নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর |
মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনের রাজ্য সফর গোটা দেশের পক্ষেই ‘ক্ষতিকারক’ বলে আশঙ্কা প্রকাশ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
শুক্রবার হাওড়ার শ্যামপুরে এক সভায় এসেছিলেন সূর্যবাবু। তাঁর বক্তব্য, হিলারির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪৫ মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেছেন। যা নিয়ে রাজ্যবাসী এখনও অন্ধকারে। বিরোধী দলনেতার মতে, ওই বৈঠকে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে মার্কিন লগ্নি নিয়ে দু’জনের কথা হয়েছে। ইরান থেকে ভারত তেল আমদানি করুক, তা-ও চায় না আমেরিকা। এই বিষয়টিও আলোচনায় উঠে আসে। |
এ সবই দেশের পক্ষে ‘ক্ষতিকারক।’ রাজ্যে সাম্প্রতিক নানা ঘটনা নিয়ে সরকারের সমালোচনা করেন সূর্যবাবু। ঋণের দায়ে কৃষক আত্মহত্যার যে অভিযোগ উঠেছে গত কয়েক মাসে, তা নিয়ে সূর্যবাবু বলেন, “বিধানসভা ভোটের পর থেকে রাজ্যে ৬৪ জন আত্মঘাতী হয়েছেন। এ নিয়ে প্রশাসন নির্বিকার। আমি নিজে মুখ্যমন্ত্রীকে বিষয়টি বলি। উনি বলেন, এক জন মাত্র কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নামও মনে করতে পারেননি মুখ্যমন্ত্রী।” রাজ্যে একের পর এক বিরোধী শ্রমিক সংগঠনগুলি তৃণমূল ‘দখল’ করে নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ দিন শ্যামপুরে নিহত সিপিএম কর্মী শেখ রহমানের বাড়িতে যান সূর্যবাবু। ক’দিন আগেই খুন হয়েছিলেন ওই সিপিএম কর্মী। এই ঘটনায় অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সে কথা অবশ্য মানতে চাননি তৃণমূলের স্থানীয় নেতারা। এ দিন শেখ রহমানের পরিবারের হাতে দলের তরফে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন সূর্যবাবু। |