ছেলে কার্তির যে বিবৃতিকে অস্ত্র করে গত কাল লোকসভায় আত্মরক্ষার পথ খুঁজেছিলেন পি চিদম্বরম, বিজেপি আজ সেটিকেই পাল্টা হাতিয়ার করে আক্রমণ শানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে।
আজ অধিবেশন শুরু হতেই বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ বলেন, সংসদে মন্ত্রী ও সদস্যদের এক্তিয়ার। চিদম্বরম কোন নিয়মে নিজের ছেলের বিবৃতি পড়ে শোনালেন, তা জানা প্রয়োজন। সুষমার দাবি, নিজের পরিবারের
লোকের বিবৃতি সংসদে পড়ে নজির গড়লেন মন্ত্রী। আর নিজের বক্তব্য বলতে স্বরাষ্ট্রমন্ত্রী শুধু বিরোধীদের উপদেশ দিয়েই ক্ষান্ত হয়েছেন। সংসদের এই অবমাননার বিহিত চাই। জবাবে সংসদীয় মন্ত্রী পবন বনশল যুক্তি দেন, চিদম্বরমকে আক্রমণের সময় কোনও নোটিস দেওয়া হয়নি। কিন্তু তিনি অনুমতি নিয়েই ছেলের বিবৃতি পড়েছেন। আর সেটা তাঁকে করতে হয়েছে, কারণ কার্তিকেও আক্রমণ করেছিল বিজেপি।
কিন্তু মন্ত্রীর এই বক্তব্যে সন্তুষ্ট হয়নি বিজেপি। দলের নেতা শাহনওয়াজ হুসেন বলেন, প্রথমত চিদম্বরম নিজের বিরুদ্ধে অভিযোগের স্পষ্ট জবাব দেননি, ছেলের বিবৃতিকেই হাতিয়ার করেছেন। সংসদে পৌঁছতে এক-এক জন সাংসদকে কত কাঠখড় পোড়াতে হয়। কিন্তু সে সব করার আগেই কার্তির বিবৃতি দিব্যি লোকসভার রেকর্ডে ঢুকে গেল। বিজেপি নেতৃত্ব জানান, আজও সংসদে বিষয়টি নিয়ে তাঁরা সরব হওয়ার কৌশল নিয়েছিলেন। কিন্তু সরকারের শরিক ও সহযোগী দলগুলি পাঠ্য বইয়ে অম্বেডকরের কার্টুনের বিষয়টি নিয়ে হইচই করে সংসদ মুলতুবি করে দেয়। সোমবার ফের বিষয়টি তুলবে বিজেপি। |