শেষ বৈশাখে ফুটবল জ্বর শহরে
শিলিগুড়িতে মুখোমুখি মোহনবাগান-প্রয়াগ
মেঘলা আকাশ, মাঝে মধ্যে বৃষ্টি শহরের পরিবেশকে গত কয়েকদিন যতই মনোরম রাখার চেষ্টা করুক গরমে শহরবাসীর হাঁসফাসের বিরাম নেই। তার মধ্যেই মোহনবাগান এবং প্রয়াগ ইউনাইটেডের ম্যাচকে ঘিরে উন্মাদনায় ফুটছে শিলিগুড়ি। কোনও প্রদর্শনী ম্যাচ নয়। কলকাতা ফুটবল লিগের নির্ণায়ক ম্যাচ। সোমবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কলকাতা লিগের ওই ম্যাচকে ঘিরে মহানগরীর ফুটবল উন্মাদনার সুরে সুর মিলিয়েছে শিলিগুড়িও। লিগের এই শেষ ম্যাচের গুরুত্বও অনেক। একই দিনে যুবভারতীতে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হচ্ছে মহমেডান স্পোর্টিং। লিগের এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে ১ পয়েন্টে মোহনবাগানের চেয়ে এগিয়ে ইস্টবেঙ্গল। লিগের সেরা কারা হচ্ছে তা জানতে সোমবার কাঞ্চনজঙ্ঘার ম্যাচের দিকে নজর তাই সকলেরই। বাড়তি আকর্ষণ তাই থাকছেই। প্রায় ২ বছর বেশি আগে মোহনবাগানের আবাসিক শিবির হয়েছিল শিলিগুড়িতে। সে বারই শেষ খেলে গিয়েছিল তারা উত্তরবঙ্গ একাদশের সঙ্গে প্রদর্শনী ম্যাচ। আর বছর পাঁচেক আগে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তারা খেলে গিয়েছিল ইস্টবেঙ্গলের সঙ্গে। সেটিও প্রদর্শনী ম্যাচ। কলকাতা লিগের কোনও ম্যাচ শিলিগুড়িতে তো বটেই গোটা উত্তরবঙ্গে এবারই প্রথম। তাই ম্যাচকে ঘিরে সবুজ মেরুনর সমর্থকদের প্রস্তুতিও তুঙ্গে। রবিবার থেকেই মাঠের বিভিন্ন জায়গায় মোহনবাগান ফ্যান্স ক্লাবের তরফে দলের সমর্থনে ঢাউস সবুজ মেরুন পতাকা লাগানো হয়েছে। পাশের শহর জলপাইগুড়ি থেকেও মোহন ফ্যানদের আসার তোড়জোড় চলছে গত কয়েকদিন ধরেই। কোচবিহার, মালদহ থেকেই অনেকে আসছেন। এমনকী কলকাতা থেকেও মোহনবাগান সমর্থকদের অনেকে শিলিগুড়িতে ঘাঁটি গেড়েছেন ওই ম্যাচ দেখতে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, শিলিগুড়ির মেয়রও উপস্থিত থাকবেন খেলা দেখতে। রবিবার বিকেলে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল মোহনবাগানের। সেই খবর পেয়ে সবুজ মেরুনর সমর্থকদের অনেকেই দুপুরের পর থেকেই মাঠে হাজির ছিলেন সুনীল ছেত্রীদের দেখতে। তবে নেপাল থেকে এ দিন শিলিগুড়িতে মোহনবাগান ফুটবলারদের আসতে দেরি হওয়ায় এবং তাঁরা ক্লান্ত থাকায় কোচ সুব্রত ভট্টাচার্য অনুশীলন করাননি। শিবমন্দিরের একটি হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হয়। সেখানেও অত্যুৎসাহীদের অনেকে গিয়েছিলেন। সকালে দার্জিলিং মেলে শিলিগুড়িতে পৌঁছে বিকেলে অবশ্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুশীলন করে প্রয়াগের ফুটবলাররা। কলকাতা লিগে এখন পর্যন্ত ইস্ট বেঙ্গলের সংগ্রহ ২১ পয়েন্ট। মোহনবাগানের ২০। ১৮ এবং ১৫ পয়েন্টে রয়েছে মহমেডান এবং প্রয়াগ ইউনাইটেড। আইলিগের দল হিসাবে শিলিগুড়িকে ‘হোম গ্রাউন্ড’ করার সিদ্ধান্ত এক প্রকার পাকাই করে ফেলেছেন প্রয়াগ ইউনাইটেডের কর্মকর্তারা। শিলিগুড়িতে খেলা নিয়ে তাই উৎসাহী তাঁরাও। শিলিগুড়িতে সোমবারের ম্যাচে পড়ুয়াদের জন্য ১০ টাকার টিকিট রাখা হলেও আমজনতার জন্য টিকিটের দাম রাখা হয়েছে ৩০, ৫০ এবং ১০০ টাকা। টিকিটের দাম নিয়ে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্তাদেরও দুশ্চিন্তা ছিল। কিন্তু রবিবার ১০০ টাকার টিকিটের কাটতি যে হারে বেড়েছে তাতে তাঁরা কিছুটা হলেও স্বস্তিতে। ম্যাচের দিন আরও টিকিট বিক্রি হবে বলেই তাঁদের ধারণা। ক্রীড়া পরিষদের সচিব অরূপ রতন ঘোষ জানান, টিকিট বিক্রিতে সাড়া মিলেছে। গত কয়েক দিন ধরেই শহরে মাইকিং করা হয়েছে। রবিবার থেকে স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে দিনভর মাইকিং হয়েছে ইয়াকুবু, জেসিমার, দীপক মণ্ডলদের সঙ্গে মোহনবাগানের সুনীল ছেত্রী, রাকেশ মাসিদের খেলা নিয়ে। ভিড়ে কথা মাথায় রেখে নিরাপত্তাও আঁটোসাঁটো করা হচ্ছে। আয়োজক মহকুমা ক্রীড়া পরিষদের তরফে নিরাপত্তার জন্য ১৫০০ পুলিশ চাওয়া হয়েছে। তাদের সঙ্গে ম্যাচ সুষ্ঠুভাবে পরিচালনা করতে ১ হাজার স্বেচ্ছাসেবক রাখা হচ্ছে ক্রীড়া পরিষদের তরফে। নিরাপত্তা ব্যবস্থা দেখতে এ দিন মাঠে যান শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা এবং শিলিগুড়ি থানার আইসি পিনাকী মজুমদার। অতিরিক্ত পুলিশ সুপার জানান, সোমবার ম্যাচের জন্য স্টেডিয়াম লাগোয়া বিধান রোডে পার্কিং বন্ধ রাখা হয়েছে। খেলা দেখতে আসা দর্শকদের গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে বাঘা যতীন পার্কে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.