টুকরো খবর
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মনীষা মেট্যাকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত স্বরূপ মাইতির সাত দিনের পুলিশি হেফাজত হল। মঙ্গলবার রাতে খড়্গপুর স্টেশন চত্বর থেকে স্বরূপকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তমলুক মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে পাঠান। গত ৭ এপ্রিল পরীক্ষা দিয়ে ফেরার পথে নন্দকুমার থানার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা মনীষা মেট্যাকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে স্বরূপ। স্থানীয় পুয়্যাদা গ্রামের যুবক স্বরূপ এরপর মোটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়। পুলিশ তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি।
আদালত চত্বরে স্বরূপ। — নিজস্ব চিত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, স্বরূপ পালিয়ে ওড়িশার পারাদ্বীপে চলে গিয়েছিল। মঙ্গলবার রাতে খড়্গপুর স্টেশনে ধরা পড়ে স্বরূপ। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছে স্বরূপ। মনীষার সঙ্গে তার সম্পর্ক ছিল বলে পুলিশকে জানিয়েছে সে। অন্যত্র পালিয়ে গিয়ে বিয়ে করার ইচ্ছা ছিল তার। সঙ্গে যেতে রাজি না হওয়ায় মনীষাকে খুন করে সে।

বৃদ্ধার অপমৃত্যু, ধৃত তিন
সম্পত্তির লোভে সত্তর বছরের এক বৃদ্ধাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল একমাত্র মেয়ে, জামাই ও নাতির বিরুদ্ধে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার পানিচিয়াড়ি গ্রামে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। মৃতা নীলিমা নন্দের মেয়ে গীতা রথ, ঘরজামাই বটকৃষ্ণ রথ ও নাতি মধূসুদনকে গ্রেফতার করেছে পুলিশ। এ দিন তিন জনকেই আদালতে তোলা হয়। মেয়ে-জামাইয়ের ১৪ দিনের জেল হেফাজত হলেও নাতি মধুসূদনকে ৪ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন বিচারক। পাড়া-প্রতিবেশীদের অভিযোগ, স্থাবর-অস্থাবর যাবতীয় সম্পত্তি তাঁর নামে লিখে দেওয়ার জন্য বেশ কিছু দিন ধরে দিদিমার উপরে চাপ দিচ্ছিল গীতার একমাত্র সন্তান মধুসূদন। নীলিমাদেবীর উপরে শারীরিক নির্যাতন চালাত বলেও অভিযোগ। মেয়ে জামাই ও নাতির অত্যাচার থেকে বাঁচতে বৃদ্ধা নীলিমাদেবী মাঝে-মধ্যেই প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিতেন। মঙ্গলবার প্রতিবেশীরা আচমকাই নীলিমাদেবীর মৃত্যু হয়েছে শুনে মেয়ে, জামাই ও নাতির উপরে চড়াও হন। সম্পত্তির লোভে বৃদ্ধাকে খুন করা হয়েছে অভিযোগে ওই তিন জনকে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। খবর পেয়ে মারিশদা থানার ওসি চম্পক রায়চৌধুরীর নেতৃত্বে পুলিশ গ্রামে গিয়ে তিন জনকে গ্রেফতার করে। বৃদ্ধার দেহ ময়না-তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অবস্থান-বিক্ষোভ
কাঁথিতে সিপিআই নেত্রী গীতা দাসকে মারধরের ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে ও জেলার বামপন্থী কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-অবস্থান করল সিপিআই-এর মহিলা সংগঠন ‘পশ্চিমবঙ্গ মহিলা সমিতি’। বুধবার দুপুর ১টা থেকে তমলুকের পুলিশ সুপারের অফিসের সামনে মহিলা সমিতির শতাধিক সমর্থক অবস্থানে বসেন। নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ মহিলা সমিতির রাজ্য সাধারণ সম্পাদিকা শ্যামশ্রী দাস, রাজ্য সভানেত্রী শেফালি ভট্টাচার্য ও জেলা সম্পাদিকা কল্যাণী কামিল্যা। উপস্থিত ছিলেন সিপিআই-এর জেলা সম্পাদক নিরঞ্জন ঘড়া। বিকেল ৪টা পর্যন্ত অবস্থান-বিক্ষোভের পর মিছিলও করেন তাঁরা।

ফিনাইল খেলেন বন্দি
ঝাড়গ্রাম উপ-সংশোধনাগারের শৌচাগারে ফিনাইল খেয়ে অসুস্থ হয়ে পড়লেন বন্দি ঝাড়খণ্ডী ছাত্রনেতা কমলেশ মাহাতো। ঘটনাটি ঘটে মঙ্গলবার। ২৭ এপ্রিল বেআইনি অস্ত্র-সহ তাঁকে ধরা হয়।

নেতাই মামলায় চার্জ গঠনের দিন পিছোল
নেতাই মামলায় নতুন করে চার্জ গঠনের দিন পিছিয়ে গেল। আগামী ২৩ মে মেদিনীপুর আদালতে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। গত ১৬ সেপ্টেম্বর মেদিনীপুরের বিশেষ জেলা ও দায়রা আদালতে নেতাই মামলার চার্জ গঠন হয়। ১৪ নভেম্বর থেকে বিচার-পর্ব শুরু হওয়ার কথা ছিল। ইতিমধ্যে অভিযুক্ত পক্ষের আইনজীবীরা নিম্ন আদালতের চার্জ গঠনে ত্রুটি রয়েছে বলে হাইকোর্টের দ্বারস্থ হন।

বহিষ্কৃত কর্মীকে ফেরাল তৃণমূল
পুরভোটের আগে বহিষ্কৃত কর্মীদের দলে ফেরাতে উদ্যোগী হল তৃণমূল। বুধবার হলদিয়া বন্দর কমপ্লেক্স ঠিকা শ্রমিক সংগঠনের বহিষ্কৃত নেতা উৎপল বেরাকে দলে ফেরানো হয়। জেলা আইএনটিটিইউসি-র কার্যকরী সভাপতি শিবনাথ সরকার বলেন, “উৎপলবাবু নিজের দোষ বুঝতে পারায় আমরা তাঁকে ফিরিয়ে নিয়েছি।” জেলা তৃণমূল শ্রমিক সংগঠন সূত্রে জানা গিয়েছে, গত বছর অগস্ট মাসে বন্দরে একটি ইউনিটে কাজ বন্ধ করে দেন উৎপলবাবুরা। জেলা নেতৃত্বের অনুমতি না নিয়ে এই কাজ করায় তাঁকে ৪ অগস্ট বহিষ্কার করে আইএনটিটিইউসি।

জেল হেফাজত
কাঁথি দেশপ্রাণ ব্লকের তেঠাইপাদা গ্রামে বধূকে পুড়িয়ে মারার অভিযোগে ধৃত শাশুড়ি বিষ্ণুপ্রিয়া ভুঁইয়া ও দিদিশাশুড়ি মালতী ভুঁইয়াকে বুধবার ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল কাঁথি আদালত। মৃতার স্বামী দীপক এখনও কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন।

ধৃত ২ ছিনতাইকারী
ছিনতাই করতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ল দু’জন। মঙ্গলবার রাতে মহিষাদল থানার গাড়ুঘাটা-মহিষাদল সড়কে তাঁদের গ্রেফতার করে পুলিশ। ধৃত কাঁকুড়দার বাসিন্দা শেখ সইফুল ও সুতাহাটার শেখ রোহিতকে বুধবার হলদিয়া মহকুমা আদালতে হাজির করা হলে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান বিচারক।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.