কাতালুনিয়া সার্কিটে রুদ্ধশ্বাস থ্রিলারের মতো শেষ হল রেসটা। ছেষট্টি ল্যাপ জুড়ে নাটকীয় লড়াইয়ের ফয়সালা হল শেষ ল্যাপে। যখন দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের কড়া চ্যালেঞ্জ সামলে চেকারড ফ্ল্যাগ পেরোলেন উইলিয়ামস দলের পাস্তর মালদোনাদো। ফর্মুলা ওয়ানের পুরস্কার অনুষ্ঠানে এই প্রথম বাজল ভেনেজুয়েলার জাতীয় সঙ্গীত। ভেনেজুয়েলার কোনও চালক এই প্রথম জিতলেন ফর্মুলা ওয়ানে। মালদোনাদোর ইতিহাস গড়া জয়ে অটুট রইল এই মরসুমের প্রতি রেসে নতুন জয়ী উঠে আসার ধারাও। গত বছর সেবাস্তিয়ান ভেটেলের ওয়ান ম্যান শো চলেছিল। এ বছর পাঁচ রেসে পাঁচ বিজয়ী! এমন কাণ্ড শেষ ঘটেছিল ১৯৮৩ সালে। |
ভেনেজুয়েলার চালক হিসেবে প্রথম রেস জিতলেন মালদোনাদো। রবিবার। ছবি: এপি |
মরিয়া চেষ্টা সত্ত্বেও ঘরের রেসে দ্বিতীয় হলেন ফেরারির স্প্যানিশ তারকা ফের্নান্দো আলোনসো। তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলতে ফেলতে তৃতীয় লোটাসের কিমি রাইকোনেন। বাহরিনের পরে ফের পোডিয়ামে পৌঁছে ফিন তারকা বোঝালেন, মাঝে দু’বছর ফর্মুলা ওয়ান থেকে দূরে থাকলেও রেসিংয়ের রসায়ণ আগের মতোই রয়েছে। মালদোনাদোর থেকে আলোনসো পিছিয়ে ছিলেন ৩.১ সেকেন্ডে আর রাইকোনেন ৩.৮ সেকেন্ডে। কতটা হাড্ডাহাড্ডি লড়াই, এর থেকেই বোঝা যায়। এ দিকে, সহারা ফোর্স ইন্ডিয়ার নিকো হুলকেনবার্গ দশে শেষ করায় ভারতীয় দল স্পেন থেকে ফিরছে এক পয়েন্ট নিয়ে। পল ডি’রেস্টা চোদ্দোয় থামলেন। রেস শেষ করতে পারলেন না গ্রিডের একমাত্র ভারতীয় নারায়ণ কার্তিকেয়ন।
উইলিয়ামসের মালিক ফ্র্যাঙ্ক উইলিয়ামস পিটে হাজির ছিলেন ২০০৪-এর পরে ফের দলের জয় দেখতে। রেস শেষ হওয়ার কিছু পরেই আচমকা আগুন লেগে যায় উইলিয়ামসের প্যাডকে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ দিন নাটকের শুরু হয় লুইস হ্যামিল্টনের পোল কেড়ে নেওয়া দিয়ে। এর সঙ্গে যোগ হোক ধাক্কাধাক্কিতে রেস থেকে ছিটকে গিয়ে শুমাখারের ব্রুনো সেনাকে ‘নির্বোধ’ বলা, বারবার রেস লিডার বদলাতে থাকা, হলুদ ফ্ল্যাগ লঙ্ঘন করায় সেবাস্তিয়ান ভেটেল এবং ফিলিপে মাসার ড্রাইভ থ্রু পেনাল্টি, পিট স্টপ আর চাকার ব্যবহার নিয়ে স্ট্র্যাটেজির কারিকুরি।
জ্বালানি সংক্রান্ত নিয়ম ভাঙার দায়ে পোল হারানো হ্যামিল্টন শেষ স্থান থেকে রেসে নেমেছিলেন। ব্রিটিশ তারকা হতাশা ঝেড়ে ফেলে অসাধারণ চালালেন এবং আটে শেষ করে জিতলেন ৪ পয়েন্ট। এ দিকে, ড্রাইভ থ্রু পেনাল্টি সত্ত্বেও ভেটেল ষষ্ঠ হলেন। পেলেন ৮ পয়েন্ট এবং চালকদের চ্যাম্পিয়নশিপে এক নম্বর স্থানটায় টিকে রইলেন আলোনসোর সঙ্গে। দু’জনের পয়েন্টই আপাতত ৬১। হ্যামিল্টন ৫৩ পয়েন্ট নিয়ে আছেন তিনে। পরের তিনটে জায়গায় রাইকোনেন (৪৯), ওয়েবার (৪৮) আর বাটনের (৪৫) মধ্যে ফারাক চার পয়েন্টের। |