৪১ জন চেয়ে প্রেসিডেন্সি পেল ১৬ অধ্যাপক, বিদেশ থেকে তিন
১টি অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞাপন দিয়ে ১৬ জনকে পেল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তাঁদের মধ্যে অর্ধেকই প্রেসিডেন্সি কলেজের শিক্ষক-শিক্ষিকা। তিন জন এসেছেন বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে। যে ২৫টি পদের জন্য যোগ্য প্রার্থী মেলেনি, তার মধ্যে আবার ১৮-১৯টি পদে কোনও আবেদনই আসেনি। এই ২৫টির মধ্যে অবশ্য সংরক্ষিত পদের সংখ্যাই বেশি। সোমবার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলের বৈঠকের পরে এ কথা জানিয়েছেন উপাচার্য মালবিকা সরকার। এই পরিস্থিতিতে শূন্য পদগুলিতে অধ্যাপক পেতে ফের বিজ্ঞাপন দেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইংরেজি, ইতিহাস, হিন্দি, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, ভূতত্ত্ব, উদ্ভিদবিদ্যা, শারীরতত্ত্ব ও প্রাণিবিদ্যা বিভাগে ৪১টি পদে অধ্যাপক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ২২টি পদ অসংরক্ষিত, বাকিগুলি সংরক্ষিত। উপাচার্য এ দিন বলেন, “সংরক্ষিত পদগুলির জন্য মাত্র দু’টি আবেদন জমা পড়েছিল। কিন্তু ওই দু’জনকে বিশেষজ্ঞদের পছন্দ হয়নি। তাই সংরক্ষিত পদ ফাঁকা থেকে গিয়েছে।”
ছাত্র বিক্ষোভের মধ্যেই বৈঠক সেরে বার হলেন রাজ্যপাল।-নিজস্ব চিত্র।
প্রেসিডেন্সিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে প্রথম সারির শিক্ষক-শিক্ষিকা নিয়োগের উপরেই বরাবর জোর দিয়েছে গঠিত মেন্টর গ্রুপ। প্রত্যেক বিষয়ের জন্য বিশেষজ্ঞ কমিটি গড়ে শিক্ষক বাছাইয়ের সুপারিশ করেছিলেন মেন্টর গ্রুপের সদস্যরা। কোন বিষয়ে কাদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি গড়া যায়, তার তালিকাও তৈরি করেন তাঁরা।
মেন্টর গ্রুপের চেয়ারম্যান তথা প্রেসিডেন্সির কাউন্সিলের সদস্য সুগত বসু এ দিন বলেন, “ওই তালিকা থেকেই বিশেষজ্ঞ কমিটি তৈরি করে শিক্ষক-শিক্ষিকাদের বাছাই করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্যকে অভিনন্দন। উনি যথেষ্ট দ্রুত এই কাজ করেছেন। কাজটা কিন্তু সহজ ছিল না!”
বাছাই ১৬ জনের আট জন প্রেসিডেন্সি কলেজের শিক্ষক-শিক্ষিকা। যাদবপুর, উত্তরবঙ্গ, খড়্গপুর-আইআইটি, হায়দরাবাদ-সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশের তিন বিশ্ববিদ্যালয় বার্মিংহাম, শেফিল্ড ও ডাকোটা থেকে বাকি আট জনকে বেছে নেওয়া হয়েছে বলে জানান মালবিকাদেবী। উপাচার্য ও মেন্টর গ্রুপের চেয়ারম্যান দু’জনেরই দাবি, অধ্যাপক পদে যাঁদের বাছাই করা হয়েছে, তাঁরা অত্যন্ত উঁচু মানের শিক্ষক। সুগতবাবু পরে বলেন, “যে বিশেষজ্ঞরা এঁদের বাছাই করেছেন, তাঁদের মান নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। সকলেই নিজের ক্ষেত্রে দেশের প্রথম সারিতে রয়েছেন। তাই, তাঁদের বেছে নেওয়া শিক্ষকদের যোগ্যতা নিয়েও যে প্রশ্ন থাকতে পারে না, সে ব্যাপারে আমার কোনও দ্বিমত নেই।” প্রেসিডেন্সি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের একাংশের আবার দাবি, এর মাধ্যমে এটাই প্রমাণিত হল যে তাঁদের বেশির ভাগই যোগ্য। তাই বাছাই করা অধ্যাপকদের অর্ধেকই প্রেসিডেন্সি কলেজের শিক্ষক। সুগতবাবু অবশ্য এর ব্যাখ্যা অন্য ভাবে করছেন। তাঁর বক্তব্য, “কলেজের অনেক শিক্ষক-শিক্ষিকাই অপশন ফর্ম বা আবেদনপত্র পেশ করেছিলেন। তাঁদের মধ্যে ওই ক’জনকেই নেওয়া গিয়েছে। এঁদের মান অবশ্য খুবই ভাল।”
বিশ্ববিদ্যালয় হওয়ার পরে প্রথম দফায় শিক্ষক-শিক্ষিকা বাছাইয়ের উপরে এ দিনই সিলমোহর দিয়েছে প্রেসিডেন্সির কাউন্সিল। অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসোসিয়েট প্রফেসরের তুলনায় অধ্যাপক (প্রফেসর) পদের সংখ্যা কম। এই অধ্যাপকদের মধ্যে থেকেই বিভিন্ন বিভাগীয় প্রধানদের বেছে নেওয়া হবে। এ বার অ্যাসোসিয়েট ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে এবং জুলাইয়ের মধ্যে ওই সব পদে নিয়োগও হয়ে যাবে বলে আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এ ছাড়া, গণিত, অর্থনীতি, রাশিবিজ্ঞান এবং সমাজতত্ত্বের অধ্যাপক বাছাইয়ের কাজও শেষ হয়নি।
জুলাই-অগস্ট নাগাদ প্রেসিডেন্সিতে স্নাতক স্তরে ক্লাস শুরু হয়ে যাবে। তার মধ্যেই সদ্য বাছাই করা অধ্যাপকদের অনেকে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন উপাচার্য। বাকি পদগুলিতে শিক্ষক আসবে কোথা থেকে? তিনি বলেন, “প্রেসিডেন্সি কলেজের যে শিক্ষক-শিক্ষিকারা এখন পড়াচ্ছেন, তাঁরা তো খুবই যত্নবান। আপাতত তাঁরাই পড়ানোর কাজ চালিয়ে যাবেন।”
এ দিনই আবার স্নাতকোত্তরে আসন বাড়ানো-সহ তিন দফা দাবিতে বিক্ষোভ দেখান প্রেসিডেন্সির ইন্ডিপেন্ডেন্ট কনসোলিডেশন (আইসি) সমর্থক এক দল ছাত্রছাত্রী। কাউন্সিলের বৈঠক যে ঘরে হয়েছে, তার বাইরে অবস্থানও করেন তাঁরা। অবস্থানকারীদের দু’জন নিজেদের দাবি নিয়ে বৈঠকে উপস্থিত কাউন্সিল-সদস্যদের সঙ্গে আলোচনা করেন। রাজ্যপাল তথা আচার্য এম কে নারায়ণন তখন বৈঠকে উপস্থিত ছিলেন। স্নাতকোত্তরে আসন বাড়ানো এবং ইন্টারডিসিপ্লিনারি পাঠ্যক্রমে ছাত্রভর্তির যে দাবি ছাত্রছাত্রীরা জানান, তার সঙ্গে কর্তৃপক্ষ একমত বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। তিনি বলেন, “ছাত্রভর্তি কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানে ওদের দাবিগুলি নিয়ে আলোচনা হবে।”
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.