টুকরো খবর
শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ
বাসে এক দল সহযাত্রীর বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ দায়ের করলেন কাঁকসার বৃন্দাবনপুর প্রাথমিক স্কুলের এক শিক্ষিকা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের উড ইন্ডাস্ট্রিজ কলোনির বাসিন্দা ওই শিক্ষিকা সোমবার সকালে দুর্গাপুর স্টেশন থেকে বাসে চড়ে স্কুলের উদ্দেশে রওনা দেন। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই শিক্ষিকা জানিয়েছেন, রাজবাঁধের কাছে এক দল সহযাত্রী তাঁকে কটূক্তি করে। প্রতিবাদ করলে তাঁকে শারীরিক হেনস্থা করা হয়। ওই শিক্ষিকার আরও অভিযোগ, বাসের কনডাক্টরকে বিষয়টি জানালেও তিনি উল্টে গোলমাল বাধানোর অভিযোগ তুলে তাঁকেই মাঝ রাস্তায় বাস থেকে নামিয়ে দেন। শিক্ষিকা স্কুল পৌঁছে কান্নাকাটি শুরু করলে প্রধান শিক্ষক কল্যাণীপ্রসাদ চট্টোপাধ্যায় ও আর এক সহ-শিক্ষক তাঁকে কাঁকসা থানায় নিয়ে যান। ওই শিক্ষিকা বলেন, “পুরো ঘটনায় এক জনও সাহায্যের হাত বাড়িয়ে দেননি। আমি আতঙ্কে রয়েছি।” কল্যাণীবাবুর কথায়, “পুলিশের উচিত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শিক্ষিকাকে বাসে হেনস্থার অভিযোগ
বাসে এক দল সহযাত্রীর বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ দায়ের করলেন কাঁকসার বৃন্দাবনপুর প্রাথমিক স্কুলের এক শিক্ষিকা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের উড ইন্ডাস্ট্রিজ কলোনির বাসিন্দা ওই শিক্ষিকা সোমবার সকালে দুর্গাপুর স্টেশন থেকে বাসে চড়ে স্কুলের উদ্দেশে রওনা দেন। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই শিক্ষিকা জানিয়েছেন, রাজবাঁধের কাছে এক দল সহযাত্রী তাঁকে কটূক্তি করে। প্রতিবাদ করলে তাঁকে শারীরিক হেনস্থা করা হয়। ওই শিক্ষিকার আরও অভিযোগ, বাসের কনডাক্টরকে বিষয়টি জানালেও তিনি উল্টে গোলমাল বাধানোর অভিযোগ তুলে তাঁকেই মাঝ রাস্তায় বাস থেকে নামিয়ে দেন। শিক্ষিকা স্কুল পৌঁছে কান্নাকাটি শুরু করলে প্রধান শিক্ষক কল্যাণীপ্রসাদ চট্টোপাধ্যায় ও আর এক সহ-শিক্ষক তাঁকে কাঁকসা থানায় নিয়ে যান। ওই শিক্ষিকা বলেন, “পুরো ঘটনায় এক জনও সাহায্যের হাত বাড়িয়ে দেননি। আমি আতঙ্কে রয়েছি।” কল্যাণীবাবুর কথায়, “পুলিশের উচিত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বোনাসের দাবি খনি-কর্মীদের
আইএনটিইউসি অনুমোদিত কোলিয়ারি মজদুর ইউনিয়ন কার্যকরী কমিটির বৈঠক আয়োজিত হল সাঁকতোড়িয়ায়। সোমবার ওই বৈঠকে সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাত গোস্বামীকে জানিয়ে দেওয়া হয়, তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হচ্ছে না। মাস দেড়েক আগে বর্ষীয়ান নেতা প্রভাতবাবু তাঁর পদ থেকে অব্যাহতি চেয়ে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন। বৈঠক শেষে সংগঠনের সর্বভারতীয় সভাপতি রাজেন্দ্রপ্রসাদ সিংহের নেতৃত্বে কমিটির প্রতিনিধিরা ইসিএলে সিএমডি-র সঙ্গে দেখা করে তাঁদের দাবিদাওয়া জানান। সংগঠনের কার্যকরী কমিটির সদস্য তরুণ গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন, প্যাচে নিযুক্ত বেসরকারি কর্মীরা গত বছরে এক হাজার টাকা পুজো বোনাস পেলেও ভূগর্ভস্থ খনিতে কর্মরত ঠিকাকর্মীরা তা পাননি। এছাড়া দীর্ঘ দিন ধরে নিরাপত্তার সামগ্রী পাল্টানো হয়নি। এর জেরে ভূগর্ভে কাজ করা বিপজ্জনক হয়ে উঠছে। সিএমডি রাজেশ সিংহ জানান, বোনাস চলতি বছরেই চালু হবে। অন্য দাবিগুলি খতিয়ে দেখা হবে।

স্মৃতি ক্রিকেট
দোমহানি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি প্রিমিয়ার ক্রিকেট লিগের সোমবারের খেলায় বিজয়ী হল দোমহানি ব্লু। তারা দোমহানি ব্ল্যাককে ৫৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে ব্লু দল ৯ উইকেটে ১৫৩ রান করে। জবাবে ব্ল্যাকের ইনিংস ১০০ রানেই শেষ হয়ে যায়। রবিবার এই প্রতিযোগিতার প্রথম খেলায় বিজয়ী হয় দোমহানি গ্রিন। তারা ৫ রানে হোয়াইটকে হারায়। প্রথমে ব্যাট করে গ্রিন ১০৩ রান করে। হোয়াইট সব উইকেট হারিয়ে ৯৮ রানের বেশি তুলতে পারেনি।

