|
|
|
|
জমি নিয়ে জট, অবস্থান-বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
জমির মালিকের অগোচরেই ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের নথিতে জমির মালিকানা পরিবর্তন হয়ে গিয়েছে বলে অভিযোগ। নথি সংশোধন ও গোটা ঘটনার তদন্তের দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পটাশপুর ২ বিএলএলআরও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ দেখালেন ‘প্রকৃত’ জমি মালিকেরা। নেতৃত্ব দেন কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক ভার্গবেন্দ্রনাথ জানা ও ব্লক সভাপতি সীতারাম পাহাড়ি। গণ্ডগোলের খবর পেয়ে ব্লক অফিসে আসেন এগরা মহকুমার ভারপ্রাপ্ত ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক রাধগোবিন্দ চক্রবর্তী। তিনি ও ব্লক আধিকারিক কার্তিকচন্দ্র মল্লিক গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিলে গণ্ডগোল মেটে। কার্তিকবাবু বলেন, “ভুল করে এটা হতে পারে, আবার কেউ ইচ্ছাকৃত ভাবেও এটা করে থাকতে পারে। সবকিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” পটাশপুর ২ ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকার দেউলবাড় গ্রামের বাসিন্দা তারিণী জানা ও অবনীশ নন্দগোস্বামী-সহ ন’জনের মোট ৩ একর ৭৩ ডেসিমেল চাষ, বাস্তু জমি বছর ন’য়েক আগে ওই গ্রামেরই বাসিন্দা প্রয়াত পরমেশ্বর জানার নামে নথিভুক্ত হয়েছে বিএলএলআরও রেকর্ডে। বিষয়টি জানা ছিল না কারও। সম্প্রতি তারিণী জানার এক ছেলে তাঁদের জমির চরিত্র পরিবর্তন করার জন্য ভূমি দফতরে আবেদন করলে বিষয়টি জানাজানি হয়। ভূমি ও ভূমি সংস্কার দফতরে এই নিয়ে অভিযোগ জানানোর পরেও কাজ না হওয়ায় এ দিন অবস্থান-বিক্ষোভ করেন ওই পরিবারের লোকজন। ব্লক ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক বলেন, “১৫ মে জমির সরেজামিন তদন্ত করা হবে। পরদিন শুনানির জন্য উভয়পক্ষকে ডাকা হয়েছে। আলোচনার পরেই বিষয়টি পরিষ্কার হবে।” |
|
|
|
|
|