দীর্ঘ রোগভোগের পরে মৃত্যু হল রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী ভবতোষ সোরেনের। শনিবার রাতে বাঁকুড়ার রাইপুর থানার জালজুড়িয়া গ্রামে নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল প্রায় ৯১ বছর। ১৯৬৭ ও ১৯৬৯ সালে রাইপুর বিধানসভা কেন্দ্র থেকে বাংলা কংগ্রেসের হয়ে তিনি নির্বাচিত হয়ে যুক্তফ্রন্ট সরকারের বনমন্ত্রী হয়েছিলেন। পেশায় আইনজীবী ভবতোষবাবু বাঁকুড়া জেলা আদালতে কয়েক বছর সহকারী পাবলিক প্রসিকিউটার কাজ করেছেন। ছাত্রাবস্থায় তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত হন। পরে বাংলা কংগ্রেস গঠন হওয়ার পরে তিনি তাতে যোগ দেন। বছর পাঁচেক আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁর স্ত্রী ও চার ছেলেমেয়ে রয়েছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা প্রয়াত ভবতোষবাবুর বড় জামাই। রবিবার সকালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
|
রাস্তা সংস্কারের কাজ করতে গিয়ে পূর্ত দফতরের বিরুদ্ধে ফাইবার কেবল কেটে ফেলার অভিযোগ তুলল বিএসএনএল। এর ফলে ইন্টারনেট, ব্যাঙ্কিং, ফ্যাক্স-সহ জরুরি কাজ ব্যাহত হচ্ছে। বিএসএনএলের এসডিই (বিষ্ণুপুর) জয়ন্ত বসুর অভিযোগ, “বিষ্ণুপুর-কোতুলপুর রাস্তা চওড়া করতে গিয়ে মাটির নীচে থাকা আমাদের কেবল মাঝে মধ্যেই শ্রমিকরা কেটে ফেলছেন। পূর্ত দফতরের আধিকারিকদের জানিয়েও কাজ হয়নি।” পূর্ত দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (বিষ্ণুপুর) অমিত চৌধুরী বলেন, “সমস্যা হবে আন্দাজ করেই কাজ শুরুর আগে বিএসএনএল কর্তৃপক্ষকে ফাইবার কেবল সরাতে বলা হয়েছিল। তাঁরা তা না করায় এই সমস্যা।” তাঁর দাবি, কর্মীদের তবুও সতর্ক হয়েই কাজ করতে বলা হয়েছে।
|
বজ্রাঘাতে শনিবার পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় দুই মহিলা-সহ তিন জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন এক জন। মানবাজার থানার বাগডেগা গ্রামে শনিবার বিকেলে বাড়ির সামনে গাছের পাতা কুড়নোর সময় বাজ পড়ে মারা যান শিশুবালা মাঝি (৬৫)। জখম হন তাঁর সঙ্গে থাকা মেয়ে হিরামন মাঝি। মানবাজার স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে ভর্তি করানো হয়। তিনি বলেন, “ঝড়-বৃষ্টির পরে গাছের ঝরে পড়া পাতা কুড়োচ্ছিলাম। হঠাৎ জ্ঞান হারাই। মা নেই ভাবতে পারছি না।” ওই দিন বিকেলে সব্জি বিক্রি করতে যাওয়ার পথে কেন্দা থানার মোহনডি গ্রামের বাসিন্দা মনীন্দ্র মাহাতো (৫৫) বজ্রাঘাতে মারা যান। সব্জি নিয়ে তিনি স্থানীয় নোয়াগড়ের হাটে যাচ্ছিলেন। রাস্তায় তাঁর দেহ লুটিয়ে পড়ে। পুঞ্চা থানার গরামথান গ্রামে বাড়ির ভেতরে সাংসারিক কাজ করছিলেন গৃহবধু মঞ্জুবালা হেমব্রম (৩০)। ঘরের উপর বাজ পড়লে মঞ্জুদেবীর মৃত্যু হয়। বিকেলে বান্দোয়ানের তুলসিডি গ্রামে বজ্রাঘাতে একটি গাছতলায় থাকা দু’টি মোষ মারা যায়।
|
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গরহাজির থেকে সরকারি প্রকল্পের প্রশিক্ষণ দিতে যাওয়ার অভিযোগ উঠল মানবাজারের মাড়োয়াগোড়া এলাকার এক অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে। সম্প্রতি মানবাজারে বিডিও-র কাছে তৃণমূল এই অভিযোগ করেছে। যদিও ওই অঙ্গনওয়াড়ি কর্মী অভিযোগ মানতে চাননি। মানবাজারের বিডিও সায়ক দেব বলেন, “অঙ্গনওয়াড়ির কাজ করে প্রশিক্ষণের কাজে তিনি যেতেই পারেন। তবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়মিত যান কি না তা খোঁজ নিয়ে দেখা হবে।”
|
জলের পাইপ ফেটে যাওয়ায় শনিবার থেকে পাইপলাইনের জল সরবরাহ বন্ধ রয়েছে মানবাজার এলাকায়। হরেকৃষ্ণপুরের কাছে জলের পাইপ ফেটে যাওয়ায় এই বিপত্তি। এরফলে গরমের মধ্যে এলাকায় জলের সঙ্কট তৈরি হয়েছে। মানবাজারের পঞ্চায়েত প্রধান অনুরূপা সেন বলেন, “খোঁজ নিয়ে জেনেছি ভারি কিছু জিনিস দিয়ে জলের পাইপ ফাটিয়ে দেওয়া হয়েছে। তবে মেরামতির কাজ শুরু হয়েছে।” |