আধুনিক প্রযুক্তির প্রয়োগে উন্নতমানের ফল ও সব্জি উৎপাদন এবং সংরক্ষণে বহুমুখি হিমঘরের প্রয়োজনীতার উপর সিঙ্গুরে সোমবার একটি শিবির হয়। ওই শিবিরের আয়োজক হুগলির উদ্যানপালন দফতর। সিঙ্গুর পঞ্চায়েত সমিতির ভবনে আয়োজিত ওই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবিশঙ্কর ধুয়া এবং সত্যব্রত মুখোপাধ্যায়।
সঠিক ভাবে সংরক্ষিত না হওয়ায় অনেক সময়ই ফল এবং সব্জি নষ্ট হয়ে যায়। এর ফলে কৃষকেরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হন। এই সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় সঠিক এবং উন্নত প্রযুক্তিতে সব্জি এবং ফলের সংরক্ষণ। জেলা উদ্যান পালন দফতরের অধিকর্তা দীপক কুমার ঘোষ বলেন,“চাষিরা উন্নত প্রযুক্তিতে ফল ও সব্জি কী ভাবে সংরক্ষিত করা হয় তা অনেক সময়েই জানেন না। অনেক ক্ষেত্রে সচেতনও নন। এ বিষয়ে বহুমুখী হিমঘরের প্রয়োজনীতার বিষয়ে সচেতনতা বাড়াতেই শিবিরের আয়োজন।”
ডুবে মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া
আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে গঙ্গায় স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল এক যুবকের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার মল্লিক ঘাটে। পুলিশ জানায়, মৃতের নাম অয়ন রায় (২৪)। বাড়ি মধ্যপ্রদেশের জব্বলপুরে। চুঁচুড়ার ঘুটিয়াবাজারে মাসির বাড়িতে বেড়াতে এসেছিলেন। সকাল ৮টা নাগাদ অন্যদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যান। ঘণ্টা দেড়েক পরে মৎস্যজীবীদের জালে দেহ ওঠে। দেহের ময়না-তদন্ত করা হয়। ওই যুবক সাঁতার জানতেন না বলে বাড়ির লোকেরা জানান।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.