টুকরো খবর
হাতকাটা দিলীপ ফের ধৃত
আগে দু’বার গ্রেফতার হলেও দু’বারই জামিন পেয়ে গিয়েছিল হাতকাটা দিলীপ। অন্য একটি খুনের ঘটনায় আবার তাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে দমদম পার্ক এলাকার একটি অনুষ্ঠান বাড়ি থেকে তাকে ধরা হয়। বিধাননগর কমিশনারেটের অতিরিক্ত ডেপুটি কমিশনার (বিমানবন্দর) তরুণ হালদার জানান, এপ্রিলে সুমিত ঘোষ (৩২) নামে বাগুইআটির দশদ্রোণ এলাকার একটি কারখানার এক নিরাপত্তাকর্মী খুন হন। হাত-পা বাঁধা অবস্থায় তাঁর দেহ পাওয়া যায় একটি গাড়িতে। সেই খুনের ঘটনায় দিলীপ জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ২০০৪ সালে সল্টলেকের নয়াপট্টিতে একটি জলসায় গুলি চলে। দু’জন মারা যান। সেই জলসায় ছিল হাতকাটা দিলীপ এবং তার দলবল। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দিলীপকে গ্রেফতার করা হয়েছিল। কয়েক মাস আগে সে জামিন পায়। তার পরেও অস্ত্র রাখার অভিযোগে ফের গ্রেফতার করা হয় তাকে। সেই মামলাতেও জামিনে মুক্তি পায় দিলীপ।

কালীঘাট-কাণ্ড
কালীঘাট-কাণ্ডে নির্যাতিত মহিলার জা মিঠু দাসকে সোমবার অন্তর্বর্তীকালীন জামিন দিল আলিপুর আদালত। অনুমতি ছাড়া তিনি কালীঘাট ছাড়তে পারবেন না। ২৮ মে তাঁকে ফের আদালতে হাজির হতে নির্দেশ দেন মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট দীপ্তেন্দ্রনাথ মিত্র। এ দিন জেল হাজত থেকে ওই মহিলার স্বামী বাদল দাসকে আদালতে আনা হয়। আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে ২৮ মে পর্যন্ত ফের জেল হাজত দেয়। অভিযুক্তদের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য ওই দুই অভিযুক্ত ছাড়া মহিলার ভাসুর মেঘনাথ দাসের জন্যও জামিনের আবেদন জানালে আদালত তা খারিজ করে দেয়।

ফের মেট্রোয় ‘ঝাঁপ’
ফের মেট্রোয় ‘ঝাঁপ’ দিয়ে মৃত্যু হল এক তরুণীর। সোমবার, কালীঘাট স্টেশনে। মৃতার নাম জয়শ্রী দাস (২৫)। বাড়ি বেহালায়। মেট্রো সূত্রে খবর, ১১টা ৩৮ মিনিটে দমদমমুখী ট্রেনের সামনে ‘ঝাঁপ’ দেন জয়শ্রী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মেট্রোর জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ বলেন, “এর জেরে ১২টা ২৪ মিনিট পর্যন্ত ময়দান থেকে মহানায়ক উত্তমকুমারের মধ্যে ট্রেন-চলাচল বন্ধ ছিল। তখন দমদম থেকে ময়দান ও কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত ট্রেন চলেছে।”

কর আদায়ে বিঘ্ন
সেন্ট্রাল সার্ভার ‘স্লো’ হওয়ায় কলকাতা পুরসভার কর আদায়ের কাজে বিঘ্ন ঘটল। সোমবার এই ঘটনায় বিপাকে পড়েন করদাতারা। এ দিন ছিল তাঁদের অনেকেরই রিবেট সহযোগে ত্রৈমাসিক সম্পত্তিকর দেওয়ার শেষ দিন। মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “অনেকে কর জমা দিতে পারেননি। তাঁদের জন্য সাত দিন সময় বাড়ানো হয়েছে।” পুরসভা সূত্রে খবর, ওয়েভার ও ত্রৈমাসিক কর আদায়ের কাজ একসঙ্গে চলায় সার্ভারে চাপ পড়ছে। কর আদায় কিছুক্ষণ বন্ধ রেখে সার্ভারটি স্বাভাবিক করা হয়।


প্রাণ যদি কর মরুসম...
তৃষ্ণার শান্তি: প্রবল গরমে পথের শ্রান্তি দূর করার চেষ্টা। শহরের পথে। ছবি: সুদীপ আচার্য।

৯০-এ পা দিলেন মৃণাল সেন। সোমবার নিজের বাড়িতে জন্মদিন
উদ্যাপনের ফাঁকে একটি মুহূর্ত। ছবি: দেশকল্যাণ চৌধুরী।

 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.