|
|
|
|
বোমাবাজি, রিষড়ায় জখম ‘আর্মস গুড্ডু’ |
নিজস্ব সংবাদদাতা • রিষড়া |
সমাজবিরোধীদের দৌরাত্ম্য অব্যাহত রিষড়ায়।
রবিবার দুপুরে চম্পা রোডে দু’দল দুষ্কৃতীর মধ্যে বচসার জেরে বোমাবাজি হয়। তাতে জখম হয় দুই দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, তাদের নাম মহম্মদ তৈয়াব ওরফে ছোটু এবং মোক্তার খান ওরফে গুড্ডু। প্রথম জনের বাড়ি রিষড়ার গাঁধী সড়কে। মোক্তার আর কে রোডের বাসিন্দা। দু’জনকেই কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, মোক্তার আগ্নেয়াস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত। সমাজবিরোধী-মহলে সে ‘আর্মস গুড্ডু’ নামে পরিচিত। এ দিন দুপুর আড়াইটে নাগাদ ছোটু এবং গুড্ডু চম্পা রোডে দাঁড়িয়ে ছিল। তিন দুষ্কৃতী সেখানে এসে গুড্ডুর থেকে আগ্নেয়াস্ত্র চায়। সেই নিয়েই দু’পক্ষের মধ্যে বচসা বাধে। আচমকাই ওই তিন দুষ্কৃতী গুড্ডু এবং ছোটুকে লক্ষ্য করে ২টি বোমা ছুড়ে পালায়। খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহত অবস্থায় গুড্ডু এবং ছোটুকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দু’জনকেই সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
তদন্তকারী পুলিশ অফিসারেরা জানান, মহম্মদ রাজা ওরফে নামিয়া, পাপ্পু এবং আরও এক দুষ্কৃতী বোমা ছোড়ার ঘটনায় যুক্ত বলে জানা গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এলাকা দখল বা ভাগ-বাটোয়ারা নিয়ে দু’পক্ষের মধ্যে রেষারেষি ছিল কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে। ওই ঘটনার সঙ্গে রমেশ বা নেপু-চিকুয়ার মতো দুষ্কৃতীদের যোগ রয়েছে, কিনা তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।
কয়েক দিন আগে রিষড়ার পি টি লাহা স্ট্রিটে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে গুলি করে দুষ্কৃতীরা। রিষড়ারই বাটা গলিতেও গুলি চলে। শ্রীরামপুর এবং রিষড়ার দু’টি জুটমিল-লাগোয়া এলাকায় দুষ্কৃতীরা ‘আসর জমায়’ বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। পুলিশ অবশ্য জানিয়েছে, দিনে-রাতে নিয়মিত ভাবে এলাকায় টহল দেওয়া হয়। তদন্তকারী এক অফিসারের দাবি, “পুলিশের চাপে দুষ্কৃতীদের কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। বিচ্ছিন্ন ভাবে যে দু’একটি ঘটনা ঘটছে, তা বন্ধ করতে পুলিশ সচেষ্ট রয়েছে।” |
|
|
|
|
|