ওয়েভার স্কিমে শেষ পর্যন্ত প্রায় ৩৬১ কোটি টাকা আদায় করল কলকাতা পুরসভা। শুধু আবেদন জানিয়ে এত টাকা আদায় পুরসভার ইতিহাসে রেকর্ড বলে দাবি করেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি জানান, দীর্ঘ কাল ধরে বকেয়া ২৬০০ কোটি টাকা সম্পত্তিকর আদায়ের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে করদাতাদের বিশেষ ছাড় দিয়ে ওয়েভার স্কিম চালু হয়। প্রথম পর্যায়ে গত ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রায় ৩০৫ কোটি টাকা আদায় হয়। পরে ওই স্কিমের মেয়াদ ১৫ দিন বাড়ানো হয়েছিল। মঙ্গলবারই ছিল শেষ দিন। মেয়র পারিষদ (কর-মূল্যায়ন) দেবব্রত মজুমদার বলেন, “সর্বশেষ হিসেব অনুযায়ী ওয়েভারে প্রায় ৩৬১ কোটি টাকা জমা পড়েছে। এর মধ্যে সাসপেন্স অ্যাকাউন্টে জমার পরিমাণ ২৩ কোটি। এক মাসের মধ্যে ওই টাকা ওয়েভারের নির্দিষ্ট খাতে চলে যাবে।” তিনি জানান, মোট ৩ লক্ষ ৫৪ হাজার করদাতার মধ্যে ১ লক্ষ ৩৯ হাজার জন ওয়েভারের সুযোগ নিয়েছেন। বাকিদের মধ্যে কারও কারও সঙ্গে মামলা চলছে। মামলা কোথায়, কী ভাবে আছে তা জেনে সমস্যা মেটাতে পুরসভা ওই করদাতাদের সঙ্গে আলোচনা চালাবে। অন্য দিকে, যাঁরা ইচ্ছাকৃত ভাবে কর দেননি তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শোভনবাবু। ওয়েভারের পরেও যাঁরা বকেয়া কর দেননি, এ বার তাঁদের বিরুদ্ধে কঠোর হবে পুরপ্রশাসন। প্রয়োজনে সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা ভাবা হয়েছে।
|
বিচারাধীন বন্দিদের সঙ্গে চিকিৎসকের বচসার জেরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে প্রেসিডেন্সি জেল। চিকিৎসক বদলের দাবিতে মিছিল করে বিক্ষোভ দেখান বন্দিরা। প্রায় দু’ঘণ্টা বিক্ষোভ চলার পরে জেল-কর্তৃপক্ষ গিয়ে বন্দিদের সঙ্গে কথা বললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনা নিয়ে আইজি (কারা) রণবীর কুমারের কাছে রিপোর্ট চেয়েছেন কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী। এ দিন সকালে প্রেসিডেন্সি জেলের ১০ নম্বর সেলে অসুস্থ হয়ে বমি করতে শুরু করেন আলিপুরের যুব কংগ্রেস নেতা, বিচারাধীন বন্দি রাকেশ সিংহ। চিকিৎসার জন্য জেলের ডাক্তার মলয়কুমার রায়কে ডাকা হয়। ডাক্তার আসার পরে তাঁর সঙ্গে বচসা বাধে রাকেশের। বন্দিদের অভিযোগ, খবর দেওয়ার অনেক পরে ডাক্তার এসেছেন ও ঠিকমতো চিকিৎসাও করেননি। এর কিছু পরেই প্রায় ৫০ জন বন্দি ডাক্তারের অপসারণ চেয়ে মিছিল করেন। জেলের খাবারের মান উন্নয়নের দাবিতেও বিক্ষোভ দেখান তাঁরা। তখন বন্দিদের সঙ্গে আলোচনার পরে বিক্ষোভ নিয়ন্ত্রণ করেন জেল-কর্তৃপক্ষ। পুলিশ জানায়, চিড়িয়াখানার কর্মী সংগঠনের নেতা হিসেবেও পরিচিত রাকেশ সিংহের বিরুদ্ধে তোলাবাজি, মারপিট-সহ একাধিক মামলা রয়েছে।
|
কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ঢুকে ভক্তদের পুজো দেওয়ার ব্যাপারে কেন্দ্র ও রাজ্য সরকারের কী অভিমত, তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। গত ২০ এপ্রিল কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, কালীঘাট মন্দিরের গর্ভগৃহে সাধারণ ভক্ত, এমনকী ভিআইপি-রাও ঢুকে পুজো দিতে পারবেন না। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মন্দির কমিটি সুপ্রিম কোর্টে আবেদন করে। তাদের বক্তব্য, গর্ভগৃহে ভক্তদের ঢোকা নিষিদ্ধ হলে আইনশৃঙ্খলার সমস্যা দেখা দেবে। তাই গর্ভগৃহে প্রবেশ নিয়ে হাইকোর্ট যে নিষেধাজ্ঞা জারি করেছে, তার উপরে স্থগিতাদেশ দেওয়া হোক। এই পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি দীপক বর্মা এবং বিচারপতি এস জে মুখোপাধ্যায় মঙ্গলবার কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে নোটিস পাঠিয়ে তাদের মতামত জানাতে বলেছে।
|
যান্ত্রিক বিভ্রাটে মঙ্গলবার রাতে ফের থমকে গেল মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রের খবর, রাত ৮টা ৩২ মিনিটে কবি সুভাষ স্টেশনে দমদমগামী একটি ট্রেনে গোলযোগ দেখা দেয়। যাত্রীদের নামিয়ে দিয়ে মেরামতি চলে। এর জেরে কবি সুভাষ ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে ২৭ মিনিট পরিষেবা বন্ধ ছিল।
|
আগুন লেগে ক্ষতিগ্রস্ত হল এম ভি হর্ষবর্ধন নামে এই যাত্রিবাহী জাহাজটি। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই জাহাজটি কলকাতা-আন্দামানের মধ্যে যাতায়াত করে। সংস্থার ভাইস প্রেসিডেন্ট সজল বিশ্বাস জানান, মঙ্গলবার দুপুরে শর্ট সার্কিট থেকে জাহাজের স্টোর রুমে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। দমকলের দু’টি ইঞ্জিন ও কলকাতা বন্দরের অগ্নি নির্বাপণ বিভাগের দু’টি গাড়ি আগুন নেভায়। বন্দর সূত্রে খবর, মেরামতির জন্য ১৮ দিন ধরে তিন নম্বর ডকে জাহাজটি দাঁড়িয়ে ছিল। কর্তৃপক্ষ জানান, জাহাজটির ক্ষতিগ্রস্ত অংশগুলি না সারানো পর্যন্ত যাত্রী পরিবহণ বন্ধ থাকবে।
|
পুরসভার লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হল। মঙ্গলবার, চিৎপুর থানার দেবেন্দ্র বালা রোডে। পুলিশ জানায়, মৃতের নাম শেখ ইমতিয়াজ (২৫)। আরজিকরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। লরিচালক পলাতক।
|
এক মহিলার মৃতদেহ উদ্ধার হল। মঙ্গলবার, হিন্দুস্থান রোডের একটি বাড়ি থেকে। মৃতার নাম দেবাঞ্জলি আয়ার (৩২)। পুলিশের অনুমান, পারিবারিক সমস্যার কারণে ওই মহিলা ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হয়েছেন। |