দূর্গ-টাটা-দানাপুর এক্সপ্রেস ট্রেনটিকে আদ্রার পরিবর্তে জয়চণ্ডী পাহাড় স্টেশন দিয়ে ঘুরিয়ে দেওয়ায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। গত ১ মে থেকে ট্রেনটির এই যাত্রাপথ পরিবর্তন করেছে রেল। ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। রাতের ওই ট্রেনটিকে ফের আদ্রা দিয়ে চালানোর দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে রেলে কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে সিপিএম। আদ্রার ডিআরএম অমিতকুমার হালদার বলেন, “আদ্রা স্টেশনের চাপ কমানোর জন্য রেল বোর্ডের নির্দেশ অনুযায়ী ট্রেনটিকে আদ্রার স্যাটেলাইট স্টেশন জয়চণ্ডী পাহাড় দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।”
ঝাড়খণ্ড থেকে বিহারগামী ওই ট্রেনটি পুরুলিয়া হয়ে আদ্রা স্টেশনে পৌঁছত রাত ১০টায়। টাটা থেকে পুরুলিয়া হয়ে আদ্রা আসার ওই ট্রেনটিই ছিল রাতের শেষ ট্রেন। ফলে স্বাভাবিক ভাবেই ট্রেনটির উপরে নির্ভর করতেন এই জেলার বিস্তীর্ণ এলাকার যাত্রীরা। তাঁদের অভিযোগ, “ট্রেনটিকে ঘুরিয়ে দেওয়ার ফলে এ বার রাতে আদ্রা থেকে তিন কিলোমিটার দূরে জয়চণ্ডী পাহাড়ে নেমে আদ্রা ফিরতে সমস্যায় পড়তে হবে।” বস্তুত রাতে জয়চণ্ডী থেকে আদ্রায় আসা বেশ সমস্যার। কারণ রাতে আদ্রা-রঘুনাথপুর রাস্তায় যাত্রীবাহী গাড়ি চলাচল করে না। এ ছাড়া আদ্রা-জয়চণ্ডী রাস্তায় মাঝে মধ্যেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাই রাতের রাস্তা নিরাপদ নয় বলে যাত্রীদের দাবি। এই প্রেক্ষতেই দাবি উঠেছে, দূরপাল্লার ওই ট্রেনটিকে আদ্রা দিয়ে ফের চালাতে হবে।
রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদ জানিয়ে গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি দিয়েছে সিপিএমের কাশীপুর জোনাল কমিটি। সিপিএমের কাশীপুর জোনাল কমিটি-র সদস্য সুকুমার গঙ্গোপাধ্যায় বলেন, “রেলের এই সিদ্ধান্তে একদিকে সমস্যায় পড়েছেন আদ্রা ও লাগোয়া এলাকার যাত্রীরা। আদ্রা স্টেশনে দূরপাল্লার এই ট্রেনটিতে খাবার বিক্রি করতেন স্থানীয় হকাররা। তাঁদেরও আর্থিক ক্ষতি হচ্ছে।” আদ্রার ডিআরএম বলেন “আদ্রার উপর দিয়ে গুরুত্বপূর্ণ দূরপাল্লার নতুন ট্রেন চালানো হচ্ছে। তাই এই স্টেশনের চাপ বাড়ছে। তাই যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য এবং জয়চণ্ডী পাহাড়কে স্যাটেলাইট স্টেশন হিসাবে গড়ে তোলা হচ্ছে। তাই কিছু ট্রেন ওই স্টেশন দিয়ে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলবোর্ড।”
তবে রাতে যাত্রীদের সমস্যার বিষয়ে ডিআরএম-এর আশ্বাস, “প্রয়োজনে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে রাতে জয়চণ্ডী ও আদ্রার মধ্যে অটো চালানোর ব্যবস্থা করা যেতে পারে।” অন্য দিকে, কাশীপুরের তৃণমূল বিধায়ক স্বপন বেলথরিয়া বলেন, “যাত্রীদের সমস্যার রেলমন্ত্রী মুকুল রায়কে জানিয়ে ট্রেনটিকে ফের আদ্রায় নিয়ে আসার অনুরোধ জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন।” |