টুকরো খবর
জ্ঞানেশ্বরী মামলায় চার্জ-শুনানি হল না
শুক্রবারও মেদিনীপুর আদালতে জ্ঞানেশ্বরী মামলার চার্জগঠন সংক্রান্ত শুনানি হল না। এ দিনই এই শুনানি শুরুর কথা ছিল। কিন্তু মামলাটি বিশেষ দায়রা বিচারকের এজলাসে ওঠার পরেই অন্যতম অভিযুক্ত হিরালাল মাহাতোর আইনজীবী দাবি করেন, ঘটনার সময়ে তাঁর মক্কেল নাবালক ছিল। ‘প্রমাণ’ হিসেবে আদালতে অভিযুক্তের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডও জমা দেওয়া হয়। বিচারক বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান। অন্য দিকে, আলতাব হোসেন ও অমিয় মাহাতো নামে অন্য দুই অভিযুক্ত খালাসের আবেদন দাখিল করেন। তাঁদের বক্তব্য, এই মামলার সঙ্গে তাঁরা যুক্তই নন। তাই মামলা থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হোক। পুলিশ তাঁর যে মোটরবাইকটি বাজেয়াপ্ত করেছিল, সে-টিও ফেরত চেয়ে আদালতের কাছে আবেদন করেন অমিয়। বিচারক পার্থপ্রতিম দাস আগামী ২৩ মে মামলার পরবর্তী দিন ধার্য করেন। জ্ঞানেশ্বরী নাশকতা-কাণ্ডে মোট ২৩ জনের নামে চার্জশিট পেশ করে সিবিআই। ২১ জন গ্রেফতার হন। তাঁদের মধ্যে এক জন শুধু জামিনে মুক্ত। সিবিআইয়ের আইনজীবী পার্থ তপস্বী বলেন, “আমরা চাই, দ্রুত মামলার বিচার শুরু হোক।”

‘মাওবাদী’দের বিরুদ্ধে চার্জগঠন
খেজুরির সাতখণ্ড থেকে ২০১০-র মে মাসে মাওবাদী কার্যকলাপে জড়িত সন্দেহে ধৃত ৭ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, বেআইনি কার্যকলাপ নিরোধক আইন (ইউএপিএ), বিস্ফোরক আইনের ধারায় কাঁথি আদালতে চার্জগঠন হল বৃহস্পতিবার। কাঁথি ফাস্ট-ট্র্যাক থার্ড-কোর্টের বিচারক উৎপল মিশ্র আগামী ২১ জুন এই মামলায় সাক্ষগ্রহণের দিন ধার্য করেছেন। অভিযুক্ত ৭ জন হলেন মধুসূদন মণ্ডল, রাধেশ্যাম দাস, সিদ্ধার্থ মণ্ডল, লুৎফর রহমান, সৌমেন মণ্ডল, সঞ্জয় দাস ও শতরূপা দাস।

পাঁশকুড়ায় শুভেন্দুর কর্মিসভা
নিজস্ব চিত্র।
পুরভোটের প্রস্তুতি সারতে শুক্রবার পাঁশকুড়ার কমিউনিটি হলে কর্মিসভা করলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। সেখানে ‘অপহরণে’র অভিযোগ প্রসঙ্গে কংগ্রেসকে বিঁধে শুভেন্দু বলেন, “তিন বার আলোচনায় বসলেও ওরা জোট করেনি। কারণ গোপনে ওরা সিপিএমের সঙ্গে আঁতাত করেছে। আর এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।”

পাঁশকুড়ায় কর্মিসভা
আসন্ন পুরভোটের প্রস্তুতি সারতে শুক্রবার পাঁশকুড়ায় কর্মিসভা করলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। স্থানীয় কমিউনিটি হলে এই কর্মিসভায় কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করে হলদিয়ায় কংগ্রেস এজেন্ট, প্রার্থীর স্বামী ‘অপহরণে’র প্রসঙ্গে শুভেন্দু বলেন, “তিন বার আলোচনায় বসলেও কংগ্রেস জোট করেনি। সিপিএমের সঙ্গে আঁতাত করে এখন মিথ্যা অভিযোগ করছে।”

আলোচনাসভা
উপকূলীয় নিরাপত্তা ও মৎস্যজীবীদের আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে বৈঠক হল রামনগর থানার দাদনপাত্রবাড় মৎস্যখটিতে। বৃহস্পতিবারের ওই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ অফিসার ইন্দ্রজিৎ বসু, রামনগর থানার ওসি সুদীপ বন্দ্যোপাধ্যায়, মৎস্য দফতরের প্রতিনিধি কিরণ ধাড়া, মৎস্যজীবী নেতা শ্রীকৃষ্ণ দাস ও উপকূল রক্ষী বাহিনীর প্রতিনিধিরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.