|
|
|
|
পশ্চিমে জেলা পরিষদের রবীন্দ্র স্মরণ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর ও ঝাড়গ্রাম |
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে রবীন্দ্র-স্মরণ হল বুধবার। বিকেলে জেলা পরিষদ হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি অন্তরা ভট্টাচার্য, পূর্ত কর্মাধ্যক্ষ শিশির মহাপাত্র, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, আলোকবরণ মাইতি প্রমুখ। শহরের একাধিক সাংস্কৃতিক সংস্থার ছাত্রছাত্রীরা যেমন বুধবারের অনুষ্ঠানে যোগ দেন, তেমন জেলা পরিষদের কর্মীদের পরিবারের ছেলেমেয়েরাও এতে যোগ দেয়। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে। বাঁশির সুরে অন্য আবহ তৈরি করেন শিল্পী রঞ্জন জানা। অন্য দিকে, দিশা স্পোটর্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগেও কবি-প্রণামের আয়োজন করা হয়ে গড়বেতা থানা এলাকার দলদলিতে। সমবেত রবীন্দ্র নৃত্য, আবৃত্তি, সঙ্গীত এবং ‘দেবতার গ্রাস’ ও ‘তোতা কাহিনী’ এই দু’টি নাটকও মঞ্চস্থ করা হয়। ছিল ক্যুইজ প্রতিযোগিতার আয়োজনও। বলাকা নৃত্য গোষ্ঠীর উদ্যোগে খড়্গপুরের তালবাগিচায় রবীন্দ্রজয়ন্তী পালিত হল। দোদুল চৌধুরী ও শ্যামলী মিত্রর সঞ্চালনায় নাচ, গান আবৃত্তি, নৃত্যনাট্য মঞ্চস্থ হয়। |
|
পশ্চিমে জেলা পরিষদ হলে কবি-প্রণাম। — নিজস্ব চিত্র। |
কবিগুরুর জন্ম-সার্ধশতবর্ষে আয়োজিত দু’দিন ব্যাপী ‘রবীন্দ্রনাথের বিজ্ঞানচেতনা’ শীর্ষক প্রদর্শনী বুধবার শেষ হল ঝাড়গ্রাম মহকুমা তথ্যকেন্দ্রে। মঙ্গলবার, পঁচিশে বৈশাখ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল ঝাড়গ্রাম মহকুমা প্রশাসন। শহরের খুদে স্কুলপড়ুয়ারা প্রভাতফেরিতে সামিল হয়। পুরোভাগে ছিলেন মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা শেষে মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের সভাঘরে রবীন্দ্র-মূর্তির সামনে পরিবেশিত হন গান ও আবৃত্তি। মঙ্গলবার ঝাড়গ্রাম উপ-সংশোধনাগারেও রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়। সন্ধ্যায় মহকুমা প্রশাসনের উদ্যোগে তথ্যকেন্দ্রের সভাঘরে হয় কবি-প্রণাম। ‘আমি কান পেতে রই’ শীর্ষক আলেখ্য পরিবেশন করে ঝাড়গ্রামের ‘কথাকৃতি’ সংস্থা। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন নারায়ণ রায়চৌধুরী। সবশেষে সত্যজিৎ রায়ের ‘রবীন্দ্রনাথ’ তথ্যচিত্রটি প্রদর্শিত হয়।
বেসরকারি উদ্যোগেও ঝাড়গ্রাম শহর ও মহকুমার বিভিন্ন এলাকায় রবীন্দ্র-স্মরণের আয়োজন ছিল। ‘দুরন্ত সোসাইটি’র উদ্যোগে সুসজ্জিত ট্যাবলো, নৃত্যগীত সহযোগে একটি শোভাযাত্রা শহর পরিক্রমা করে। ‘দুরন্ত’-এর উদোগে শহরের সুভাষ পার্কে হয় কবি-প্রণাম। লালগড়ে ‘সুস্বন’ সাহিত্য পত্রিকা দফতরে মঙ্গলবার রবীন্দ্র সাহিত্য পাঠে যোগ দেন আয়োজক গোষ্ঠীর সদস্যরা। |
|
|
|
|
|