|
|
|
|
ডিওয়াইএফের সদস্য সংগ্রহ অভিযান জুনে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আগামী ৯ জুন থেকে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নামছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ। তবে এ বার এখনও পর্যন্ত সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক হয়নি বলে দল সূত্রে খবর। রবিবার মেদিনীপুর শহরে সংগঠনের জেলা কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে মূলত সংগঠনের সম্মেলন নিয়েই আলোচনা হয়। প্রাথমিক ভাবে কোন জোনাল কমিটি কত সদস্য সংগ্রহ করতে পারবে, তা জানতে চাওয়া হয়। ডিওয়াইএফের জেলা কমিটির এক নেতা বলেন, “এ বার পরিস্থিতি প্রতিকূল। তাই এখনও পর্যন্ত সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা সম্ভব হয়নি।” এখন জেলায় ডিওয়াইএফের সদস্য সংখ্যা প্রায় ৩ লক্ষ।
এ বার সদস্য সংখ্যা বাড়বে বলেই দাবি করেছেন সংগঠনের জেলা সম্পাদক কমল পলমল। কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ হল না কেন? জেলা সম্পাদক অবশ্য বলেন, “জুনে সদস্য সংগ্রহ শুরু হবে। তার আগেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।” জেলা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজ্য ও কেন্দ্রের জনস্বার্থ নীতির বিরুদ্ধে জেলা জুড়ে আন্দোলন সংগঠিত করা হবে। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের দাবিতেও আন্দোলন চলবে। এখন জেলায় ডিওয়াইএফের ইউনিট কমিটির সম্মেলন শুরু হয়েছে। ১৫ মে থেকে লোকাল কমিটির সম্মেলন শুরু হবে। জুনে জোনাল কমিটির সম্মেলন। জুলাইয়ের শেষে বা অগস্টের গোড়া জেলা সম্মেলন হবে। জেলা সম্মেলনের দিন ও স্থান এখনও চূড়ান্ত হয়নি। আগামী ২৬ অগস্ট থেকে সংগঠনের রাজ্য সম্মেলন শুরু হবে। স্বাভাবিক ভাবেই তার আগেই জেলা সম্মেলন হবে।
রবিবারের বৈঠকে জেলার বিভিন্ন এলাকার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। জেলা নেতৃত্বের বক্তব্য, প্রতিকূলতা থাকলেও পরিস্থিতি পাল্টাচ্ছে। যুব সমাজের একটা বড় অংশেরই ‘ভুল’ ভাঙতে শুরু করেছে। এই অবস্থায় সংগঠনের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রচার কর্মসূচির উপর জোর দেওয়া হচ্ছে। |
|
|
|
|
|