রাজ্য অ্যাথলেটিকে সোনা পেল বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
রাজ্য অ্যাথলেটিক প্রতিযোগিতায় তিনটি সোনা-সহ ১১টি পদক পেল বর্ধমান। রূপো ও ব্রোঞ্জের পদক পেয়েছে যথাক্রমে ৬টি ও ২টি। অনূর্ধ্ব ১৬ বিভাগে ৩০০০ মিটার দৌড়ে সোনা জিতেছে ঋষিকা ঘোষ, শটপাটে সোনা পেয়েছে স্মৃতি মণ্ডল। অনূর্ধ্ব ১৪ বিভাগে ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছে মহম্মদ নাদিম আনসারি। দলের কোচ পার্থপ্রতিম চট্টরাজ বলেন, “আমাদের দলের ৪৩ জনকে ওই খেলায় যোগ দিতে পাঠানো হয়েছিল। কিন্তু বয়সের গোলমালের কারণে ২১ জনকেই বাদ দেওয়া হয়।”
|
শেষ ম্যাচে গোল করে বিদায় দেল পিয়েরো-ইনজাঘির
নিজস্ব সংবাদদাতা • মিলান |
সিরি আ ট্রফি নিয়ে দেল পিয়েরো। রবিবার। ছবি: এএফপি |
জুভেন্তাসের জার্সিতে রবিবার নিজের শেষ ম্যাচ খেললেন আলেসান্দ্রো দেল পিয়েরো। অধিনায়কের আর্মব্যান্ড পরে গোলও করলেন। এসি মিলানের হয়ে শেষ ম্যাচে গোল করলেন ফিলিপো ইনজাঘিও। ইনজাঘির পাশাপাশি মিলানের জার্সি ছাড়ছেন জেনারো গাত্তুসো এবং ক্লারেন্স সিডর্ফ। এ দিন আতালান্তাকে ৩-১ হারাল লিগে অপরাজিত জুভেন্তাস। ১৯৯১-৯২-এর এসি মিলানের পর এই প্রথম ইতালি লিগে কোনও দল না হেরে শেষ করল। ইনজাঘি ২০০১ থেকে ১১ বছরে মিলানের হয়ে গোল করেছেন ১২৫টি। দেল পিয়েরো ’৯৩ থেকে ৫১৩ ম্যাচে জুভেন্তাসের হয়ে ২০৮ গোল করেছেন।
|
রাজ্য অ্যাথলেটিক্সে দশ রেকর্ড
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
যুবভারতীতে রাজ্য অ্যাথলেটিক্সে মোট দশটি রেকর্ড হল। চারদিনের মিট রবিবার শেষ হল। প্রতিযোগিতায় মোট ৯০০ অ্যাথলিট যোগ দেন। দক্ষিণ দিনাজপুরের উত্তম রাজবংশি অনূর্ধ্ব ১৪ বিভাগে নতুন রেকর্ড গড়ল। আশরাফুল মণ্ডল, লিলি দাস, মুস্তাফা মোল্লা, রুমা সরকার-রাও রেকর্ড করলেন। মেয়েদের ১০০ মিটারে রেলের আশা রায় ও ছেলেদের ১০০ মিটারে সেরা হয় উত্তর ২৪ পরগণার সৌমাল্য পাল। ছেলেদের দলগত বিভাগে চ্যাম্পিয়ন পুলিশ এসি, মেয়েদের পাইওনিয়ার। পুরস্কার দেন কেন্দ্রীয় মন্ত্রী সুলতান আমেদ, রাজ্যের দুই মন্ত্রী মদন মিত্র ও অরূপ রায়।
