|
|
|
|
জোট হলই না কংগ্রেস-তৃণমূলের |
মনোনয়ন প্রত্যাহার করল ফব |
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
শরিকদের মধ্যে দ্বন্দ্ব মেটাতে অবশেষে নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিল ফরওয়ার্ড ব্লক। তবে এই ওয়ার্ডে প্রার্থী দেওয়া নিয়ে ফব-র সঙ্গে যাদের বিরোধ বেধেছিল সেই সমাজবাদী পার্টি ৭ ও ১১ নম্বর ওয়ার্ড থেকে মনোনয়ন প্রত্যাহার করেনি। শুক্রবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
এ দিন বাম শরিকদের মধ্যে দ্বন্দ্ব কতটা মিটল তা নিয়ে রাজনৈতিক মহলে যেমন প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি পুরভোটে কংগ্রেস ও তৃণমূল জোট নিয়ে যে প্রশ্ন ছিল, তার উত্তর মিলেছে। কংগ্রেস বা তৃণমূল কেউই প্রার্থী প্রত্যাহার করেনি। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “জোট করার দায়িত্ব কংগ্রেসের। আমরা ১৫টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছি, সব কটিতে জিতব।” কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির কটাক্ষ, “গত পুরসভা ভোটে কংগ্রেস প্রার্থী বিদায়ী পুরপ্রধান বিপ্লব ওঝারা তো তৃণমূলকে হারিয়ে জিতেছিলেন। আজ তাঁরা তৃণমূলে গিয়ে বড় বড় কথা বলছেন।”
অন্য দিকে, শরিকি ‘দ্বন্দ্ব’ প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক দিলীপ গঙ্গোপাধ্যায় বলেন, “সমাজবাদী পার্টি বামফ্রন্টের নতুন শরিক। সে ক্ষেত্রে নলহাটিতে তারা মনোনয়ন প্রত্যাহার না করলেও অসুবিধা নেই।” তাঁর যুক্তি, “গতবারও সোস্যালিস্ট দল বামফ্রন্ট প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থী দিয়ে লড়াই করেছিল। এ বারও হবে। তবে বাম ঐক্য বজায় রেখে আলোচনার মাধ্যমে যদি কিছু করা যায় সেই চেষ্টা চালানো হবে।”
প্রসঙ্গত, আসন রফা নিয়ে সমাজবাদী পার্টির সঙ্গে বিবাদ মূলত সিপিএমের হলেও ৮ নম্বর ওয়ার্ডে (এই সমাজবাদী পার্টির জন্য ছাড়া হয়েছিল) প্রার্থী দাঁড় করানো নিয়ে ফব-র সঙ্গে বাদানুবাদ হয় সমাজবাদী পার্টির। বিবাদ এতটাই গড়ায় যে, ৭ ও ১১ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের তরফে সিপিআই ও সিপিএমের প্রার্থী থাকলেও সেখানে পাল্টা প্রার্থী দেয় সমাজবাদী পার্টি। সমাজবাদী পার্টির জেলা সভাপতি তানসের আলির অভিযোগ, “বাম ঐক্য বজায় রাখতে অন্য শরিক নেতাদের ডেকে জেলাস্তরে বা নলহাটি পুরভোটের জন্য স্থানীয় দলীয় প্রার্থীদের নিয়ে আলোচনা হয়েছে। অথচ আমাকে সেই আলোচনায় ডাকা হয়নি। সেই জন্য দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে ৭ ও ১১ নম্বর ওয়ার্ডে প্রার্থী দেওয়া হয়েছে।” অন্য দিকে, ফব-র জেলা সম্পাদক দীপক চট্টোপাধ্যায় বলেন, “আমাদের তিনটি ওয়ার্ড দেওয়া হয়েছিল। তার পরেও আমরা ৮ নম্বর ওয়ার্ডে বরাবর প্রার্থী দিয়ে আসছি। তাই এ বারও প্রার্থী দিয়েছিলাম। বাম ঐক্য বজায় রাখতে প্রার্থী তুলে নিলেও ৮ নম্বর ওয়ার্ডের দাবিদার ছাড়ব না। তবে নির্বাচনে বামপ্রার্থীকে সমর্থন করব।” |
|
|
|
|
|