টুকরো খবর
মদের ঠেক ভেঙে আগুন
রাঙামাটিতে পুড়িয়ে দেওয়া মদের ঠেক। নিজস্ব চিত্র
অবৈধ মদের ঠেক ভেঙে তাতে আগুন লাগিয়ে দিলেন উত্তেজিত এলাকাবাসী। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে মেদিনীপুরের রাঙামাটিতে। দমকলের দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। রাঙামাটিতে প্রায় ৫-৬টি অবৈধ মদের ঠেক চলত বলে অভিযোগ। বাসিন্দাদের আপত্তিতে অধিকাংশই বন্ধ হয়েছে। তবে উড়ালপুলের অদূরে একটি মদের ঠেক চলছিলই। আগেও ঠেকটি ভাঙা হয়েছিল। পরে ফের চালু হয়। এলাকার যুবকেরা এ দিন দুপুরে দল বেঁধে ঠেক ভাঙতে আসেন। স্থানীয়দের বক্তব্য, আগেও পুলিশকে ঠেক ভাঙার দাবি জানানো হয়েছিল। কিন্তু পুলিশ পদক্ষেপ করেনি। অভিযোগ, এলাকায় চোলাই মদের ঠেক চলায় ‘বহিরাগত’ লোকজনের আনগগোনা বাড়ছে। হামেশাই অশান্তি হচ্ছে। সন্ধের পর ওই রাস্তা দিয়ে যাওয়াই দায়। মদ্যপ লোকজন পথচলতি মেয়েদের কটূক্তি করে। পুলিশের অবশ্য দাবি, ওই এলাকায় নিয়মিতই তল্লাশি চালানো হয়।

মিছিলে হামলা
কংগ্রেস-তৃণমূলের যৌথ মিছিলে হামলার অভিযোগ উঠল এলাকার কয়েকজন কংগ্রেস সমর্থকের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের ঘটনা। খবর পেয়ে সবং থানার পুলিশ এসে অবস্থা সামাল দেয়। স্বপন মান্না, সুকুমার জানা সহ দু’দলের মোট ৫ জন কর্মী সমর্থক আহত অবস্থায় সবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকালে ১০০ দিনের কাজের বিষয়ে সবংয়ের বলপাই প্রাথমিক স্কুলে কংগ্রেস ও তৃণমূলের যৌথ বৈঠক হয়। বৈঠক শেষে এ দিন সন্ধ্যায় যৌথভাবে একটা মিছিল বেরোয়। অভিযোগ, ‘কংগ্রেস এলাকা’ বলে পরিচিত সবংয়ের বিক্ষুব্ধ কয়েকজন কংগ্রেস সমর্থক ওই মিছিলে লাঠি নিয়ে হামলা চালান। ঘটনার বিষয়ে কংগ্রেস ব্লক সভাপতি অমল পণ্ডা বলেন, ‘‘শুনেছি ভুল বোঝাবুঝির জন্য একটা ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে দেখছি।” তবে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অমূল্য মাইতি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

সাঁকরাইলে মিছিল সিপিএমের
— নিজস্ব চিত্র।
রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইলের ব্লক-সদর রোহিণীতে মিছিল করল সিপিএম। জঙ্গলমহলের উন্নয়ন, বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা, সমস্ত গরিবদের বিপিএল তালিকায় আনা, মিথ্যা মামলা প্রত্যাহার, ঘরছাড়াদের গ্রামে ফেরানো-সহ বিভিন্ন দাবিতে মিছিলে পা মেলান কয়েক হাজার মানুষ। এ দিন মিছিলের পুরোভাগে ছিলেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বনাথ দাস, সাঁকরাইল জোনাল কমিটির সম্পাদক বাদল রানা, দলের স্থানীয় নেতা রমেশ নায়েক, শেখ আসিমুদ্দিন, আনন্দ সিংহ প্রমুখ। মিছিল শেষে রোহিণীচকে পথসভার আয়োজনও করা হয়। বিধানসভা নির্বাচনের পর সিপিএমের সাঁকরাইল জোনাল কমিটির উদ্যোগে এই প্রথম রাজনৈতিক কর্মসূচি করা হল বলে জানান জোনাল-সম্পাদক বাদল রানা। এ দিন সাঁকরাইল ব্লকের ১০টি অঞ্চল থেকেই লোকজন মিছিলে এসেছিলেন বলে বাদলবাবুর দাবি।

