‘আত্মহত্যায় প্ররোচনা’, ধৃত স্বামী, শ্বশুর-শাশুড়ি
নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর |
বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে ঝুলন্ত অবস্থায় ওই বধূর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের ছুটিপুর গ্রামে। পুলিশ জানায়, মৃতার নাম রিম্পা ঘোষ (২৫)। তদন্তকারীদের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই শোওয়ার ঘরের সিলিং পাখা থেকে গলায় শাড়ির ফাঁস দিয়ে ঝুলে পড়েন ওই বধূ। তাঁর দেহ শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর পাঁচেক আগে তারকেশ্বরের বাসিন্দা রিম্পার সঙ্গে ছুটিপুর গ্রামের গোপীনাথ ঘোষের বিয়ে হয়। তাঁদের বছর তিনেকের একটি ছেলে আছে। গোপীনাথ সিঙ্গুরের বাগডাঙা-ছিনামোড় পঞ্চায়েতের কর্মী। মৃতার মেশোমশাই ধনঞ্জয় ঘোষ বলেন, “দীর্ঘদিন ধরেই স্বামী, শ্বশুর এবং শাশুড়ি রিম্পার উপর অত্যাচার চালাতেন। সে জন্যই ও আত্মঘাতী হয়েছে।” রিম্পার বাপের বাড়ির তরফে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের হয়। তারই ভিত্তিতেই মৃতার স্বামী, শ্বশুর আশু এবং শাশুড়ি কমলা ঘোষকে পুলিশ গ্রেফতার করে।
|
রবীন্দ্রজয়ন্তীতে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর ও তারকেশ্বর |
গত মঙ্গলবার শ্রীরামপুর মহকুমার বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালিত হয়। উত্তরপাড়া থানার তরফে বিশেষ ওই দিনটিকে পালন করা হয়। বর্ণাঢ্য প্রভাত ফেরি বের করা হয়। জয়কৃষ্ণ সাধারণ গ্রন্থাগারের সামনে থেকে ওই শোভাযাত্রা আরম্ভ হয়। শহরের বিভিন্ন ক্লাব-সংগঠন তাতে সামিল হয়। সন্ধ্যায় উত্তরপাড়া সঙ্গীতচক্র ভবনে ‘রবীন্দ্র অঞ্জলী’ অনুষ্ঠান হয়। সেখানে সঙ্গীত এবং আবৃত্তি পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন চিত্রকর সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অনুপ ঘোষাল, প্রবীন আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায়, উত্তরপাড়া থানার আই সি অসিত সাউ, প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ প্রমুখ। শ্রীরামপুরে গঙ্গার ধারে সংগঠনের প্রতিষ্ঠিত রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে প্রভাতী অনুষ্ঠান করে সুরাঙ্গন অভিজ্ঞান। গান এবং আবৃত্তি পরিবেশিত হয়। সন্ধ্যায় সংগঠনের জগবন্ধু মঞ্চে ‘কবিপ্রণাম’ অনুষ্ঠান হয়। শ্রীরামপুরের নৃত্যমঞ্জুরী ২৫শে বৈশাখ বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করে। অন্য দিকে, শুক্রবার তারকেশ্বরের তালপুকুর পাঠশালা নামে উচ্চ বিদ্যালয়ে রবীন্দ্র জন্মোৎসব পালিত হয়েছে। |