উত্তর দিনাজপুর জেলা গঠনের ২০ বছর পরে অবশেষে হেমতাবাদ এলাকায় বাসষ্ট্যান্ড তৈরির ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কয়েকমাস আগে হেমতাবাদে বাসষ্ট্যান্ড তৈরির জন্য ১২ লক্ষ টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। ইতিমধ্যেই টাকা জেলা প্রশাসনের তহবিলে জমা পড়লেও সরকারি ভাবে জমি চিহ্নিত না হওয়ায় বাসষ্ট্যান্ড তৈরির কাজ এখনও শুরু করতে পারেনি প্রশাসন। সম্প্রতি, হেমতাবাদ থানা সংলগ্ন প্রায় ৫ বিঘা সরকারি জমি পরিদর্শন করে সেখানে বাসষ্ট্যান্ড তৈরি করার ব্যাপারে প্রাথমিক চিন্তাভাবনা শুরু করেছেন প্রশাসনিক কর্তারা। সেখানে বাসষ্ট্যান্ড তৈরি করা হলে তাঁদের কোনও আপত্তি নেই বলেও প্রশাসনিক কর্তাদের জানিয়ে দিয়েছেন জেলা পুলিশের কর্তারা। ইটাহারের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য বলেন, “হেমতাবাদে বাসষ্ট্যান্ড না থাকায় বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন। দীর্ঘদিন ধরে তাই বাসিন্দারা বাসষ্ট্যান্ড তৈরির দাবি জানাচ্ছিলেন। সমস্যার কথা আমরা রাজ্য সরকারকে জানিয়েছিলাম। এরপরই উত্তরবঙ্গ উন্নয়ন দফতর বাসষ্ট্যান্ড তৈরির জন্য ১২ লক্ষ টাকা বরাদ্দ করেছে।” জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া জানান, জমির অভাবে বাসষ্ট্যান্ড তৈরির কাজ শুরু করতে সাময়িক দেরি হচ্ছে। রাজ্য সরকারের অনুমতি মিললেই থানা সংলগ্ন সরকারি জমিতে বাসষ্ট্যান্ড তৈরির কাজ শুরু করা হবে। হেমতাবাদ এলাকার ১০ (এ) নম্বর রাজ্য সড়কের ওপর দিয়ে প্রতিদিন বালুরঘাট-রায়গঞ্জ-শিলিগুড়ি রুটের শতাধিক বাস যাতায়াত করে। এছাড়াও ওই রাস্তার ওপর দিয়ে প্রতিদিন কয়েকশো যাত্রীবাহী ট্রেকার ও অটো রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, বাঙালবাড়ি-সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে। বাসিন্দাদের অভিযোগ, পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর দিনাজপুর জেলা গঠনের ২০ বছর পেরিয়ে গেলেও হেমতাবাদ এলাকায় বাসষ্ট্যান্ড গড়ে না ওঠায় যাত্রীদের রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে হয়। প্রতিদিনই হেমতাবাদ এলাকার রাজ্য সড়কে যানজট ও দুর্ঘটনা লেগে থাকে। কয়েকমাস আগে হেমতাবাদ এলাকায় ট্রাকের ধাক্কায় এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনার পর বাসিন্দারা বাসষ্ট্যান্ড তৈরির দাবিতে সরব হন। উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক চন্দ বলেন, “দীর্ঘদিন ধরে জেলা প্রশাসনের কাছে বাসষ্ট্যান্ড তৈরির দাবি জানাচ্ছিলাম। অবশেষে রাজ্য সরকার এই ব্যাপারে উদ্যোগী হওয়ায় আমরা খুশি।” বাসস্ট্যান্ড তৈরির উদ্যোগে খুশি জেলার বিভিন্ন রাজনৈতিক দলও। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন, “পূর্বতন রাজ্য সরকারের গাফিলতির জেরেই জেলা গঠনের ২০ বছর পেরিয়ে গেলেও এখনও বাসষ্ট্যান্ড তৈরি হয়নি। নতুন রাজ্য সরকার বাসষ্ট্যান্ড তৈরির ব্যাপারে উদ্যোগী হওয়ায় দলের তরফে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদবার্তা পাঠানো হবে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষের দাবি, মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাসষ্ট্যান্ড তৈরি হতে চলেছে। জেলা বামফ্রন্টের সচিব অপূর্ব পাল বলেন, “আমরা যে কোনও উন্নয়নের পক্ষে। রাজ্য সরকার হেমতাবাদে বাসষ্ট্যান্ড তৈরির ব্যাপারে উদ্যোগী হওয়ায় আমরা খুশি। পূর্বতন রাজ্য সরকারই হেমতাবাদে বাসষ্ট্যান্ড তৈরির পরিকল্পনা করেছিল।” |