১০০ দিনের কাজ সঠিকভাবে রূপায়ণের জন্য বর্ধমান জেলার প্রতিটি মহকুমার ‘সেরা’ পঞ্চায়েত ও ব্লকগুলিকে পুরস্কৃত করল জেলা দফতর। বুধবার কাটোয়ার সংহতি মঞ্চে কাটোয়া মহকুমার বেশ কয়েকটি পঞ্চায়েতকে পুরস্কার দেওয়া হয়। মহকুমায় সর্বাধিক শ্রম দিবস তৈরির জন্য অগ্রদ্বীপ, ১০০ দিনের কাজে মহিলাদের যোগদানের নিরিখে বেরুগ্রাম, পরিবার পিছু কাজের জন্য মঙ্গলকোট, গ্রাম সংসদ গড় ব্যয় ও বিশেষ অগ্রগতির জন্য কেতুগ্রাম, প্রকল্প সম্পূর্ণ করার জন্য খাজুরডিহি ও মজুরি ভিত্তিক ব্যয়ের নিরিখে আনখোনাকে পুরস্কৃত করা হয়। এ ছাড়াও এক লক্ষ শ্রম দিবস তৈরি কিংবা ১ কোটি টাকা খরচের জন্য প্রতিটি পঞ্চায়েতকে কুড়ি হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা বলেন, “গত বছর ডিসেম্বরে আমরা ১০০ দিনের কাজ পর্যালোচনা করছিলাম। এ বার তার থেকে অনেক উন্নত হয়েছে। ওই সব পঞ্চায়েতকে আরও উৎসাহ দেওয়া হল।” ব্লকের দিক থেকে পুরস্কৃত করা হয়েছে কাটোয়া ২ ও কেতুগ্রাম ২ ব্লককে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া ও কেতুগ্রামের বিধায়ক, জেলাশাসক ও কাটোয়ার মহকুমাশাসক দেবীপ্রসাদ করণম।
|
বর্ধমান-কাটোয়া ব্রডগেজ লাইন চালুর আগে পূর্ব রেলের সেফটি কমিশনার রঞ্জিতপ্রসাদ যাদবের নেতৃত্বে লাইনের চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা করা হয় বুধবার সকালে। দলটি ট্রলিতে চেপে বলগনা পর্যন্ত যায় ও বর্ধমানে ফিরে আসে। সেফটি কমিশনার জানান, প্রাথমিকভাবে ওই ২৬ কিলোমিটার রেলপথে বলগনা পর্যন্ত ৯টি স্টেশন থাকবে। পরে তা বাড়ানো হবে কাটোয়া পর্যন্ত। শীঘ্রই এই লাইনে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন তিনি। |