এলআইসি ও তিন ব্যাঙ্কের রেটিং কমাল মুডিজ |
এ বার রাষ্ট্রায়ত্ত জীবন বিমা নিগম (এলআইসি) ও তিনটি বেসরকারি ব্যাঙ্কের মূল্যায়ন কমিয়ে দিল মুডিজ। এলআইসি-র ক্ষেত্রে এই আন্তর্জাতিক সংস্থা রেটিং ‘বিএএ২’ থেকে কমিয়ে করেছে ‘বিএএ৩’। মুডিজ ইনভেস্টর্স সার্ভিস-এর বিশেষজ্ঞ ও আর্থিক সংস্থা বিভাগের সহকারী ভাইস প্রেসিডেন্ট স্টেলা এনজি বলেন, “ওএনজিসি এবং কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অতিরিক্ত বিনিয়োগের জেরেই রেটিং কমানো হল।” ওই সমস্ত সংস্থার ঋণ পাওয়ার যোগ্যতা ‘নেতিবাচক’ বলে জানিয়ে দিয়েছে মুডিজ। তবে এলাইসি-র স্থিতিশীল তকমা বজায় রেখেছে মুডিজ। পাশাপাশি, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের রেটিং ‘সি মাইনাস’ থেকে কমিয়ে করা হয়েছে ‘ডি প্লাস’। সাধারণ ভাবে সাধারণ ভাবে ভারত সরকারের রেটিংয়ের সহ্গে সামঞ্জস্য রেখেই এই মূল্যায়ন কমিয়েচে মুডিজ। এ ক্ষেত্রেও ব্যাহ্কগুলির স্থিতিশীলতা নিয়ে তারা প্রশ্ন তোলেনি।
|
পরিষেবা নিয়ে নাইজিরিয়ায় জরিমানা এয়ারটেলকে |
মোবাইল পরিষেবার মান খারাপ হওয়ার অভিযোগে এয়ারটেল-সহ চারটি সংস্থাকে মোট ৭৩ লক্ষ ডলার (৩৮.৬৯ কোটি টাকা) জরিমানা করল নাইজিরিয়া। টেলিকম নিয়ন্ত্রক জানিয়েছে, ভারতীয় সংস্থা এয়ারটেলের শাখা এয়ারটেল নাইজিরিয়া, দক্ষিণ আফ্রিকার এমটিএন, আবু ধাবির এটিসালাত এবং স্থানীয় সংস্থা গ্লোবাকমকে জরিমানা করেছে তারা। তবে এ নিয়ে এয়ারটেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাদের পাওয়া যায়নি। মার্চ ও এপ্রিল মাসে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা খারাপ হওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। মোট অর্থের মধ্যে এয়ারটেলকে দিতে হবে ১৬.৮ লক্ষ ডলার (৮.৯ কোটি টাকা)। এর আগেও গত বছরের অক্টোবর মাসে খারাপ পরিষেবার কারণে সংস্থাগুলিকে সতর্ক করে টেলিকম নিয়ন্ত্রক। তার পর চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সংস্থাগুলিকে মানোন্নয়ন করতে বাড়তি সময়ও দেয় তারা। কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ায় এই জরিমানা।
|
ভারতে নিজস্ব দফতর ডব্লিউ ই এফের |
ভারতে পূর্ণাঙ্গ দফতর খুলবে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লিউইএফ)। এত দিন পর্যন্ত বণিকসভা সিআইআইয়ের সঙ্গে যৌথ উদ্যোগে দেশে বার্ষিক আলোচনাসভার আয়োজন করত জেনেভার সংগঠনটি। এখন থেকে নিজেরাই তার আয়োজন করবে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের গুরুত্ব বাড়ার কারণেই এই সিদ্ধান্ত, জানিয়েছে তারা। পাশাপাশি, বদল হবে ভারতে তাদের ব্র্যান্ড-নামও। নতুন নাম ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম অন ইন্ডিয়া। ২৭ বছর যা পরিচিত ইন্ডিয়া ইকনমিক সামিট নামে।
|
জে পি মর্গ্যান চেজ-এর মুখ্য ইনভেস্টমেন্ট অফিসারের পদ ছাড়লেন ইনা ড্রিউ। ৩০০ কোটি ডলারেরও বেশি ব্যবসা হারিয়েছে এই মার্কিন আর্থিক সংস্থা। লোকসানের জন্য ঝুঁকিপূর্ণ ডেরিভেটিভ সামলাতে না পারার দায় বর্তেছে তাঁর উপরে। ওই পদে ব্যবসায়ী ম্যাট জেমসকে নিয়োগের ইঙ্গিত মিলেছে। |