|
|
|
|
আদালতের দ্বারস্থ বধূ |
নির্যাতনের নালিশ, গ্রেফতার ৩ জন |
নিজস্ব সংবাদদাতা • ডানকুনি |
থানার বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তা’র অভিযোগ তুলে পুলিশ কর্তাদের দ্বারস্থ হলেন এক ‘নির্যাতিতা’ বধূ। ডানকুনি থানার পুলিশের বিরুদ্ধেই তাঁর অভিযোগ। শ্রীরামপুর আদালতেও অভিযোগ করেন ওই মহিলা। পরে আদালতের নির্দেশে মামলা শুরু করেছে পুলিশ। ‘নিষ্ক্রিয়তা’র অভিযোগ অস্বীকার করে জেলা পুলিশের পদস্থ কর্তাদের দাবি, ডানকুনি মথুরডাঙ্গি এলাকার ওই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই মামলা শুরু করেছে। ৩ জনকে গ্রেফতারও করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রের খবর, মথুরডাঙ্গি বরকন্দাজপুরের গৃহবধূ খুরসিদা বেগমের দাবি, শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগকে আমল দেয়নি ডানকুনি থানার পুলিশ। কোনও লিখিত অভিযোগ নেওয়া হয়নি। বরং বিষয়টি ‘মিটমাট’ করে নেওয়ার ‘পরামর্শ’ দেন থানার পুলিশ আধিকারিকেরা।
এরপরে শ্রীরামপুর আদালতের দ্বারস্থ হন ওই বধূ। আদালতের নির্দেশে চলতি মাসের ৫ তারিখ ৬ জনের বিরুদ্ধে মামলা শুরু করে পুলিশ। তদন্তকারী এক অফিসার জানান, ওই বধূর স্বামী মেহবুব আলম মোল্লা, শাশুড়ি রোশনারা বিবি এবং ননদ পারভিন রিয়াজকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের খোঁজ চলছে।” খুরসিদা বলেন, “পুলিশ কোনও মামলা শুরু না করে আমাকে শ্বশুরবাড়ির সঙ্গে মিটমাট করে নিতে বলে। আমি তাতে রাজি হয়নি। অত্যাচার চলতে থাকায় আমি কাছেই বাপের বাড়িতে চলে আসি।” এ বিষয়ে জেলা পুলিশের এক পদস্থ কর্তা বলেন, “স্বামী-স্ত্রী বিবাদ এবং শ্বশুর বাড়ির অত্যাচারের অভিযোগে সংসার যাতে না ভেঙে যায়, পুলিশ সে জন্য অনেক সময়ে উভয়পক্ষকে বুঝিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয়। এ ক্ষেত্রেও তাই হয়েছিল।” |
|
|
|
|
|