স্কুলের মধ্যে পড়ুয়াদের সামনে এক শিক্ষককে কুপিয়ে খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হল পাঁচ ভাই ও তাঁদের এক আত্মীয়ের। শুক্রবার এই রায় ঘোষণা করেন পুরুলিয়া আদালতের অতিরিক্ত দায়রা বিচারক তপনকুমার দাস। মামলার সরকারি কৌঁসুলি পঙ্কজ গোস্বামী জানিয়েছেন, ১৯৯৮ সালের ১৩ জুলাই খুনের ঘটনাটি ঘটেছিল বাঘমুণ্ডি থানার শিখরডি গ্রামে। স্কুলের মধ্যে প্রধান শিক্ষক অবোধসরণ গোপকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়। তাঁর ধড় থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছিল। তাঁর ছেলে মনোজকুমার গোপ পুলিশের কাছে ওই থানারই সখাডি গ্রামের জগেন গোপ, বদ্রু গোপ, যিশু গোপ, ষষ্ঠী গোপ, অজিত গোপ, ও তাঁদের আত্মীয় আশাধন গোপের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। ওই শিক্ষকের পুকুরে মাছ ধরা নিয়ে গোলমালের জেরেই এই খুন। স্কুলের পড়ুয়ারাও মামলায় সাক্ষী দিয়েছিল। বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০০ টাকা করে জরিমানা ধার্য করেন।
|
ছাত্রের মৃত্যু, ধৃত শিক্ষক |
পুকুরে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় তার বাবার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। নিতুড়িয়ার ভামুরিয়া শশীমুখ হাইস্কুলের প্রধান শিক্ষক সনাতন মাজিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। শুক্রবার রঘুনাথপুর আদালতে তাঁকে তোলা হলে বিচারক তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। বৃহস্পতিবার দুপুরে স্কুলের অদূরে পুকুরে স্নান করতে যাওয়া ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র দেবজিৎ মুর্মুর (১১) মৃত দেহ ভেসে ওঠে। সে স্কুলের আদিবাসী ছাত্রাবাসে থাকত। ঘটনার পরে স্কুলে স্নানের জলের সঙ্কটের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃত ছাত্রের অভিভাবক, পড়শি, ও আদিবাসী জনজাগরণ মঞ্চ। মৃত ছাত্রের বাবা ফুলন মুর্মু রাতে পুলিশের কাছে ছেলের মৃত্যুর জন্য স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেন। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক দেবাশিস সরকার বলেন, “প্রধান শিক্ষককে দায়ী করা ঠিক নয়। জলের সমস্যার মেটানোর জন্য স্কুল শিক্ষা দফতর ও প্রশাসনকে বহুবার জানানো হয়েছে। স্থায়ী হোস্টেল সুপার না থাকায় ছাত্রদের উপর নজর রাখার ক্ষেত্রেও সমস্যা রয়েছে।”
|
এক ইটাভাটা শ্রমিককে খুন করার অভিযোগে ওই ইটভাটা মালিকের ভাইকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম চিত্তরঞ্জন গড়াই। মানবাজার থানার মহড়া গ্রামে তার বাড়ি। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ওই গ্রামের ইটভাটায় মধুসূদন মাহাতো-র (৩৫) গলায় দড়ির ফাঁস দেওয়া দেহ মেলে। দেহটির ময়নাতদন্ত করার পরে পুলিশ জানতে পারে, তাঁকে খুন করা হয়েছে। মধুসূদনবাবু ও তাঁর স্ত্রী ওই ইটভাটায় কাজ করতেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সেখানে কাজ করা নিয়ে কোনও গোলমালের জেরেই মধুসূদনবাবুকে খুন করা হয়েছে। তাঁর দাদা বুদ্ধেশ্বর মাহাতো-র অভিযোগ, “চিত্তরঞ্জনই আমার ভাইকে খুন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল। পুলিশকে আমার সন্দেহের কথা জানিয়েছিলাম।”
|
ইন্দ্রবিল স্টেশনে গড়বেতা-হাটিয়া প্যাসেঞ্জার ট্রেনটি দাঁড় করানোর দাবিতে আদ্রার ডিআরএমের কাছে স্মারকলিপি দিল নিত্যযাত্রী সমিতি। শুক্রবার ইন্দ্রবিল স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন আদ্রার ডিআরএম অমিতকুমার হালদার ও রেলের আধিকারিকেরা। তাঁদের সামনে পেয়ে নিত্যযাত্রী সমিতি দাবি করে, আপ ও ডাউন গড়বেতা-হাটিয়া প্যাসেঞ্জার ট্রেনগুলিকে ওই স্টেশনে থামাতে হবে। রেল কর্তৃপক্ষ দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
|
স্কুলের পাশে বহুতল গড়া চলবে না। এই দাবিতে শুক্রবার পুরুলিয়া চিত্তরঞ্জন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা মিছিল করে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিলেন। প্রধান শিক্ষিকা মৌলিশ্রী দাস বলেন, “আমাদের স্কুলের কাছেই একটি বহুতল গড়ে তোলা হচ্ছে। এর ফলে নানা ভাবে স্কুলের পরিবেশ নষ্ট হবে।. নানা সমস্যাও হবে।” অতিরিক্ত জেলাশাসকের (উন্নয়ন) সবুজবরন সরকার বলেন, “স্মারকলিপি পেয়েছি। বিষয়টি দেখা হবে।”
|
শুক্রবার দুপুরে বিষ্ণুপুর শহরের রসিকগঞ্জ বাসস্ট্যান্ড লাগোয়া একটি ওষুধ দোকানে আগুন লাগল। খবর পেয়ে দমকলকর্মীরা একটি ইঞ্জিন নিয়ে গিয়ে কিছু ক্ষণের মধ্যেই আগুন আয়ত্তে আনেন। দমকল জানিয়েছে, দোকানের রেফ্রিজারেটর থেকে শট্সার্কিট হয়ে আগুন ছড়ায়। |