নিয়মমাফিক গাড়ি পরীক্ষা করছিল পুলিশ। আর তাতেই ধরা পড়ে গেল কলকাতার লোহা পাচার চক্রের এক পাণ্ডা-সহ তিন জন। ম্যানহোলের চোরাই ঢাকনা (প্রায় তিন টন)-য় ভর্তি একটি লরি আটক করা হয়েছে।
পুলিশ জানায়, রবিবার বিকেলে গরফা থানা এলাকার ঝিল রোড থেকে অনিল নস্কর ওরফে হাসা, রামচন্দ্র বেরা ও অর্জুন ভাটিয়া নামে তিন জনকে গ্রেফতার করা হয়। যাদবপুর এলাকার বাসিন্দা হাসা-ই মহানগরীর লোহা পাচার চক্রের পাণ্ডা। রামচন্দ্র মানিকতলা এলাকায় চোরাই লোহা কেনাবেচার কারবার করে। অর্জুন আটক লরিটির চালক।
ঝিল রোডে গাড়ি পরীক্ষার সময় লরিটিকে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ সূত্রের খবর, থামতে বলা সত্ত্বেও চালক প্রথমে লরি দাঁড় করায়নি। জোর করে লরি থামাতে গিয়ে আহত হন প্রদীপ বন্দ্যোপাধ্যায় নামে এক পুলিশকর্মী। এক পুলিশ অফিসার জানান, লরি আটকানোর পরেও পুরো বিষয়টি বোঝা যায়নি। অজুর্নকে পাকড়াও করতেই সে চালকের পিছনের আসনে বসে থাকা রামচন্দ্র এবং অনিলকে দেখিয়ে দেয়। তাদের জিজ্ঞাসাবাদ করার পরেই ঘটনার গুরুত্ব বুঝতে পারে পুলিশ।
তদন্তকারীরা জানান, শহরের বিভিন্ন প্রান্তে ম্যানহোলের ঢাকনা চুরি করে রামচন্দ্রের কাছে বেচত অনিল। এ বিষয়ে কিছু দিন ধরেই পুলিশের কাছে অভিযোগ আসছিল। কিন্তু পুলিশ এত দিন হাসা-র খোঁজ পায়নি। |