ব্যবসায়ী পরিতোষ দের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বালুরঘাটে সমস্ত দোকানবাজার বন্ধ রেখে শোকদিবস পালন করা হয়। ব্যবসায়ীরা কুঠিকাছারিতে সমিতির কার্যালয়ে সামিল হয়ে বেদিতে শ্রদ্ধা জানান। তোলা আদায়ের প্রতিবাদ করায় গত বছরের ৮ মে দুষ্কৃতীরা সাধনা মোড়ে মাছ ব্যবসায়ী পরিতোষবাবুকে কুপিয়ে ও গুলি করে খুন করে। এর প্রতিবাদে বালুরঘাটে টানা ৪ দিন ব্যবসা বন্ধ হয়। পুলিশ ৮ জনকে গ্রেফতার করে। ৩ জন জামিনে মুক্ত। অভিযুক্তদের আর্জির ভিত্তিতে মামলার বিচার প্রক্রিয়া মালদহ জেলা আদালতে শুরু হয়েছে।
|
রাজ্য স্তরের ভূগোল অভীক্ষায় প্রথম স্থানাধিকারি নাটাবাড়ি হাইস্কুলের ছাত্র মাধব রায়ের পাশে দাঁড়ালেন এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তী উদযাপন ও ওই স্কুলের একগুচ্ছ নয়া প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ওই ছাত্রের হাতে নগদ অর্থ সাহায্য তুলে দেন বিধায়ক। কোচবিহারের নাটাবাড়ির বিধায়ক রবীন্দ্রনাথবাবু বলেন, “প্রত্যন্ত এলাকা থেকে লড়াই করে মাধব যে কৃতিত্ব দেখিয়েছে তা অভাবনীয়। ওর জন্য কোনও প্রশংসা যথেষ্ট নয়। উচ্চ শিক্ষার ব্যাপারে ওর যাতে কোনও রকম সমস্যা না হয় তা দেখব।” রবীন্দ্রনাথবাবু মাধবের হাতে নগদ ৫ হাজার টাকা ও স্মারক তুলে দেন।
|
মোবাইল চুরির চেষ্টার অভিযোগে ৩ কিশোরকে আটক করে মারধর করে পুলিশের হাতে দিলেন বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটে করণদিঘি থানার ফতেপুর এলাকায়। ধৃতদের নাম তারিক আনোয়ার, সারিকুল ইসলাম ও ইউসুফ আলি। বাড়ি করণদিঘি থানার নানা এলাকায়। প্রত্যেকেরই বয়স প্রায় ১৪ বছর। এ দিন চার জন কিশোর ফতেপুর এলাকার বাসিন্দা মহম্মদ ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে মোবাইল ফোন চুরির চেষ্টা করছিল বলে অভিযোগ। সেই সময় মহম্মদ ইসলাম ও তাঁর পরিবারের লোকজন তাদের আটক করে। বাসিন্দা তাদের মারধর করেন বলে অভিযোগ।
|
রাজ্য স্তরের ভূগোল অভীক্ষায় প্রথম স্থানাধিকারি নাটাবাড়ি হাইস্কুলের ছাত্র মাধব রায়ের পাশে দাঁড়ালেন এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তী উদযাপন ও ওই স্কুলের একগুছ নয়া প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ওই ছাত্রের হাতে নগদ অর্থ সাহায্য তুলে দেন বিধায়ক। নাটাবাড়ির বিধায়ক বলেন, “প্রত্যন্ত এলাকা থেকে লড়াই করে মাধব যে কৃতিত্ব দেখিয়েছে তা অভাবনীয়। ওর জন্য কোনও প্রশংসা যথেষ্ট নয়। উচ্চ শিক্ষার ব্যাপারে ওর যাতে কোনও রকম সমস্যা না হয় তা দেখব।” রবীন্দ্রনাথবাবু মাধবের হাতে নগদ ৫ হাজার টাকা ও স্মারক তুলে দেন।
|
মোবাইল চুরির চেষ্টার অভিযোগে ৩ কিশোরকে আটক করে মারধর করে পুলিশের হাতে দিলেন বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটে করণদিঘি থানার ফতেপুর এলাকায়। ধৃতদের বাড়ি করণদিঘি থানার নানা এলাকায়। প্রত্যেকেরই বয়স প্রায় ১৪ বছর। এ দিন চার জন কিশোর ফতেপুর এলাকার বাসিন্দা মহম্মদ ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে মোবাইল ফোন চুরির চেষ্টা করছিল বলে অভিযোগ। সেই সময় মহম্মদ ইসলাম ও তাঁর পরিবারের লোকজন তাদের আটক করে। |