ঘাটালে ছিনতাই
ব্যাঙ্ক থেকে অফিসের টাকা তুলে সাইকেলে যাচ্ছিলেন এক ঠিকাদার সংস্থার কর্মী। পথে তাঁর কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। শনিবার ভরদুপুরে জনবহুল কোন্নগর এলাকায় এই ভাবে টাকা ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ঘাটাল শহরে। ঘটনার পরে ২৪ ঘণ্টা কেটে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শহরেরই বাসিন্দা শিবরাম চক্রবর্তীর কাছ থেকে টাকা ছিনিয়ে দুষ্কৃতীরা কালো রঙের একটি মোটর সাইকেলে চাপিয়ে শ্রীপুর এলাকার দিকে চলে যায় বলে প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে। শ্রীপুর থেকে মোটর সাইকেলটি উদ্ধার হলেও ছিনতাইকারীদের ধরতে পারেনি পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরীর অবশ্য দাবি, “দুষ্কৃতীদের চিহ্নিত করা গিয়েছে। তল্লাশিও চলছে।”

পাঠাগারে সুবর্ণজয়ন্তী
তিন দিন ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হল পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের সাউটিয়া কিশোরীরঞ্জন স্মৃতি পাঠাগারে। প্রতিষ্ঠাতা নির্মলেন্দু বিকাশ কর মহাপাত্রের মূর্তি স্থাপন, তাঁরই নামাঙ্কিত ভ্রাম্যমাণ পাঠাগার চালু, প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী সূর্যেন্দুবিকাশ কর মহাপাত্রের নামাঙ্কিত বিজ্ঞান প্রদশর্নী কক্ষ, ‘কেরিয়ার গাইডেন্স’ বিভাগ, স্থানীয় ইতিহাসের সংগ্রহশালা ও তথ্যকেন্দ্রের উদ্বোধন হয়। গ্রন্থাগারিক ও সম্পাদক কৌশিক কর মহাপাত্র জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রবিবার সাহিত্য সম্মেলনেরও আয়োজন করা হয়।

দ্বারোদ্ঘাটন
রামনগর ১ ব্লকের তালগাছাড়ি ২ গ্রামপঞ্চায়েতের ট্যাংরামারি গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন হল শনিবার। দ্বারোদ্ঘাটন করে রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস জানান, মোট ৯ লক্ষ টাকা ব্যয়ে এই ভবন নির্মিত হয়েছে। এর মধ্যে রামনগর ১ পঞ্চায়েত সমিতি ৫ লক্ষ টাকা এবং তালগাছাড়ি ২ গ্রামপঞ্চায়েত সমিতি ৪ লক্ষ টাকা খরচ করেছে। এর আগে নিজস্ব ভবন না থাকায় অস্থায়ী ভাবে অন্যের বাড়িতে শিশু শিক্ষাকেন্দ্রটি চলত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামনগর ১ ব্লক উন্নয়ন আধিকারিক রানা বিশ্বাস, যুগ্ম উন্নয়ন আধিকারিক গণেশ কর্মকার, স্থানীয় তালগাছাড়ি ২ গ্রামপ্রধান আশালতা মাঝি, ও জেলা পরিষদ সদস্য অবন্তী মণ্ডল।

ধৃতের জেল হাজত
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে ধরল পুলিশ। ধৃত খোকন দিন্দার বাড়ি খেজুরি থানার অলিপুর গ্রামে। মারিশদা থানার পাইকবাড় গ্রামের এক তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার খোকনকে গ্রেফতার করে। এ দিনই কাঁথি আদালতে তাঁকে তোলা হলে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

ট্রেনের সামনে ঝাঁপ, মৃত যুবক
দিঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। শনিবার রামনগর থানার শীতলপুর স্টেশনে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম চন্দন শিট (২৪)। বাড়ি রামনগর থানার ইসলামপুর গ্রামে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই মারা যান তিনি।

বাজ পড়ে মৃত্যু
বাজ পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃতা রেণুকা মণ্ডলের (৩৭) বাড়ি এগরা থানা এলাকার ভাটদা গ্রামে। শনিবার সন্ধ্যয় বাড়ির উঠোনে কাজ করছিলেন তিনি। সেই সময়ই বাজ পড়ে মৃত্যু হয় তাঁর।

সতর্কতা থাকবে
শনিবার এই সংস্করণে হলদিয়া-পাঁশকুড়া পুরসভায় ‘মনোনয়ন শেষে’ যুযুধান দুই শিবিরের দুই নেতাতমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী এবং সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নিরঞ্জন সিহির বক্তব্য ও ছবির সঙ্গে তাঁদের নাম-পরিচয় ছাপা না-হওয়ায় পাঠকদের একাংশ অনুযোগ করেছেন। দু’জনেই পরিচিত মুখ হওয়া সত্ত্বেও ছবি-বক্তব্যের সঙ্গে নাম-পরিচয় ছাপাই শ্রেয় ছিল। ভবিষ্যতে এ ধরনের ক্ষেত্রে আমরা আরও সতর্ক থাকব।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.