নজর কাড়ল সোমনাথ, কুণালরা কলেজ স্কোয়ারে রবিবার শেষ হল কলকাতা জেলা জুনিয়র ও সাব জুনিয়র সাঁতার। শেষ দিন জেলা রেকর্ড হল তিনটি। নতুন রেকর্ডের মালিক কুণাল বসাক (২০০ মিটার ফ্রিস্টাইল), রণজিৎ দত্ত ( ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক) ও সোমনাথ হালদার (৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক)। অন্য সেরারা সাত্যকী দে, অনুষ্কা কর, সুনন্দা দত্ত, আশিস কুমার খারওয়ার, শ্রেয়ন্তী পান, স্নেহা পাল ও আকাশ দেবনাথ। রেকর্ড করা ছাড়া আরও একটি করে বিভাগে প্রথম হয়েছে সোমনাথ ও কুণাল।
|
সচিনের ব্যাট নিলাম ক্যামেরনের
নিজস্ব সংবাদদাতা • লন্ডন |
ব্যাটটাকে তিনি বলতেন তাঁর সব চেয়ে দামি সম্পদগুলোর অন্যতম। সেটাকেই শেষ পর্যন্ত হাতছাড়া করতে দ্বিধা করলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সচিন তেন্ডুলকরের সই করা ব্যাটটাকে তিনি তুলে দিলেন নিলামে। ক্রিকেটেরই স্বার্থে। ব্রিটিশ রাজনীতিবিদ ক্রিস্টোফার শেলের স্মরণে লর্ডসের লং রুমে বসেছিল ওই নিলামের আসর। উদ্দেশ্য, আফ্রিকার রোয়ান্ডায় একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য টাকা তোলা। সচিনের সই করা ব্যাট নিলামে বিক্রি হয় ৩ হাজার ৪০০ পাউন্ডে (প্রায় ৩ লক্ষ টাকা)। নিলামে উঠেছে প্রায় ১ লক্ষ ৩০ হাজার পাউন্ড।
|
রাফাকে পিছনে ফেললেন রজার
নিজস্ব প্রতিবেদন |
বিশ্ব ক্রমপর্যায়ে আবার রাফায়েল নাদালের আগে রজার ফেডেরার। আবার রাফা-রজার পাশাপাশিও। রবিবার মাদ্রিদ মাস্টার্স জিতে ফেডেরার ১০০০ এটিপি পয়েন্টের মাস্টার্স জিতলেন ২০টি। নাদালের সমান। একই সঙ্গে নাদালকে (৯৫২০) বিশ্ব ক্রমপর্যায়ে তিনে ঠেলে দিয়ে ফেডেরার (৯৬১৫) উঠে এলেন দুইয়ে। শীর্ষে জকোভিচ। মাদ্রিদের অভূতপূর্ব নীল ক্লে কোর্টে আগেই হেরেছিলেন নাদাল ও জকোভিচ। ফাইনালে ফেডেরার হারান বার্ডিচকে ৩-৬, ৭-৫, ৭-৫। ফেডেরারের এ বছর জয়-হার ৪৫-৩।
|
জাতীয় বাস্কেটবলে বাংলার নজির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাংলার বালকরা জাতীয় সাব জুনিয়র বাস্কেটবলে নজির গড়ল। এই প্রথম কোনও জাতীয় বাস্কেটবল টুর্নামেন্টে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হল বাংলা। ভাস্কোতে ফাইনালে বাংলা ৫৭-৫০ হারায় মধ্যপ্রদেশকে। গত বারের চ্যাম্পিয়ন মহারাষ্ট্রকে হারিয়ে গ্রুপ সেরা হওয়ার পরে বাংলা কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশ এবং সেমিফাইনালে হারায় রাজস্থানকে। ১৯৭৮-এ জাতীয় সাব জুনিয়র বাস্কেটবলে বাংলা বালক বিভাগের ফাইনালে উঠলেও খেতাব জিততে পারেনি। অলোক সাউ-এর নেতৃত্বে এ বার পারল। রাজ্য বাস্কেটবল সংস্থা প্লেয়ারদের ১০ হাজার টাকা করে পুরস্কার দিচ্ছে।
|