মন বেশ কিছু ইংরেজি শব্দ আছে, যেগুলি বলা বা লেখার সময় একটার সঙ্গে আর একটা গুলিয়ে যায়। যেমন accept / except, adapt / adopt, affect / effect. আবার এমনও কিছু শব্দ পাবে যেগুলি অর্থের দিক দিয়ে পরস্পরের কাছাকাছি, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তফাত আছে। যেমন, ray/ beam। এ ছাড়া, একাধিক অর্থবাহী একই শব্দ তো আছেই। যেমন beat. এই বারের সংখ্যায় আমরা এই ধরনের শব্দের ব্যবহার নিয়ে আলোচনা করব।
accept /except: শব্দ দু’টি ভীষণ গুলিয়ে যায়, কিন্তু এই দুটির অর্থ একে অপরের প্রায় বিপরীত। Accept: যা দেওয়া হচ্ছে তা গ্রহণ করা বা নিতে সম্মত হওয়া।
Except শব্দটি ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করলে তার মানে দাঁড়ায় কোনও কিছুকে বাদ দেওয়া; সংখ্যা ইত্যাদির ক্ষেত্রে উল্লেখ না করা, গণনা না করা।
উদাহরণ: Jojo was willing to accept all invitations,but all excepted Jojo from their invitations.
adapt / adopt
Adapt: মানিয়ে নেওয়া
Adopt: দত্তক নেওয়া বা সন্তানরূপে প্রতিপালন করা।

উদাহরণ: Dr Hyde adopted a child who shortly adapted himself to his new environment.
affect / effect (ক্রিয়াপদ হিসেবে)
Affect: প্রভাবিত করা, কোনও কিছুর ওপর কাজ করা
Effect: ঘটিয়ে তোলা বা সম্পন্ন করা
উদাহরণ: Intemperate living will affect his health. Temperate living will effect his cure.
ছবি: সুমন চৌধুরী
(বিশেষ্য হিসেবে) Affect: মানসিক প্রভাব বা প্রতিক্রিয়া, যেমন অনুভূতি বা ইচ্ছা Effect: ফলাফল, পরিণাম agree to, agree with কোনও পরিকল্পনা, প্রস্তাব ইত্যাদিতে সম্মত হলে Agree to. কোনও ব্যক্তির সঙ্গে একমত হলে Agree with. কোনও দুটি জিনিস পরস্পর মানানসই হলেও Agree with

উদাহরণ
I agree to the proposal.
I am happy to disagree with you.
He agrees with me.
The verb agrees with the noun in person and number. among/between
দুজনের মধ্যে বোঝাতে between, অনেকের মধ্যে হলে among.
উদাহরণ
There was a disagreement between the two.
There was a disagreement among them. amount/number
যেখানে সংখ্যায় গোনা যায় না, সেখানে পরিমাপের জন্য amount ব্যবহার করা হয়, সংখ্যায় গোনা গেলে number.
উদাহরণ
They had a large number of children and a small amount of money.
as/like
উদাহরণ
Like Jane, Mary was tall as a giraffe. because of/due to
Because of বসে adverbial phrase-এর আগে, due to ব্যবহার করা হয় adjective phrase-এর আগে।
উদাহরণ
Because of Adam and Eve, we have been excluded from Eden.
Our exclusion from Eden is due to Adam and Eve. beside/besides
Beside: পাশে, besides: ছাড়াও
উদাহরণ
No one sat beside me.(আমার পাশে কেউ বসেনি।)
No one sat besides me. (আমি ছাড়া আর কেউ বসেনি।) Lie/lay
এই দুটিকে নিয়ে বিভ্রান্তির অন্ত নেই।
Lie: অকর্মক ক্রিয়া, এর মানে হল শুয়ে থাকা কিংবা মিথ্যা বলা।
Lay: সকর্মক ক্রিয়া, এর মানে রাখা বা বসানো। গোলমালের জায়গাগুলো ভাল করে দেখে রাখো:
Lie (to recline)- Present
Lie (to deceive)- Present
Lay (to recline)- Past
Lay (to put)- Present উদাহরণ
Lie (to recline): I lie down when Im tired. (present)
I lay down last evening. (past)
Lie (to deceive): Why do you lie when you know Ill learn the truth? (present)
He lied to the police to protect his aunt. (past)
Lay (to put): Lay that revolver on the table. (present)
We laid our money on the counter. (past) শব্দ, শব্দগুচ্ছ, বাক্যাংশ এগুলো বাক্যের কোথায় কী ভাবে ব্যবহার করা হচ্ছে, তার ওপর এদের অর্থ নির্ভর করে। যোগাযোগের মূল ভিত্তি হচ্ছে বাক্য। বাক্যের জোর থাকবে, সৌন্দর্য থাকবে, একই সঙ্গে স্পষ্ট ও নির্দিষ্ট করে বক্তব্য বুঝিয়ে দেবে, তবেই তা সুষ্ঠু যোগাযোগের ভাষা হয়ে উঠবে। যা কিছু বাক্যের অর্থ বোঝার পথে বাধা হয়ে ওঠে, তার অর্থ অস্পষ্ট করে, বা পাঠযোগ্যতা কমিয়ে দেয়, সেটাই সংশোধন করতে হবে।


শ্রীলাহিড়ী ইউনাইটেডওয়ার্ল্ড স্কুল অব বিজনেস-এ কমিউনিকেশন স্কিল-এর শিক্ষক



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.