অনূর্ধ্ব ১৪ ক্রিকেট
দুর্গাপুরের ডিসিসি মাঠে আয়োজিত হল অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতা।
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দুর্গাপুর ক্রিকেট ক্লাব। ডিসিসি মাঠের খেলায় তারা ১০০ রানে ঐকতান উখড়াকে হারায়। প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে দুর্গাপুর। জবাবে ব্যাট করতে নেমে ৬১ রানে শেষ হয়ে যায় ঐকতান। ম্যাচের সেরা বিজয়ী দলের অরিত্র দাস। তিনি ব্যাট হাতে ৪৭ বলে ৯৬ রান করেন। আবার বল হাতে ৮ রানে ২ উইকেট নেন। ম্যাচটি পরিচালনা করেন পি আর খান ও কিরণ সাহা।

গুল কারখানায় অবৈধ কয়লা, ধৃত
গুল কারখানায় অবৈধ কয়লা রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল বারাবনি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন নির্মল দাস ও তপন মাজি। ধৃতদের সোমবার আসানসোল আদালতে তোলা হলে এসিজেএম বিচারক তাদের ৫ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আসানসোলের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, বারাবনির জামগ্রাম এলাকার একটি গুল কারখানায় অভিযান চালিয়ে পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করে। দু’টি লরি বোঝাই কয়লা ও একটি মোটরবাইক আটক করেছে পুলিশ।

বিপিএল তালিকা থেকে নাম সরাতে আর্জি
বিপিএল তালিকা থেকে নিজের পরিবারের নাম সরিয়ে দিতে মহকুমাশাসককে চিঠি দিলেন দুর্গাপুর ২ ব্লক তৃণমূল সভাপতি সুনীল চট্টোপাধ্যায়। আর্থিক ভাবে স্বচ্ছল হওয়া সত্ত্বেও তাঁর পরিবারের নাম বিপিএল তালিকায় থাকায় সিপিএম বিষয়টি নিয়ে সোচ্চার হয়। সুনীলবাবুর স্ত্রী শেফালিদেবী এ বার পুরভোটে ২৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী। পুরভোটের প্রচারে বিষয়টি নিয়ে প্রচার করবে বলে জানায় সিপিএম। তবে সুনীলবাবুর দাবি, “এই ঘটনায় আমার কোনও হাত নেই। পুরো বিষয়টি আমার অজান্তেই ঘটেছে।” বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহকুমাশাসক আয়েষা রানি।

কর্মবিরতির ডাক আইনজীবীদের
আইনজীবীদের প্রতি পুলিশের দুর্ব্যবহার-সহ বিভিন্ন অভিযোগে ১৬ মে থেকে কর্মবিরতিতে যাচ্ছেন আসানসোল আদালতের আইনজীবীরা। আসানসোল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণী মণ্ডল অভিযোগ করেন, রানিগঞ্জ ও হিরাপুরের দুই আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার করেছে পুলিশ। এ ছাড়াও আসানসোল আদালত থেকে নিয়মিত ‘সার্টিফায়েড কপি’ না পাওয়া ও আসানসোলে পুলিশ কোর্টের বিরোধিতা করায় আইনজীবীরা কর্মবিরতিতে যাচ্ছেন।

পুরসভায় বিক্ষোভ
১২ দফা দাবিতে সোমবার কুলটি পুরসভায় বিক্ষোভ দেখাল সিপিএমের কুলটি উত্তর দুই নম্বর আঞ্চলিক কমিটি। দলের কয়েকশো সদস্য-সমর্থক এ দিন পুরসভার সামনে ঘণ্টা দু’য়েক অবস্থানও করেন। আঞ্চলিক কমিটির সম্পাদক নিশার আহমেদ আনসারি অভিযোগ করেন, কুলটির নাগরিকেরা নিয়মমাফিক সরকারি ভাতা পাচ্ছেন না। এছাড়া বিএসইউপি তালিকাভুক্ত গরিবদের বাড়িগুলিও নির্মাণ করা হয়নি। দলের তরফে পুরপ্রধানের কাছে আবেদনে জানানো হয়েছে, এলাকার উন্নয়নের স্বার্থে তাঁদের দাবিগুলি পূরণ করা হোক। কুলটির পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় দাবিগুলি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন।

জলসঙ্কট, ক্ষোভ
মাস খানেক জল নেই পরাশিয়া কোলিয়ারি এলাকা। প্রতিকার চেয়ে কোলিয়ারির কেন্দা পিটে তিন ঘণ্টা উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন কর্মী ও এলাকাবাসী। অভিযোগ, পুকুর, কুয়ো শুকিয়ে নাকাল হচ্ছেন বাসিন্দারা। কর্তৃপক্ষ জানান, ট্রান্সফর্মার বিকল হওয়ায় এমন বিপত্তি। দ্রুত সমস্যা মিটে যাবে।

কোথায় কী
বারাবনি
দোমহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ। সকাল ৬ টা। দোমহানি মাঠ। উদ্যোগ: দোমহানি একাদশ।
জামুড়িয়া
পালাকীর্তন। বীরকুলটি গ্রাম গোয়ালা পাড়া। রাত ৮ টা।
বর্ধমান
রোদ এবং চিকিৎসা সচেতনতা নিয়ে আলোচনা সভা। অ্যাপেলো ক্লিনিক, বর্ধমান।
রোদ এবং চিকিৎসা সচেতনতা নিয়ে আলোচনাসভা। অ্যাপেলো ক্লিনিক, বর্ধমান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.