সংস্কারের দাবি নিয়ে এত দিন বাঁকুড়া শহরের ঐতিহ্যবাহী এডওয়ার্ড হলের বারান্দায় রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান করা হত। সংস্কার করার পরেও হলটির মালিক পূর্ত দফতর ভাড়া না দেওয়ায় এ বারও আগের জায়গাতেই রবীন্দ্রজয়ন্তী পালন হল। পূর্ত দফতরের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা বাঁকুড়া শাস্ত্রীয় সঙ্গীত সমাজ-সহ তিনটি সংস্থা। তাঁদের তরফে জয়দীপ মুখোপাধ্যায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে অভিযোগ করেন, “শতাব্দী প্রাচীন এই এডওয়ার্ড হলে আগে বহু অনুষ্ঠান হয়েছে। এই হলটির সংস্কারের কাজ প্রায় সম্পূর্ন। শুধু পূর্ত দফতরের সদিচ্ছা না থাকায় আবেদন করার পরেও হলটি রবীন্দ্রজয়ন্তী পালনের জন্য আমাদের ভাড়া দেওয়া হল না।” তবে পূর্ত বিভাগের মুখ্য বাস্তুকার করুণ দে-র দাবি, “এডওয়ার্ড হলের সংস্কারের কাজ এখনও শেষ হয়নি। সঠিক পরিকাঠামো না থাকার জন্যই আমরা হলটি দিতে পারিনি। দ্রুত সংস্কারের কাজ শেষ করে হলটি অনুষ্ঠান করতে দেওয়া হবে।”
|
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে এক যুবকরে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মদন মণ্ডল। বাড়ি বর্ধমানের সালানপুর থানা এলাকায়। সোমবার রাতে তাকে বাড়ি থেকে ধরার পরে মঙ্গলবার রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে নিতুড়িয়া থানা এলাকার এক তরুণী থানায় অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবকটি তাঁর সঙ্গে সহবাস করে। তিনি গর্ভবতী হয়ে পড়ায় যুবকটি তাকে বিয়ে করতে অস্বীকার করে। গত ৬ এপ্রিল ওই তরুণী নিতুড়িয়া থানায় মদনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ দিন ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তাঁকে রঘুনাথপুর আদালতে তোলা হলে তিনি বাড়ি ফিরতে অস্বীকার করায় আদালত পুরুলিয়া শহরের একটি হোমে পাঠানোর নির্দেশ দেয়।
|
জলাভূমি ভরাটের অভিযোগ তুলে প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত হয়েছিলেন বিষ্ণুপুরের এক ব্যক্তি। সেই অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতদের বিষ্ণুপুর আদালতে তোলা হয়। সোমবার সকালে বিষ্ণুপুর শহরের ঠাকুরপাড়া এলাকার একটি জলাশয় ভরাটের অভিযোগ তুলে দলমাদল পাড়ার বাসিন্দা প্রদীপ পণ্ডিত ও কিছু লোকজন প্রতিবাদ জানান। অভিযোগ এরপরেই তাঁকে মারধর করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আরও কয়েকজনের খোঁজ করা হচ্ছে।
|
বালুচরী শিল্পীদের নিয়ে একটি কর্মশালা হল বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে। মঙ্গলবার এই কর্মশালার উদ্বোধন করেন কমিশনার (টেক্সটাইল) বরুণকুমার রায়। উপস্থিত ছিলেন জেলাশাসক গুলাম আলি আনসারি, মহকুমা শাসক (বিষ্ণুপুর) অদীপ রায় প্রমুখ। ক্ষুদ্র শিল্প নিগম ও বিষ্ণুপুর মহকুমা প্রশাসন যৌথ ভাবে এই কর্মশালার আয়োজন করেছিল। বিষ্ণুপুরের মহকুমা তথ্য আধিকারিক আজিজুর রহমান জানান, ২০০ বালুচরী তাঁত শিল্পী কর্মশালায় যোগ দেন। সরকারি কিছু পরিকল্পনার কথা শিল্পীদের জানানো হয়।
|
ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার সকালে দূর্ঘটনাটি ঘটেছে আদ্রা বিভাগের আনাড়া স্টেশনের কাছে। মৃতের নাম রাজকুমার বাউড়ি (২১)। বাড়ি পাড়া থানার জোড়বেড়িযা গ্রামে। এদিন সকালে আনাড়া থেকে বোকারো- বর্ধমান প্যাসেঞ্জার ট্রেন ধরে তিনি আসানসোল যাচ্ছিলেন। আনাড়া স্টেশনের অদূরে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। |