রাসায়নিক ঠাসা বিপজ্জনক কারখানায় আগুন, আতঙ্ক |
নেই আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা। বিপজ্জনক ভাবে বিভিন্ন কারখানার দেওয়াল থেকে ঝুলছে ওয়্যারিংয়ের তার। কারখানার ভিতরে রাসায়নিক ঠাসা। ভরসা বলতে কারখানার নিজস্ব অগ্নি-নির্বাপণ ব্যবস্থা। এমনই পরিস্থিতি ৩৪, ক্যানাল সাউথ রোডে। সেখানেই একটি প্যাকেজিংয়ের কারখানার মেশিনে বুধবার দুপুরে আগুন লাগে। আগুনে কারখানাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামান্য জখম হয়েছেন কারখানার দুই কর্মী। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
৩৪, ক্যানাল সাউথ রোড ঠিকানায় অনেকগুলি কারখানা আছে। এ দিন যে কারখানাটিতে আগুন লাগে, সেখানে প্যাকেট রং করার জন্য স্টেনর-সহ বিভিন্ন ধরনের রাসায়নিক থাকত। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই ওই আগুন লাগে। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভায়। কারখানার কর্মীদের অবশ্য দাবি, নিজস্ব অগ্নি-নির্বাপণ যন্ত্র দিয়েই তাঁরা প্রথম দফায় আগুন নিয়ন্ত্রণ করেন। |
কলকাতা পুরসভা সূত্রে খবর, প্রায় দু’বিঘার কাছাকাছি জায়গা জুড়ে ক্যানাল সাউথ রোডের ওই ঠিকানায় চলছে বেসরকারি কারখানাগুলি। ভিতরে ‘স্টেট ওয়্যারহাউজিং কর্পোরেশন’-এর একটি গুদামও আছে। বেলেঘাটা খালের ধারে প্লাস্টিক বা প্যাকেজিং-সহ ওই ধরনের বহু কারখানা রয়েছে। পুরসভা সূত্রে খবর, বহু কারখানার মালিকই নিয়মের তোয়াক্কা না করে বেআইনি নির্মাণ চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, ওই এলাকাতে আগেও ছোটো-বড় আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহা জানান, গোটা ট্যাংরা এলাকারই ওই অবস্থা। তিনি বলেন, “সিপিএম-এর জমানাতেই ওই জমির উপরে এ ভাবে কারখানাগুলি গড়ে উঠেছে। সেগুলির অধিকাংশেরই আগুনের সঙ্গে লড়ার মতো পরিকাঠামো নেই। যেহেতু কারখানাগুলি বেসরকারি, তাই পুরসভা সরাসরি তাদের ব্যাপারে কিছু বলতে পারে না। জমির মালিকদের বলা হয় কারখানার মালিকদের সতর্ক করার জন্য।” |