগ বুঝে দিন কয়েক আগে কোন্নগরে নিজের বাড়িতে এসে পরিবারের অন্যদের নিয়ে গা-ঢাকা দেওয়ার মতলবে ছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। জয়ন্তের বাবা কোন্নগরে প্রশান্তের ফিরে আসার বিষয়টি টের পেয়ে যান। তখন তাদের আটকে রেখে পুরো বিষয়টি তিনি পুলিশকে জানান। শেষ পর্যন্ত উত্তরপাড়া থানার আইসি অসিত সাউ নির্দিষ্ট অভিযোগ পেয়ে গাইঘাটায় ধীমানদের ডেরায় হানা দেন। প্রশান্তকে গ্রেফতার করে উদ্ধার করা হয় জয়ন্তকে। কিন্তু আর কাউকে গ্রেফতার করতে পারেনি। তাঁরা পালান। ধৃতকে বুধবার শ্রীরামপুর আদালতে তোলা হয়। হুগলির পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “ওই প্রতারণা চক্রে জড়িত আরও কয়েক জনের হদিস পেয়েছে পুলিশ। তাদের খোঁজে তল্লাশি চলছে। যে যুবকেরা হাওড়া স্টেশন থেকে দু’জনকে অপহরণ করে নিয়ে যায়, শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।” |
|
|
|
|
|