টুকরো খবর
চন্দ্রকোনায় ছাত্রী নিখোঁজ

চারদিন পরেও সন্ধান মেলেনি চন্দ্রকোনার নিখোঁজ ছাত্রী সুবর্ণা ঘোষের। ঝাঁকরার বাসিন্দা নবম শ্রেণির ওই ছাত্রী গত ৯ মে বিকেলে গ্রামেই টিউশনে গিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। ১০ মে থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিজনেরা। ১২ মে, শনিবার পুলিশ সুবর্ণার বাড়ি যায়। প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করেন মেয়েটির বাবা অলীপ ঘোষ। নিখোঁজ ছাত্রীর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, ঝাঁকরা গ্রামের বাসিন্দা ছন্দা ঘোষের সঙ্গে বেশ মেলামেশা করত সুবর্ণা। সুবর্ণার মামা আকিঞ্চন চৌধুরী বলেন, “আমাদের সন্দেহ ওই মহিলাই এই ঘটনার সঙ্গে যুক্ত।” শনিবার রাতে ছন্দা ঘোষের নামে থানায় মামলা করেছে সুবর্ণার বাড়ির লোক। পুলিশ জানিয়েছে, ওই মহিলা পলাতক। তাঁর খোঁজ চলছে।

প্রতিবাদ সভা
জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহার, গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাতার-সহ কয়েক দফা দাবিতে শনিবার মেদিনীপুর শহরে সভা করল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)। ‘বিপন্ন গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক এই সভায় ছিলেন সুখেন্দু দাশগুপ্ত, অমিত ভট্টাচার্য, পার্থসারথি রায় প্রমুখ। এপিডিআরের অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এক বছর অতিক্রান্ত। অথচ দলতন্ত্রমুক্ত প্রশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা, জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহার, রাজনৈতিক বন্দিমুক্তি প্রভৃতি প্রাক্-নির্বাচনী প্রতিশ্রুতি নতুন সরকার এখনও পর্যন্ত রাখেনি। পুনর্বাসনের ব্যবস্থা না করে উন্নয়নের অজুহাতে দরিদ্র মানুষকে উচ্ছেদ বলেও সভায় দাবি তোলা হয়।

গাঁজা-সহ ধৃত চন্দ্রকোনায়
বেআইনি গাঁজা ব্যবসা চক্রে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত আশিস রায়ের বাড়ি চন্দ্রকোনা শহরের ঝিরাট স্কুল সংলগ্ন এলাকায়। রবিবার দুপুরে চন্দ্রকোনা থানার পুলিশ শহরের গোবিন্দপুর থেকে ৩ কিলো গাঁজা-সহ আশিসকে পাকড়াও করে। পুলিশের দাবি, ধৃত জেরায় জানিয়েছে, দীর্ঘ সাত বছর ধরে সে এই চক্রের সঙ্গে যুক্ত। এ দিন ব্যাগ ভর্তি গাঁজা সে বাড়িতে নিয়ে আসছিল। সন্ধেয় খদ্দেরের আসার কথা ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই বেআইনি চক্রের বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

দাঁতনে পড়ুয়াদের কর্মশালা
নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে শনিবার আর্থিক শিক্ষা সংক্রান্ত কর্মশালার আয়োজন করল দাঁতন ভাগবতচরণ হাইস্কুল। প্রধানশিক্ষক অরবিন্দ দাস জানান, ছাত্রছাত্রীরাও সামান্য টাকা দিয়ে কী ভাবে সঞ্চয় করতে পারে, তা নিয়ে কর্মশালায় আলোচনা করেন দাঁতন ভট্টর কলেজের অধ্যাপক তথা সেবি-র প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য বিভূরঞ্জন গিরি।

রবীন্দ্র স্মরণ
কবিগুরু স্মরণে শনিবার প্রেমবাজারে দুর্গামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান করল ‘হিজলি সাংস্কৃতিক উৎসব উদ্যাপন সমিতি’। ‘রবির কিরণ’ নামে সাহিত্য পত্রিকা প্রকাশ করে আয়োজক সংস্থা।

বসে আঁকো
রবিবার খড়্গপুর তালবাগিচায় অঙ্কন প্রতিযোগিতা করল সৎসঙ্ঘ। জনকল্যাণ দুর্গামণ্ডপে প্রতিযোগিতায় ৪টি বিভাগে ৬০ জন ছাত্রছাত্রী যোগ দেয়। সফলদের পুরস্কৃত করা হয়।

সতর্কতা থাকবে
শনিবার এই সংস্করণে হলদিয়া-পাঁশকুড়া পুরসভায় ‘মনোনয়ন শেষে’ যুযুধান দুই শিবিরের দুই নেতাতমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী এবং সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নিরঞ্জন সিহির বক্তব্য ও ছবির সঙ্গে তাঁদের নাম-পরিচয় ছাপা না হওয়ায় পাঠকদের একাংশ অনুযোগ করেছেন। দু’জনেই পরিচিত মুখ হওয়া সত্ত্বেও নাম-পরিচয় ছাপাই শ্রেয় ছিল। ভবিষ্যতে এ ধরনের ক্ষেত্রে আমরা আরও সতর্ক থাকব।

আলোচনাসভা
শনিবার কারিগরি শিক্ষাব্যবস্থা নিয়ে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছিল দাঁতনের মেনকাপুর হাইস্কুলে। ইউ কে হেরিটেজ ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই সভায় দুই মেদিনীপুর জেলা বিভিন্ন স্কুলের প্রায় ৪০ জন প্রধান শিক্ষক যোগ দেন। প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান তথা আন্তর্জাতিক শিক্ষা গবেষক মনোজ কুমার প্রধান। কারিগরি শিক্ষাব্যবস্থার নানা দিক উঠে আসে আলোচনাসভায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.