অরবিন্দনগর মাঠ নিয়ে তৈরি হওয়া জট কাটাতে সর্বদল বৈঠক ডাকল জেলা প্রশাসন। কাল, মঙ্গলবার জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরে ওই বৈঠক হবে। উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) অরিন্দম দত্ত। খেলার মাঠ দখলমুক্ত করতে কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে আলোচনা হবে। এ দিকে, রবিবারও উচ্ছেদের পক্ষে এবং বিরুদ্ধে শহরে পৃথক কর্মসূচি হয়েছে। মাঠ দখল করে যাঁরা বসতি গড়ে তুলেছেন, তাঁরা উচ্ছেদের বিরুদ্ধে মিছিল করেন। আর এলাকার মানুষ মাঠ দখলমুক্ত করার দাবিতে মিছিল করেন। বন্ধের সমর্থনে প্রচার চালান।
মাঠ দখলমুক্ত করার পক্ষে মিছিল।
মেদিনীপুর শহরের অরবিন্দনগরের খেলার মাঠ নিয়ে কিছু দিনেই ধরেই জটিলতা চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ২-৩ বছর ধরে মাঠের একাংশ বেআইনি ভাবে দখল করা হচ্ছে। ইতিমধ্যে মাঠের একটা বড় অংশ দখল করে বসতি গড়ে তোলা হয়েছে। শুরু থেকেই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু প্রশাসন সে ভাবে পদক্ষেপ করেনি বলে অভিযোগ। আগেও একবার জবরদখল উচ্ছেদে সিদ্ধান্ত হয়েছিল। পরে তা স্থগিত রাখা হয়। মাঠ দখলের প্রতিবাদে আগামী ১৯ মে সকাল ৮টা থেকে মেদিনীপুর শহরে ৬ ঘন্টার বন্ধ ডেকেছেন এলাকাবাসী। পুলিশ-প্রশাসনের উপর ‘চাপ’ বাড়াতেই এই কর্মসূচি বলে মনে করছেন অনেকে। বন্ধের সমর্থনে ইতিমধ্যে শহরে প্রচার শুরু হয়েছে।
মাঠ দখলমুক্ত করার বিপক্ষে মিছিল।
একটি কমিটিও গড়া হয়েছে। কমিটির অন্যতম আহ্বায়ক কার্তিক ধর বলেন, “এলাকার মানুষ হিসেবে শুরু থেকেই আমরা প্রতিবাদ করি। কিন্তু মাঠ দখলমুক্ত করতে পুলিশ-প্রশাসন উদ্যোগী হয়নি।” পরিস্থিতি দেখে ফের সর্বদল বৈঠক ডাকার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। কাল, মঙ্গলবার ওই বৈঠক হবে। পরে স্থানীয় মানুষের সঙ্গেও আলাদা ভাবে কথা বলা হবে বলেও প্রশাসন সূত্রে খবর।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.