|
|
|
|
কাটেনি সঙ্কট |
ন’দিন পর আন্তর্জাতিক উড়ান চালু করল এয়ার ইন্ডিয়া |
নিজস্ব প্রতিবেদন |
প্রায় ন’দিন পর আন্তর্জাতিক রুটে ফের উড়ান পরিষেবা চালু করল পাইলট-ধর্মঘটে বিপর্যস্ত এয়ার ইন্ডিয়া। বুধবার সকালে দিল্লি থেকে শিকাগো ভায়া ফ্র্যাঙ্কফুর্ট ও নিউ ইয়র্ক ভায়া প্যারিস রুটের উড়ান ছেড়েছে তারা।
বিমান সংস্থা সূত্রে এ দিন জানানো হয়, যাত্রী পরিষেবা অটুট রাখার বিকল্প পরিকল্পনা হিসেবে আপাতত আমেরিকা ও ইউরোপের রুটগুলিতে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে তারা। সেই কারণে বেশ কিছু রুট মিশিয়েও দেওয়া হয়েছে। তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এখনই সর্বাধিক দূরত্বের রুটগুলি (আল্ট্রা-লং ফ্লাইট) চালু করার আশ্বাস দেওয়া যাচ্ছে না।
বুধবার এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, “আমরা বিকল্প পথে পরিস্থিতি নিয়ন্ত্রণ শুরু করেছি। আজ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলছে। ক্রমশ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।” তিনি জানান, মুম্বই-লন্ডন ও মুম্বই-সাংহাই রুটের উড়ানকে আপাতত দিল্লি-লন্ডন ও দিল্লি-সাংহাই রুটের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। তবে তাতে যাত্রীদের সমস্যা হবে না। কারণ অতিরিক্ত যাত্রী পরিবহণের জন্য দুই রুটে অপেক্ষাকৃত বড় মাপের বোয়িং ৭৭৭-ইআর বিমান চালানো হচ্ছে। ব্যাঙ্কক, সিঙ্গাপুরের মতো ছোট রুটে চলছে এয়ারবাস ৩২০। মুখপাত্রের কথায়, “আমাদের গ্রাহকেরা কয়েক দিন ধরে প্রবল দুর্ভোগে পড়ছেন। আশা করছি তাঁরা এ বার নির্দিষ্ট সময়েই উড়ান পাবেন।”
ধর্মঘটী বিমানচালকেরা যদিও বুধবারও কাজে যোগ দেননি। বরং তাঁরা দাবি করেছেন, সরকার তাঁদের আনুষ্ঠানিক ভাবে আলোচনার আহ্বান জানাক। বরখাস্ত করা বিমানচালকদের ফিরিয়ে নেওয়ার দাবিও ফের উঠেছে। এ দিন ধর্মঘটীদের পক্ষে ইন্ডিয়ান পাইলট্স গিল্ড-এর (আইপিজি) প্রধান জিতেন্দ্র অবধ বলেন, “কেন্দ্র অন্তত প্রাথমিক আলোচনা শুরু করুক। আমরা কথা বলতে তৈরি, কিন্তু আলোচনায় বসতে আমাদের সরকারি ভাবে আমন্ত্রণ জানাতে হবে।” অচলাবস্থা কাটাতে তাঁরা কিছু রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলেছেন বলে জানান অবধ।
প্রসঙ্গত, ক’দিন আগে বিমানমন্ত্রী অজিত সিংহের সঙ্গে কিছু ধর্মঘটী বিমানচালক দেখা করতে যান। কিন্তু মন্ত্রী তাঁদের সাফ জানিয়ে দেন, ওই চালকেরা আগে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে কাজে ফিরুন। তার পরে তাঁদের কথা শুনবে কেন্দ্র। |
|
|
|
|
|