নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
শুক্রবার দুপুরে আরামবাগ শহরের ১৩ নম্বর ওয়ার্ডের আজাদপল্লিতে একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। বেশ কয়েক ভরি সোনার গয়না, কয়েক হাজার নগদ টাকা চুরি গিয়েছে বলে থানায় অভিযোগ জানিয়েছেন গৃহকর্তা রামপদ কোনার। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রামপদবাবু আরামবাগ বয়েজ হাইস্কুলের শিক্ষক। তাঁর স্ত্রী চন্দ্রাদেবী খানাকুলের হেলান স্কুলের প্রধান শিক্ষিকা। প্রতি দিন সকাল খাওয়া-দাওয়া সেরে বেরিয়ে পড়েন শিক্ষক-দম্পতি। এ দিনও নিয়মের গরমিল হয়নি। |
১০টা নাগাদ বাস ধরেন চন্দ্রাদেবী। স্কুলে চলে যান রামপদবাবুও। তাঁদের মেয়ে প্রচেতা টিউশন পড়তে বেরিয়েছিল সকালে। বেলা ১টা নাগাদ সে ফিরে দেখে, দরজার তালা ভাঙা। আলমারিও হাট করে খোলা। দোতলা বাড়ির সব ক’টি ঘর তছনছ করা হয়েছে। ফোনে তিনি খবর দেন বাবা-মাকে।
রামপদবাবুর অনুমান, বেলা পৌনে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যেই হানা দিয়েছিল দুষ্কৃতীরা। আশপাশে আরও কিছু বাড়ি আছে। তাঁরা কেউ কিছু টের পাননি। যদিও রামপদবাবুর যুক্তি, তাঁর বাড়ির দরজা আশপাশ থেকে ভাল মতোই চোখে পড়ে। শাবল-জাতীয় কিছু দিয়ে মূল দরজার তালা ভাঙা হয়েছিল। তা কারও চোখে পড়ল না কী ভাবে, তা নিয়ে ‘বিস্মিত’ গৃহকর্তা। একই সঙ্গে পুরো পরিস্থিতি নিয়ে আতঙ্কও গোপন করেননি তিনি। |