নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বামফ্রন্টের বৈঠকে আলোচনার পরেও বীরভূমের নলহাটি পুরসভায় বামফ্রন্টের সার্বিক ঐক্যের প্রশ্ন ঝুলেই রইল। ‘মতবিরোধ’ সাংসদ কিরণময় নন্দের সমাজবাদী পার্টির প্রার্থী নিয়ে। গত বার কিরণময়বাবুর দল নলহাটির একটি ওয়ার্ডে (৮ নম্বর) ‘গোঁজ প্রার্থী’ দিয়ে হারিয়ে দিয়েছিল ফরওয়ার্ড ব্লকের প্রাথর্ীর্কে। এ বারও সমাজবাদী পার্টি ওই ওয়ার্ড-সহ তিনটি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে। এ দিন বামফ্রন্টের বৈঠকে সমাজবাদী পার্টির তরফে বলা হয়, তাঁরা ওই ওয়ার্ডে প্রার্থী প্রত্যাহার করে নিতে পারেন। কিন্তু পরিবর্তে সিপিএম ও সিপিআইয়ের ‘কোটা’ থেকে দুটি আসন তাঁদের ছেড়ে দিতে হবে।
বৈঠকের পরে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “অন্য পাঁচটি পুরসভায় সার্বিক ঐক্য হলেও নলহাটিতে কিছু সমস্যা আছে। ১১ মে মনোনয়নপত্র প্রতাহারের শেষ দিন। জেলা বামফ্রন্টকে সমস্যা মেটাতে বলা হয়েছে। আশা করি সমস্যার সমাধান হবে।”
সমাজবাদী পার্টি বামফ্রন্টের সঙ্গে থাকলেও সম্প্রতি কিরণময়বাবু মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। সেক্ষেত্রে কি সমস্যার সমাধান সহজ হবে? বিমানবাবু বলেন, “যে কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন। সমাজবাদী পার্টি বামফ্রন্টের সঙ্গে আছে। তারাও সমস্যার সমাধান চায়।”
রাজ্যে যে ছ’টি পুরসভায় ভোট হচ্ছে, তার মধ্যে পাঁশকুড়ায় গত বার সিপিএম-সিপিআই ঐক্য না-হলেও এ বার বামফ্রন্টের সার্বিক ঐক্য হয়েছে। সার্বিক ঐক্য হয়েছে হলদিয়াতেও। পাঁশকুড়াতে ফরওয়ার্ড ব্লককে একটি আসন এবং হলদিয়ায় আরএসপি-কে একটি আসন ছেড়ে দিয়েছে সিপিএম। বিমানবাবু জানান, তিনি নদিয়ার কুপার্স ক্যাম্প ও জলপাইগুড়ির ধূপগুড়িতে প্রচারে যাবেন। প্রচার করবেন বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বও। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রচারে যাবেন কি না, তা এখনও ঠিক হয়নি।
বিমানবাবুর অভিযোগ, “বিভিন্ন জায়গায় তৃণমূলের বাইক-বাহিনী প্রচারে বাধা সৃষ্টি করছে। কয়েকটি কেন্দ্রে প্রার্থিপদ প্রত্যাহারের জন্য ফ্রন্টের প্রার্থীকে ভয় দেখানো হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। এলাকায় পরিচিত তৃণমূল নেতারাই এ সব করছেন!” |