টুকরো খবর
স্মারকলিপি
রামপুরহাট মহকুমা হাসপাতালের পরিষেবা জনিত নানা অব্যবস্থা নিয়ে সরব হলেন হাসপাতালের কর্মীদের একাংশ। সোমবার দাবিগুলি নিয়ে ওই সমস্ত কর্মীরা ইউনাইটেড স্টেট গভঃ এমপ্লয়িজ ফেডারেশনের ব্যানারে মহকুমাশাসককে একটি স্মারকলিপি দেন। সংগঠনের রামপুরহাট হাসপাতাল শাখার সম্পাদক সুদীপ্ত মণ্ডলের অভিযোগ, “হাসপাতালে সম্প্রতি সদ্যোজাত শিশুদের জন্য ৩০ শয্যার একটি আলাদা বিভাগ উদ্বোধন করা হলেও বর্তমানে সেখানে ১০টি মাত্র শয্যা আছে। ফলে হাসপাতাল কর্মীদের উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। অবিলম্বে ওই বিভাগে পর্যাপ্ত চিকিৎসক এবং নার্স নিয়োগ করে ৩০টি শয্যা চালু করা হোক।” ওই সংগঠন হাসপাতালের জরুরী বিভাগে সরকারি নিয়ম মতো ২ জন চিকিৎসক থাকার দাবিও জানিয়েছে। সেই সঙ্গে সংগঠনের অভিযোগ, জেনারেল আউটডোরে একজন করে পুরুষ ও মহিলা চিকিৎসক থাকার কথা হলেও মাত্র একজন পুরুষ চিকিৎসক রয়েছেন। এ ছাড়াও তাঁরা স্মারকলিপিতে অভিযোগ করেছেন, হাসপাতালে ১২০ জন গ্রুপ ডি কর্মচারী থাকার কথা হলেও আছে মাত্র ৫২ জন। পর্যাপ্ত কর্মচারী না থাকার জন্য পরিষেবা নিয়ে রোগীদের মধ্যে প্রায়ই অসন্তোষ দেখা যায়। মহকুমাশাসক রত্নেশ্বর রায় বলেন, “নতুন এসেছি। দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

নিখোঁজ ছাত্র
পাঁচদিন ধরে খোঁজ মিলছে না সাঁইথিয়ার রাঢ়কেন্দ্র এলাকার সপ্তম শ্রেণির এক ছাত্রের। শেখ মৈনুদ্দিন (রাণা) নামে ওই কিশোর গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়। পুলিশ কিশোরের খোঁজে তল্লাশি শুরু করেছে। বছর ১৭ ওই কিশোর স্থানীয় হরিসড়া কদমখণ্ডী হাইস্কুলের ছাত্র। পরিবারের দাবি, গত বৃহস্পতিবার সকালে বাড়ির উঠোনে বসে রাণা চা-মুড়ি খাচ্ছিল। খাওয়া শেষ হতে না হতেই উঠোন থেকে কাক মুরগির একটি ছানা মুখে নিয়ে উড়ে যায়। রাণা ছুটে কাকের পেছনে ধাওয়া করে বেরিয়ে যায়। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। রাণার বাবা রেজাউল হক বলেন, “অদ্ভুত ভাবে ছেলে হারিয়ে গেল।”

রাজ্যের দ্বারস্থ বিশ্বভারতী
শান্তিনিকেতনে বিশ্বভারতীর চৌহদ্দির ভিতরে বহিরাগতদের অবৈধ কার্যকলাপ রুখতে ওই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ রাজ্যের সাহায্য চেয়েছেন। এই ধরনের সমস্যার কথা সরকারকে জানাতে কাল, বুধবার মহাকরণে মুখ্যসচিব সমর ঘোষের সঙ্গে দেখা করবেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। মুখ্যসচিব সোমবার বলেন, বিশ্বভারতীর জায়গা জবরদখল, বেআইনি কার্যকলাপের মতো বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য উপাচার্য এবং রেজিস্ট্রার তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছেন। তাঁদের সঙ্গে বুধবার সকালেই মহাকরণে বৈঠক করবেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.