বিধাননগর সরকারি কলেজের ছাত্র-শিক্ষকদের সঙ্গে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে ওড়িশায় পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চন্দননগর কলেজের এক শিক্ষক। রবিবার বিকেলে দুর্ঘটনা ঘটে জলেশ্বর ও বালেশ্বরের মধ্যে বস্তা নামে একটি জায়গায়। কলেজ সূত্রের খবর, মৃত শিক্ষকের নাম সত্য বর্মন। আহত হন বিধাননগর কলেজের এক শিক্ষক, কয়েক জন ছাত্র এবং তাঁদের গাড়ির চালক। গাড়িচালকের অবস্থা আশঙ্কাজনক। তবে বাকিরা বিপন্মুক্ত বলে রাতে জানান দলের এক শিক্ষক।
বিধাননগর কলেজ সূত্রের খবর, গত ১০ মে প্রাণিবিদ্যা বিভাগের কয়েক জন ছাত্রকে নিয়ে দু’জন শিক্ষক ও দু’জন শিক্ষাকর্মী চারটি টাটা সুমোয় চাঁদিপুরে শিক্ষামূলক ভ্রমণে যান। তাঁদের সঙ্গে যোগ দেন চন্দননগর কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক সত্যবাবুও। দলের অন্যতম সদস্য, বিধাননগর কলেজের শিক্ষক অনুপ দত্ত রাতে জানান, ভ্রমণ সেরে এ দিন তাঁরা ফিরছিলেন। বেলা সাড়ে ৩টে নাগাদ বস্তা-য় একটি লরির সঙ্গে সত্যবাবুদের গাড়িটির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান সত্যবাবু। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর বাড়িতে খবর দেওয়া হয়। ওই শিক্ষকের পরিবারের লোকজন ঘটনাস্থলে রওনা হয়ে যান রাতেই।
রাত ১১টা নাগাদ ফোনে যোগাযোগ করা হলে অনুপবাবু বলেন, “আহতদের নিয়ে খড়্গপুরের দিকে যাচ্ছি।” বিধাননগর কলেজের অধ্যক্ষ প্রবীর দাস বলেন, “ওই গাড়িতে ছিলেন আমাদের কলেজের শিক্ষক প্রবাল দত্ত এবং কয়েক জন ছাত্রও ছিলেন। তাঁদের সকলেই কমবেশি আহত হয়েছেন।”
দুর্ঘটনার খবর পেয়েই ভ্রমণে যাওয়া পড়ুয়াদের পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। দলের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তাঁরা। ঘটনাস্থলে থাকা ছাত্র ও শিক্ষকদের সঙ্গে ফোনে কথা বলেন বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীও। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। |