ছ’দিন ধরে এয়ার ইন্ডিয়ার অচলাবস্থা চলার পর অবশেষে কিছুটা হলেও আশার আলো দেখা দিল। আজ দিল্লিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন ধর্মঘটী পাইলটরা। বিমান সংস্থা সূত্রে খবর, আজ ধর্মঘট চললেও আগামী দু’-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এর মধ্যেই ইন্ডিয়ান এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়ার সংযুক্তিকরণের পরও আশানুরূপ উন্নতি হয়নি বলে অভিযোগ করলেন বিমানমন্ত্রী অজিত সিংহ। ইন্ডিয়ান এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়া মিলে তৈরি হয় এয়ার ইন্ডিয়া। এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অজিত বলেন, “সংযুক্তিকরণের পরও পরিকল্পনামাফিক কাজ এগোয়নি। অনেক ভুল থেকে গিয়েছে। আমার কাজ বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এয়ার ইন্ডিয়ার উন্নতির জন্য কাজ করা।” এয়ার ইন্ডিয়ার বিবিধ সমস্যা দূরীকরণে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি এন ধর্মাধিকারির নেতৃত্বাধীন চার সদস্যের কমিটি একটি রিপোর্ট দিয়েছে। অজিত সিংহ জানান, ধর্মাধিকারি রিপোর্টে সুপারিশ করা প্রস্তাবগুলি কী ভাবে কার্যকর করা যায়, তা-ও ভেবে দেখতে হবে। সংযুক্তিকরণের পর আশানুরূপ উন্নতি না হওয়ার দায় কি কর্তৃপক্ষেরই? অজিত সিংহের জবাব, আমরা এখানে প্রাক্তন ও বতর্মান কর্তৃপক্ষের দোষ ধরতে বসিনি। আমাদের প্রাথমিক লক্ষ্য এয়ার ইন্ডিয়াকে চাঙ্গা করা।” বেসরকারিকরণের জন্যই এয়ার ইন্ডিয়াকে চাঙ্গা করা হচ্ছে? এখনই সেই রকম কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অজিত সিংহ। ধর্মঘটের ফলে আজও ২০টি আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়। এয়ার ইন্ডিয়ার এক কর্তা বলেন, “পাইলটদের ধর্মঘটে দিল্লি-মুম্বই থেকে আমাদের আজ ২০টি আন্তর্জাতিক উড়ান বাতিল করতে হয়েছে।” এর ফলে অব্যাহত রয়েছে যাত্রী-দুর্ভোগও। উড়ান বাতিলের ফলে বিপাকে পড়েন প্রায় শ’খানেক যাত্রী। তাঁদের অভিযোগ, উড়ান বাতিল হলেও তাঁদের টিকিটের পয়সা ফেরত দেওয়া হয়নি। |