মলদ্বীপে ক্রমবর্ধমান ইসলামি মৌলবাদ কমাতে সব রকম ব্যবস্থা নিচ্ছে সে দেশের সরকার। ভারত সফরে এসে কেন্দ্রীয় নেতৃত্বকে এই মর্মে আশ্বস্ত করলেন মলদ্বীপের নতুন প্রেসিডেন্ট মহম্মদ ওয়াহিদ। বিষয়টি নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠক করেন তিনি। আজ ওয়াহিদ বলেন, “আমাদের সঙ্গে ভারতের গোয়েন্দা তথ্য বিনিময়ের সুযোগ রয়েছে। ভারতের পক্ষে উদ্বেগজনক কোনও তথ্য পেলেই তা নয়াদিল্লিকে জানানো হবে।”
গত ফেব্রুয়ারিতে মহম্মদ নাসেদের সরকার পতনের পর ক্ষমতায় আসেন ওয়াহিদ। নাসেদ জানিয়েছিলেন, অভ্যুত্থানের কারণেই তাকে সরে যেতে হল। ভারত এখন চাইছে গণতান্ত্রিক পদ্ধতিতে সে দেশে দ্রুত নির্বাচন করা হোক। এই ব্যাপারেও ভারতকে আশ্বস্ত করেছেন ওয়াহিদ। তাঁর কথায়, ‘গণতন্ত্রের পথ ধরেই এগোচ্ছে মলদ্বীপ।’
কিন্তু মলদ্বীপের সাম্প্রতিক অস্থিরতার সুযোগ নিয়ে মধ্য প্রাচ্য এবং পাকিস্তানের ভারত বিরোধী মৌলবাদী গোষ্ঠী সক্রিয় হচ্ছে বলে সাউথ ব্লককে রিপোর্ট দিয়েছেন গোয়েন্দারা। এই অস্থিরতার সুযোগ নিয়ে বেজিংও কৌশলগত ভাবে মলদ্বীপকে কাজে লাগাতে চেষ্টা করছে বলে আশঙ্কা ভারতের। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ উদ্বেগও জানিয়েছেন ওয়াহিদকে। তবে দ্বিপাক্ষিক বৈঠকের পরে ওয়াহিদ বলেছেন, “আমরা চিনের সঙ্গে কোনও সামরিক চুক্তির মধ্যে যাচ্ছি না। ভারতের সঙ্গে আমাদের নিরাপত্তা সমন্বয় ব্যবস্থা রয়েছে। এমন কিছু করা হবে না যাতে সেই ব্যবস্থা প্রভাবিত হয়।”
|
দলাই লামার দাবি ‘মনগড়া’, বলল চিন
সংবাদসংস্থা • বেজিং |
তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে খুন করার চক্রান্তের অভিযোগ উড়িয়ে দিল চিন। গত বছর দলাই দাবি করেছিলেন, তাঁকে খুন করার ছক কষেছে চিনা গুপ্তচরেরা। সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কয়েক জন তিব্বতি মহিলাকে খুন করার প্রশিক্ষণ দিয়েছে চিন। পরিকল্পনা অনুযায়ী, তাঁদের চুল ও স্কার্ফে বিষ মাখানো হবে। দলাইয়ের কাছে আশীর্বাদ চাওয়ার অছিলায় তাঁর কাছে যাবেন ওই মহিলারা। আশীর্বাদ করার সময়ে দলাইয়ের দেহে বিষপ্রয়োগ করা হবে। চিনা বিদেশ মন্ত্রকের বক্তব্য, ধর্মের আড়ালে চিন-বিরোধী প্রচার চালাচ্ছেন দলাই। নানা চাঞ্চল্যকর দাবি করে তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চান। কড়া সুরে তিব্বতি ধর্মগুরুকে আক্রমণ করেছে চিনের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’ও। |