উত্তরবঙ্গে দিনভর কবিপ্রণাম
ত্তরবঙ্গের সর্বত্র মঙ্গলবার নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হয়েছে। শিলিগুড়িতে বিভিন্ন ক্লাবের তরফে কবিগুরুর জন্মদিন পালন হয়। শহরের বাঘাযতীন পার্কে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন মেয়র গঙ্গোত্রী দত্ত। সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। মংপুতে রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে মূল অনুষ্ঠানটি হয়েছে। সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ছাড়াও কার্শিয়াঙের বিধায়ক রোহিত শর্মা উপস্থিত ছিলেন। কার্শিয়াঙে বাঙালি সঙ্ঘ এবং তথ্য সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে রাজ রাজেশ্বরী হলে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। মালবাজারের সুভাষিণী উচ্চতর বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষিকা এবং ছাত্রীরা সকালে একটি প্রভাতফেরিতে করা হয়। দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। সকালে নানা সংগঠন শোভাযাত্রা বার করে। সন্ধ্যায় শহরের সাংস্কৃতিক গোষ্ঠীগুলির পক্ষ থেকে কবিপ্রনাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। জলপাইগুড়ির সমাজপাড়ায় রবীন্দ্রভবন চত্বর দীর্ঘদিন ধরেই জঙ্গলে ভরে গিয়েছে। বিষাক্ত পার্থেনিয়াম ঝোপের আড়ালে ঢাকা পড়েছে রবীন্দ্রভবনের একাংশ। এতে মশা মাছি তো বটেই বিষাক্ত পোকার অনুপ্রবেশ ঘটে রবীন্দ্রভবনের প্রেক্ষাগৃহেও। এদিন তা সাফ করে রবীন্দ্রনাথের ১৫১ তম জন্মজয়ন্তী উদযাপন করেছে যুবক যুবতী, সিভিল ডিফেন্সের সদস্য বা প্রাক্তন সদস্যরা। তাঁদের নিয়েই কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি অনুমোদিত সংগঠন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ওয়েলফেয়ার আসোসিয়েশনের সদস্যরাই এদিন সকাল থেকে রবীন্দ্রভবনের জঙ্গল পরিষ্কার করেছেন। জঙ্গল কেটে তুলে দেওয়া হয়েছে পুরসভার জঞ্জাল ট্রাকে। জলপাইগুড়ির জেলাশাসক, পুলিশ সুপারের দফতরেও এদিন রবীন্দ্রজয়ন্তী পালিত হয়েছে। জলপাইগুড় জেলা পরিষদ দফতরে রবীন্দ্রনাথের একটি মূর্তি বসানো হয়েছে। জলপাইগুড়িতেও বিভিন্ন ক্লাব, সংগঠনের পক্ষ থেকে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান করা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয় কোচবিহারে। সকালে জেলা তথ্য দফতরে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হয়। জেলাশাসকের দফতরেও কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। জেলাশাসক মোহন গাঁধী, অতিরিক্ত জেলাশাসক সুদীপ মিত্র কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন। নাটাবাড়ি হাইস্কুলে কবির ছবিতে মাল্যদান করেন স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারের মুক্তমঞ্চে উত্তরবঙ্গ রবীন্দ্র অ্যাকাডেমির তরফে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। পুরসভার তরফে সাগরদিঘির পাড়ে রবীন্দ্র মূর্তিতে শ্রদ্ধা জানানো হয়। বালুরঘাটে বিভিন্ন স্কুল ও ক্লাবের পক্ষ থেকে শোভাযাত্রা বার হয়। এ দিন সরকারিভাবে মূল অনুষ্ঠানটি হয় বালুরঘাটের রবীন্দ্রভবনে। তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে প্রভাতফেরিতে সকলের সঙ্গে পা মেলান কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী। শহরে দিনভর নানা অনুষ্ঠান হয়। এদিন রায়গঞ্জে ঘড়িমোড়ে কবিগুরুর মূর্তিতে শ্রদ্ধা জানান রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত সহ পুরসভার কাউন্সিলররা। পুরসভার উদ্যোগে শহরে একটি র্যালি হয়। উত্তর দিনাজপুর জেলা আইএনটিটিইউসির উদ্যোগে এদিন রায়গঞ্জ পুর বাস স্ট্যান্ড চত্বরে কবিগুরুর জন্মজয়ন্তী পালন করা হয়। সংগঠনের তরফে ২০০ জন দুঃস্থ মানুষের মধ্যে ধুতি ও শাড়ি বিলি করা হয়েছে। ভারতীয় গণনাট্য সঙ্ঘের সদস্যরা শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড় পর্যন্ত কবিগুরুর প্রতিকৃতি নিয়ে র্যালি করেন। রায়গঞ্জ কালচারাল ফোরামের উদ্যোগে বিকালে রায়গঞ্জের বকুলতলা মোড় এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ময়নাগুড়ির রবিতীর্থ ভবনে দেড় বছর ধরে ফেলা রাখা কবিগুরুর মূর্তিটির এ দিন উন্মোচন করা হয়েছে। তবে তা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। সম্প্রতি মূর্তি ভবনের বাইরে এনে বসানো হলেও সকাল থেকে তা প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা ছিল। খবর পৌঁছায় জলপাইগুড়ি জেলা পরিষদে। দুপুরে তড়িঘড়ি প্লাস্টিক খুলে মূর্তিটি মালা দিয়ে সাজা হয়। বিকালে ময়নাগুড়ি গিয়ে মূর্তিতে শ্রদ্ধা জানান জেলা পরিষদের সভাধিপতি দীপ্তি দত্ত-সহ আধিকারিকেরা। শামুকতলা শক্তিনগর বালিকা বিদ্যালয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপন না হওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বাসিন্দারা জানান, এলাকাবাসী ও পড়ুয়ারা ফুল মালা হাতে বসে থেকে ফিরে যায়। স্কুলের কোনও শিক্ষক শিক্ষিকা আসেননি। বিডিও সৌমেন মাইতি বলেন, “কেন এমন হল তা স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.