ডুয়ার্স থেকে শিলিগুড়ি যাওয়ার বিকল্প গজলডোবার পথের বেহাল দশা এবং এই পথের শেষে থাকা রেললাইনে লেবেল ক্রসিং তৈরির দাবিতে আন্দোলনে নামলেন ট্রাক মালিকেরা। জলপাইগুড়ি জেলা ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা সোমবার ওই পথে ট্রাক অবরোধে সামিল হন। তাদের সংগঠনভুক্ত ট্রাক যেমন গজলডোবার পথে নামানো হয়নি তেমনই সংগঠনের সদস্যরা গজলডোবা ব্যারাজের সামনে অন্যান্য ট্রাকগুলিকেও আটকে দেওয়া হয়। এর ফলে ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ির পণ্য যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, ডুয়ার্স থেকে শিলিগুড়ি যাওয়ার পথে সেবকে করোনেশন সেতু দুর্বল হয়ে পড়ায় গত প্রায় ৬ মাস ধরে ১০ টনের বেশি পণ্য নিয়ে গাড়ি যাতায়াত বন্ধ করা হয়েছে। ট্রাক সংগঠনের সম্পাদক প্রদীপ নন্দীর অভিযোগ, নিষেধাজ্ঞা আরোপ করার পরে এতদিন কেটে গেলেও করোনেশন সেতু মেরামতের উদ্যোগ হয়নি। অথচ রাত বাড়লে ভারী ট্রাক সেতু পারাপার করছে। গজলডোবার ব্যারাজ সেতুতেও ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০ টনেরও বেশি ভারী ট্রাক চলছে। ট্রাক মালিকদের অভিযোগ, সেবকে সেতু দুর্বল হয়ে পড়ায় ডুয়ার্সের সমস্ত চা বাগানের চা শিলিগুড়িতে যায় গজলডোবা হয়ে। চেলিবাড়ির সড়ক মেরামত না-হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। মালবাজারের মহকুমাশাসক দেবযানী ভট্টাচার্য বলেন, “ট্রাক সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তাঁদের অবরোধ তুলতে আর্জি জানানো হয়েছে।”
|
চা বাগানে শ্রমিক পরিবারের সদস্য পিছু রেশন কার্ড দেওয়ার দাবিতে আন্দোলনে নামল কংগ্রেস। সোমবার বাগডোগরা অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে দার্জিলিং জেলা খাদ্য ও সরবরাহ নিয়ামকের দফতরে স্মারকলিপি দিয়ে অভিযোগ করা হয়, চা শ্রমিকদের পরিবার পিছু রেশন কার্ড দেওয়া হয়েছে। তাতে শ্রমিক পরিবারগুলিকে সমস্যায় পড়তে হচ্ছে। চা বাগানের জন্য পৃথক রেশন দোকান, শ্রমিক পরিবারের মেয়েদের বিয়ের পরে রেশন কার্ড এপিএলে বদলে দেওয়ার ব্যবস্থা বাতিলের দাবি জানানো হয়। বাগডোগরা অঞ্চল কংগ্রেসের সভাপতি অমিতাভ সরকার বলেন, “শিলিগুড়ি মহকুমার চা বাগানগুলিতে রেশ কার্ড নিয়ে নানা অনিয়ম এবং বৈষম্য রয়েছে। বিপিএল কার্ডধারীদের গমের পরিমাণ বাড়ানো হচ্ছে না। সরকারি নির্দেশ সত্ত্বেও অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনার কার্ড বিলি করা হচ্ছে না। সপ্তাহে চারদিনও দোকান খোলা রাখা হচ্ছে না। দফতরের আধিকারিকেরা অবশ্য বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। না-হলে লাগাতার আন্দোলনে নামা হবে।” কয়েকশো চা শ্রমিক স্মারকলিপি প্রদানে যোগ দেন।
|
রাজ্যের খাদ্য দফতরের ইন্সপেক্টর পদে কর্মীদের পুর্ননিয়োগের বিরোধিতা করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন যুব লিগ। অবসরপ্রাপ্ত কর্মীদের পুর্ননিয়োগের বিরোধিতা করে যেদিন ওই পদগুলিতে নিয়োগের মৌখিক পরীক্ষা নেওয়া হবে সেদিন বিক্ষোভ দেখানো হবে বলে যুব লিগ জানিয়েছে। সোমবার জলপাইগুড়িতে যুব লিগের কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় যুব লিগের রাজ্য সভাপতি অনির্বাণ চৌধুরী উপস্থিত ছিলেন। যুব লিগ এবং ফরওয়ার্ড ব্লকের জেলা নেতৃত্বও সভায় উপস্থিত ছিলেন। অনির্বাণবাবু বলেন, “রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দু’লক্ষ বেকারের কর্মসংস্থান হবে। রাজ্য সরকারের এক বছর হয়ে গেলেও বেকারদের চাকরি তো দূরের কথা, অবসরপ্রাপ্ত কর্মীদের পুর্ননিয়োগ করা হচ্ছে। আন্দোলন হবে।”
|
বিডিও’র নির্দেশে এক নাবালিকার বিয়ে বন্ধ করে দিল পুলিশ। শনিবার বিকাল ৬ টা নাগাদ আমবাড়ি ফাঁড়ির হরিচরণভিটা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবরে জানা গিয়েছে, কিশোরীর নাম স্বর্ণলতা সরকার। বাড়ি ওই এলাকায়। রাজগঞ্জের বিডিও টি টি ভুটিয়া জানান, এ দিন প্রশাসনের কাছে ওই নাবালিকার বিয়ের প্রস্তুতির খবর পৌঁছায়। সঙ্গে সঙ্গে তিনি ওই এলাকার পুলিশকে বিষয়টি সরজমিনে দেখতে বলেন। পুলিশ জানিয়েছে, স্বর্ণলতা সপ্তম শ্রেণি অবধি পড়াশোনা করেছে। অভাবের সংসারে বাবা গৌরাঙ্গবাবু জলপাইগুড়ি শহরে মেয়েকে এ দিন বিয়ের দিনক্ষণ ঠিক করেন। পুলিশ পৌঁছনোর পর গৌরাঙ্গবাবু বিয়ের আয়োজন বন্ধ করে দেন।
|
পথ হারিয়ে দিনভর জঙ্গল সংলগ্ন গ্রামে আশ্রয় নিল পাঁচটি হাতি। সোমবার ভোরে ঘটনাটি ঘটে বানারহাট থানা এলাকার ডায়না জঙ্গল লাগোয়া হৃদয়পুর গ্রামে। গ্রামের এক বাসিন্দার খয়ের জঙ্গলে ওই পাঁচটি ঢুকে পড়ে। তাদের মধ্যে একটি এক বছরের শাবক ছিল। ডায়নার রেঞ্জ অফিসার অজয় ঘোষ জানান, সম্ভবত মরাঘাট থেকে দলটি ডায়না যাচ্ছিল। যাতায়াতের সময় দিনের আলো ফুটে ওঠায় তারা পথ ভুল করে খয়ের জঙ্গলে যায়। সন্ধ্যায় তাদের বনে ফেরানো হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, দলের দুটি দাঁতাল ও দুটি মাকনা হাতি ছোট্ট শাবকটিকে আগলে রেখেছিল। |