পুরসভা হচ্ছে পঞ্চায়েত-ভুক্ত মহকুমা সদর |
তীব্র গরমের জন্য আজ, মঙ্গলবার থেকেই সরকারি ও সরকারি সহায়তায় চলা সব স্কুলে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ গরমে হাঁসফাঁস করছে। অনেক স্কুলে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনেন। স্কুলশিক্ষা দফতরের খবর: মুখ্যমন্ত্রীর নির্দেশেই বিকেলে স্থির হয়, আপাতত স্কুলগুলোয় ছুটি দিয়ে দেওয়া হোক। মধ্যশিক্ষা পর্ষদের অধীন বহু স্কুলে ১৯ জুন ক্লাস হয়ে গ্রীষ্মের ছুটি পড়ার কথা। কিন্তু ‘জরুরি’ পরিস্থিতিতে মঙ্গলবার থেকেই ছুটির সিদ্ধান্ত নিয়েছে স্কুলশিক্ষা দফতর। দফতরের সচিব বিক্রম সেন বলেন, “সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল মঙ্গলবার থেকে ছুটি দিতে পারে। তবে খবরটি না-জেনে কোনও পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা যদি আসেন, তবে সেখানে বুধবার থেকে ছুটি হবে। স্কুল-কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবেন।” |