প্রায় বছর দু’য়েক আগে রামপুরহাট স্টেশনে তৈরি হয়েছিল মাল্টি ফাংশনাল কমপ্লেক্স। কিন্তু সেগুলি আজও ফাঁকা পড়ে আছে। উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে ক্রমশ জীর্ণ হয়ে পড়া ওই ঘরগুলি সুলভ মূল্যে স্থানীয় বেকারদের মধ্যে বিলির দাবি তুলল জেলা রেলওয়ে কমিটি (যার বর্তমান নাম লাভপুর রেলওয়ে যাত্রী কল্যাণ সমিতি)। রবিবার সংগঠনের রামপুরহাট শাখার সদস্যেরা ওই দাবি-সহ বিভিন্ন দাবিতে রামপুরহাট স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি দেন।
সংগঠনের সাধারণ সম্পাদক অভিজিত মণির অভিযোগ, “এমনিতেই মাল্টি ফাংশনাল কমপ্লেক্স বলতে যা বোঝায় সেই ধরনের কোনও পরিকাঠামো রামপুরহাট স্টেশনে রেল কর্তৃপক্ষ নির্মাণ করেনি। যা হয়েছে তাও দু’বছর ধরে পড়ে রয়েছে। ওই ঘরগুলি বিলির ব্যাপারে রেল কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন।” তাঁর দাবি, “রেল কর্তৃপক্ষ স্থানীয় বেকার যুবকদের সুলভ মূল্যে ওই ঘরগুলি দেওয়ার ব্যবস্থা করুক।” এ ছাড়াও তাঁরা রামপুরহাট স্টেশনে বন্ধ থাকা ক্যান্টিন চালু করা, ১ ও ২ নম্বর প্লাটফর্ম সংযোগকারী ফুট ওভারব্রিজের কাজ অবিলম্বে শেষ করা, ৪ ও ৫ নম্বর প্লাটফর্মের কাজ শুরু করা, ফটক দুয়ারে ওভারব্রিজ বা সাবওয়ে তৈরি করে স্লিপার কারখানা পর্যন্ত রাস্তা সংস্কার, স্টেশনের বাইরে পানীয় জল, সুলভ শৌচাগার নির্মাণ প্রভৃতির দাবি জানায়। রামপুরহাট স্টেশন ম্যানেজার দেবাশিস মুখোপাধ্যায় বলেন, “মাল্টি ফাংশনাল কমপ্লেক্স এবং ক্যান্টিনের বিষয়টি আমার এক্তিয়ারভুক্ত নয়। এ ব্যাপারে যা বলার কমার্শিয়াল বিভাগ বলবে।” তবে অন্যান্য দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দিয়েছেন দেবাশিসবাবু। |